ETV Bharat / city

Babul Supriyo Nomination : 'সেরাটা দিয়েই খেলব', মনোনয়ন জমা দিয়ে মন্তব্য বাবুলের - Babul Supriyo files his nomination for Ballygunge bye election

অনাড়ম্বরে হলেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই তিনি এদিন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন ৷ বেরিয়ে সংবাদমাধ্যমকে জানালেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী (Babul Supriyo files his nomination for Ballygunge bye election) ৷

Babul Supriyo filed nomination
'সেরাটা দিয়েই খেলব', মনোনয়ন জমা দিয়ে জানালেন বাবুল
author img

By

Published : Mar 21, 2022, 2:51 PM IST

কলকাতা, 21 মার্চ : তিনি যে দলে খেলেন, সেরাটা দিয়েই খেলেন ৷ আসন্ন উপনির্বাচনে শাসকদলের হয়েও তিনি সেরাটা দিয়েই খেলবেন ৷ সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে এমনটাই জানালেন বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ যদিও অনাড়ম্বর ভাবেই এদিন মনোনয়নপত্র জমা দিলেন তিনি। দলের জনাকয়েক কাউন্সিলরকে নিয়ে সকাল সাড়ে 11টা নাগাদ আলিপুরে পৌঁছন বাবুল। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই তিনি এদিন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী (Babul Supriyo files his nomination for Ballygunge bye election) ৷

মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন, "আসানসোলে চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলাম। যা করার করে দেখিয়েছি। সরিয়ে দেওয়ার সময়ে বলা হয়েছিল বাবুল সুপ্রিয়র পারফরম্যান্স খারাপ। কিন্তু আমি মাথা উঁচু করে থাকার লোক, তাই মেনে নিইনি। এখন পুরনো কথা উঠবেই ৷ তাতে আমার কোনও সমস্যা নেই। কারণ আমার মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না।"

আরও পড়ুন : বালিগঞ্জ উপনির্বাচনের প্রচারে পার্কসার্কাসে জনসংযোগ বাবুলের

এরপর দলবদলের প্রসঙ্গ সামনে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাবুল জানান, অন্য দল থেকে এসেছি বলে অনেকে অনেক কিছু বলবে ৷ কিন্তু এসব বিষয়কে পাত্তা না-দিয়ে আগামী 12 তারিখকেই পাখির চোখ করছেন আসানসোলের প্রাক্তন সাংসদ । বাবুলের কথায়, "যখন যে দলে খেলেছি সেরাটুকু দিয়েছি ৷ এবার এই দলে খেলব, আগের চেয়ে ভাল খেলব।"

কলকাতা, 21 মার্চ : তিনি যে দলে খেলেন, সেরাটা দিয়েই খেলেন ৷ আসন্ন উপনির্বাচনে শাসকদলের হয়েও তিনি সেরাটা দিয়েই খেলবেন ৷ সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে এমনটাই জানালেন বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ যদিও অনাড়ম্বর ভাবেই এদিন মনোনয়নপত্র জমা দিলেন তিনি। দলের জনাকয়েক কাউন্সিলরকে নিয়ে সকাল সাড়ে 11টা নাগাদ আলিপুরে পৌঁছন বাবুল। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই তিনি এদিন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী (Babul Supriyo files his nomination for Ballygunge bye election) ৷

মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন, "আসানসোলে চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলাম। যা করার করে দেখিয়েছি। সরিয়ে দেওয়ার সময়ে বলা হয়েছিল বাবুল সুপ্রিয়র পারফরম্যান্স খারাপ। কিন্তু আমি মাথা উঁচু করে থাকার লোক, তাই মেনে নিইনি। এখন পুরনো কথা উঠবেই ৷ তাতে আমার কোনও সমস্যা নেই। কারণ আমার মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না।"

আরও পড়ুন : বালিগঞ্জ উপনির্বাচনের প্রচারে পার্কসার্কাসে জনসংযোগ বাবুলের

এরপর দলবদলের প্রসঙ্গ সামনে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাবুল জানান, অন্য দল থেকে এসেছি বলে অনেকে অনেক কিছু বলবে ৷ কিন্তু এসব বিষয়কে পাত্তা না-দিয়ে আগামী 12 তারিখকেই পাখির চোখ করছেন আসানসোলের প্রাক্তন সাংসদ । বাবুলের কথায়, "যখন যে দলে খেলেছি সেরাটুকু দিয়েছি ৷ এবার এই দলে খেলব, আগের চেয়ে ভাল খেলব।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.