ETV Bharat / city

Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল - আসানসোলের সাংসদ পদে ইস্তফা বাবুল সুপ্রিয়র

মঙ্গলবার, 19 অক্টোবর আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয় ৷ একাধিকবার আবেদন করার পর অবশেষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে দেখা করার সময় দিয়েছেন ৷ প্রসঙ্গত, গত মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয় ৷

19th October Babul Supriyo Will Resign from MP Seat of Asansol
মঙ্গলবারই সাংসদপদে ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয়
author img

By

Published : Oct 17, 2021, 3:36 PM IST

কলকাতা, 17 অক্টোবর : অবশেষে বাবুল সুপ্রিয়কে সময় দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ আর তার পরেই ইস্তফা দিতে চলেছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ৷ আগামী 19 অক্টোবর, মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে সময় দিয়েছেন ৷ সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই নিজের পদত্যাগপত্র অধ্যক্ষের হাতে তুলে দেবেন এই তারকা সাংসদ ৷ লোকসভা সচিবালয় সূত্রে খবর, বাবুলকে সকাল 11টায় সময় দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ৷ এর আগে একাধিক বার চিঠি লিখে তাঁর কাছে সময় চেয়েছিলেন বাবুল ৷ কিন্তু, তখন তাঁকে অধ্যক্ষ সময় দেননি ৷ রবিবার লোকসভা সচিবালয় সূ্ত্রে জানা গিয়েছে, 19 অক্টোবর, মঙ্গলবার সকালে বাবুলকে দেখা করার সময় দেওয়া হয়েছে ৷

ঘনিষ্ঠ মহলে বাবুল জানিয়েছেন, তিনি যেহেতু দলত্যাগ করেছেন ৷ তাই নৈতিকতার স্বার্থে বিজেপির সাংসদ পদ ছাড়তে চান তিনি ৷ তবে, আসানসোলের মানুষের পাশে তিনি আগের মতোই থাকবেন ৷ বাবুল সুপ্রিয় এও বলেন, ‘‘আমি সারা জীবন একটা নৈতিকতার শিক্ষাকে সামনে রেখে চলেছি ৷ তৃণমূল কংগ্রেসে যোগদানের পর আসানসোলের সাংসদ হিসাবে থেকে যাওয়া আমার নৈতিকতায় বাধে ৷’’ তিনি জানিয়েছেন, সোমবার সকালে তিনি দিল্লি যাবেন ৷ সেক্ষেত্রে মঙ্গলবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেবেন বাবুল ৷

আরও পড়ুন : 82 Mann Ki Baat : মন কি বাতের দিন বদল করে টুইট প্রধানমন্ত্রীর

সাংসদ পদ থেকে বাবুল ইস্তফা দিলে, কবে আসানসোলে উপনির্বাচন ঘোষণা করা হয়, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা ৷ এখনও প্রায় 3 বছর লোকসভার নির্বাচন হতে বাকি ৷ এটাও দেখার যে, সেখানে বিজেপি নতুন কাকে প্রার্থী হিসেবে তুলে আনে ৷ তৃণমূলই বা কাকে সেখানে প্রার্থী করে ৷ কারণ, সেখানে বাবুলের পরে বিজেপির তরফে প্রার্থী হওয়ার অনেক দাবিদার রয়েছে ৷ সেই সঙ্গে, ইস্তফা দেওয়ার পর তৃণমূল ফের বাবুলকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করে কি না সেটাও দেখার ৷ একই সঙ্গে নজরে থাকবে কংগ্রেস ও বাম দলগুলি ওই উপনির্বাচনে প্রার্থী দেয় কি না সেই দিকেও ৷ মোটের উপর বাবুলের পদত্যাগের সঙ্গে সঙ্গে রাজ্যে এক লোকসভা আসনে উপনির্বাচনের ঘণ্টা বেজে যাবে ৷

আরও পড়ুন : ISKCON Protest : বাংলাদেশের হিংসার প্রতিবাদে সোচ্চার মায়াপুর ইসকনের ভক্তরা

কলকাতা, 17 অক্টোবর : অবশেষে বাবুল সুপ্রিয়কে সময় দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ আর তার পরেই ইস্তফা দিতে চলেছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ৷ আগামী 19 অক্টোবর, মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে সময় দিয়েছেন ৷ সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই নিজের পদত্যাগপত্র অধ্যক্ষের হাতে তুলে দেবেন এই তারকা সাংসদ ৷ লোকসভা সচিবালয় সূত্রে খবর, বাবুলকে সকাল 11টায় সময় দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ৷ এর আগে একাধিক বার চিঠি লিখে তাঁর কাছে সময় চেয়েছিলেন বাবুল ৷ কিন্তু, তখন তাঁকে অধ্যক্ষ সময় দেননি ৷ রবিবার লোকসভা সচিবালয় সূ্ত্রে জানা গিয়েছে, 19 অক্টোবর, মঙ্গলবার সকালে বাবুলকে দেখা করার সময় দেওয়া হয়েছে ৷

ঘনিষ্ঠ মহলে বাবুল জানিয়েছেন, তিনি যেহেতু দলত্যাগ করেছেন ৷ তাই নৈতিকতার স্বার্থে বিজেপির সাংসদ পদ ছাড়তে চান তিনি ৷ তবে, আসানসোলের মানুষের পাশে তিনি আগের মতোই থাকবেন ৷ বাবুল সুপ্রিয় এও বলেন, ‘‘আমি সারা জীবন একটা নৈতিকতার শিক্ষাকে সামনে রেখে চলেছি ৷ তৃণমূল কংগ্রেসে যোগদানের পর আসানসোলের সাংসদ হিসাবে থেকে যাওয়া আমার নৈতিকতায় বাধে ৷’’ তিনি জানিয়েছেন, সোমবার সকালে তিনি দিল্লি যাবেন ৷ সেক্ষেত্রে মঙ্গলবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেবেন বাবুল ৷

আরও পড়ুন : 82 Mann Ki Baat : মন কি বাতের দিন বদল করে টুইট প্রধানমন্ত্রীর

সাংসদ পদ থেকে বাবুল ইস্তফা দিলে, কবে আসানসোলে উপনির্বাচন ঘোষণা করা হয়, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা ৷ এখনও প্রায় 3 বছর লোকসভার নির্বাচন হতে বাকি ৷ এটাও দেখার যে, সেখানে বিজেপি নতুন কাকে প্রার্থী হিসেবে তুলে আনে ৷ তৃণমূলই বা কাকে সেখানে প্রার্থী করে ৷ কারণ, সেখানে বাবুলের পরে বিজেপির তরফে প্রার্থী হওয়ার অনেক দাবিদার রয়েছে ৷ সেই সঙ্গে, ইস্তফা দেওয়ার পর তৃণমূল ফের বাবুলকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করে কি না সেটাও দেখার ৷ একই সঙ্গে নজরে থাকবে কংগ্রেস ও বাম দলগুলি ওই উপনির্বাচনে প্রার্থী দেয় কি না সেই দিকেও ৷ মোটের উপর বাবুলের পদত্যাগের সঙ্গে সঙ্গে রাজ্যে এক লোকসভা আসনে উপনির্বাচনের ঘণ্টা বেজে যাবে ৷

আরও পড়ুন : ISKCON Protest : বাংলাদেশের হিংসার প্রতিবাদে সোচ্চার মায়াপুর ইসকনের ভক্তরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.