কলকাতা, 19 সেপ্টেম্বর : রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তর (Swapan Dasgupta) সঙ্গে টুইট যুদ্ধে জড়ালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ মন্তব্য, পাল্টা মন্তব্যে ভরে উঠল মাইক্রো ব্লগিং সাইটের দেওয়াল ৷ শনিবার দুপুরে সকলকে অবাক করে তৃণমূল কংগ্রেসে (All India Trinamool Congress) যোগদান করেন রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ নিতে চলা বাবুল ! আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুরু হয় ঠাট্টা, তামাশা ৷ কেউ কেউ আবার কঠোরভাবেই বাবুলের সমালোচনা করেন ৷ এই সমালোচকদের অন্যতম প্রবীণ বিজেপি নেতা তথা দলের রাজ্যসভার সাংসদ স্বপন দেবনাথ ৷ যতক্ষণ স্বপন বাবুলের তৃণমূলের যোগদান নিয়ে হা-হুতাশ করছিলেন, ততক্ষণ সবকিছু ঠিকই ছিল ৷ কিন্তু, যেই মুহূর্তে তিনি বাবুলের সমালোচনা শুরু করেন, পাল্টা জবাব দিতে দেরি করেননি বাবুলও ৷
আরও পড়ুন : Babul-Jitendra : বাবুল সুপ্রিয় রাজনীতিতে ফেরায় ‘ভাল লাগছে’ জিতেন্দ্রর
বাবুলের তৃণমূলের যোগদানের খবর প্রকাশ্যে আসার পরই তাঁর বিজেপি-ত্যাগের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেন স্বপন ৷ তিনি লেখেন, ‘‘রাজনীতিতে পুনরায় পা দেওয়ার জন্য বাবুল বিজপি-কে ছেড়ে যাওয়ায় আমি ব্যথিত ৷ ভবিষ্যতে কী হবে, তা আমি বলতে পারব না ৷ তবে তিনি বিজেপি-র সম্পদ ছিলেন ৷ এবং ব্যক্তিগতভাবে তাঁর কাজের জন্য আমি তাঁকে অত্যন্ত পছন্দ করি ৷ আমরা, যাঁরা বিজেপি-র সঙ্গে সারাজীবনের জন্য সম্পর্কে জড়িয়েছি, তাঁদের লড়াই চলবেই, তা সে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন ৷’’
-
The anger of BJP supporters at @SuPriyoBabul ‘s defection is very real, as is the disgust of ordinary people over people shifting sides. Learning to digest adversity & having patience are part of politics. Sadly, Babul was in a tearing hurry. He may end up damaging his own image. https://t.co/CWVvSYqwUe
— Swapan Dasgupta (@swapan55) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The anger of BJP supporters at @SuPriyoBabul ‘s defection is very real, as is the disgust of ordinary people over people shifting sides. Learning to digest adversity & having patience are part of politics. Sadly, Babul was in a tearing hurry. He may end up damaging his own image. https://t.co/CWVvSYqwUe
— Swapan Dasgupta (@swapan55) September 19, 2021The anger of BJP supporters at @SuPriyoBabul ‘s defection is very real, as is the disgust of ordinary people over people shifting sides. Learning to digest adversity & having patience are part of politics. Sadly, Babul was in a tearing hurry. He may end up damaging his own image. https://t.co/CWVvSYqwUe
— Swapan Dasgupta (@swapan55) September 19, 2021
স্বপনের এই টুইটে তিনি বাবুলের প্রতি খুব বেশি আক্রমণাত্মক না হলেও ঘুরিয়ে গায়ক-রাজনীতিককে খোঁচা দিয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ প্রতিকূল সময়ে দলের পাশে থাকার বদলে চটজলদি শিবির বদলেছেন বাবুল সুপ্রিয় ৷ তাঁর এই আচরণ যে অনভিপ্রেত, টুইটে সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন রাজ্যসভার সাংসদ ৷ বুঝিয়ে দিয়েছেন, বাবুলের মতো লোকেরা বিজেপি-র সঙ্গ ত্যাগ করলেও তাঁর (স্বপনের) মতো মানুষজন দলের হয়ে লড়াই চালিয়ে যাবেন ৷ তবে কি বাবুলের সঙ্গে তুলনা টেনে নিজেকে সাচ্চা বিজেপি হিসাবে প্রমাণের চেষ্টা করেছেন স্বপন ? প্রশ্ন তুলেছেন বাবুলের রাজনৈতিক নৈতিকতা নিয়ে ?
পরবর্তী একটি টুইটে অবশ্য খুব বেশি রাখঢাক করেননি স্বপন দেবনাথ ৷ সোজাসুজি আক্রমণ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীকে ৷ তিনি লিখেছেন, ‘‘বাবুলকে নিয়ে কর্মী-সমর্থকদের রাগ যথার্থ ৷ কিছু মানুষ যেভাবে দলবদল করছেন, তাতে আমজনতা বিরক্ত ৷ প্রতিকূলতাকে হজম করতে শেখা এবং ধৈর্য সহকারে অপেক্ষা করা রাজনীতির অঙ্গ ৷ দুর্ভাগ্যের বিষয় হল, বাবুলের খুব তাড়া ছিল ৷ তবে এতে হয়ত তিনি নিজের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করবেন ৷’’
-
The anger is surely real but so was mine Dada😁It was expected&isnfair too•I accept it•But what abt this same Babul publicly protesting against inducting ‘outsiders’ into BJP?Did BJP do good to it’s image then?Plz ask the same supporters who were sidelined by these ‘outsiders’ https://t.co/yJNmBZId7t
— Babul Supriyo (@SuPriyoBabul) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The anger is surely real but so was mine Dada😁It was expected&isnfair too•I accept it•But what abt this same Babul publicly protesting against inducting ‘outsiders’ into BJP?Did BJP do good to it’s image then?Plz ask the same supporters who were sidelined by these ‘outsiders’ https://t.co/yJNmBZId7t
— Babul Supriyo (@SuPriyoBabul) September 19, 2021The anger is surely real but so was mine Dada😁It was expected&isnfair too•I accept it•But what abt this same Babul publicly protesting against inducting ‘outsiders’ into BJP?Did BJP do good to it’s image then?Plz ask the same supporters who were sidelined by these ‘outsiders’ https://t.co/yJNmBZId7t
— Babul Supriyo (@SuPriyoBabul) September 19, 2021
এরপর আর চুপ করে বসে থাকতে পারেননি বাবুল সুপ্রিয় ৷ মার্জিতভাবেই স্বপনকে কটাক্ষ করেছেন তিনি ৷ পাল্টা টুইটে বাবুল লিখেছেন, ‘‘রাগ অবশ্যই যথার্থ ৷ কিন্তু, দাদা সেটা আমার ক্ষেত্রেও খাটে ৷ এটা সম্ভাব্যই ছিল ৷ এবং অন্যায়ও ৷ কিন্তু, আমি সবটাই মেনে নিয়েছিলাম ৷ যখন দলে ‘বহিরাগত’দের জায়গা করে দেওয়া হচ্ছিল, তখন এই বাবুলই সর্বসমক্ষে প্রতিবাদ করেছিল ৷ সেক্ষেত্রে কী বলবেন ? তখন কি বিজেপি-র ভাবমূর্তি নষ্ট হয়নি ? যে সমর্থকরা এইসব বহিরাগতদের জন্য কোণঠাসা হয়ে পড়েছেন, তাঁদের গিয়ে এই প্রশ্ন করুন ৷’’
আরও পড়ুন : Babul Supriyo-Mahua Moitra : তিক্ততা ভুলে সৌজন্য বিনিময় মহুয়া-সুপ্রিয়'র
তৃণমূল কংগ্রেসে যোগদানের পর থেকেই বাবুল নিজের সিদ্ধান্তের স্বপক্ষে একের পর এক যুক্তি সাজিয়ে গিয়েছেন ৷ তাঁর দাবি, মন থেকেই রাজনীতি ছাড়তে চেয়েছিলেন তিনি ৷ কিন্তু, শেষ কয়েক দিনে মতবদল করে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নেন ৷ যা মানতে নারাজ সমালোচকরা ৷ তাঁদের পাল্টা যুক্তি, আসলে মন্ত্রিত্ব খুইয়েই স্বার্থে ঘা লেগেছে বাবুলের ৷ উপরন্তু, একুশের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে তৃণমূলের ওজন আরও বেড়েছে ৷ পাশাপাশি, চব্বিশের সাধারণ নির্বাচনের আগে জাতীয়স্তরেও একেবারে সামনের সারিতে উঠে আসার চেষ্টা করছেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ দলকে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলতে গোটা দেশে পরিচিত মুখগুলিকে মমতা কাজে লাগাতে পারেন বলে মত ওয়াকিবহাল মহলের ৷ তাছাড়া, রাজ্যে একাধিক আসনে বিধানসভা উপনির্বাচন আসন্ন ৷ সেখানেও হেভিওয়েটদের জায়গা করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান, রাজ্য ও দেশের বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই তৃণমূলে নাম লিখিয়েছেন বাবুল ৷ কারণ, সেক্ষেত্রে তাঁর কপালে ভারী কোনও পদ জুটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ৷ বস্তুত, বিজেপিশিবিরও এমনটাই মনে করছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ আর তার জেরেই চলছে রাজনৈতিক আক্রমণ ও পাল্টা জবাব দেওয়ার পালা ৷