কলকাতা, 25 এপ্রিল: দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ তাঁর স্ত্রীর-ও কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন গায়ক-রাজনীতিক ৷ তবে কোভিডে আক্রান্ত হওয়ার খবর দিতে গিয়েও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷
রবিবার টুইটে নিজের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়ে বাবুল লেখেন, "আমি ও আমার স্ত্রী দুজনেরই কোভিড পজ়িটিভ ৷ আমার এই নিয়ে দ্বিতীয়বার ৷ আমি আসানসোলে ভোট দিতে পারব না, এটা খুবই দুঃখের ৷ 26-এর ভোটে ওখানকার রাস্তায় আমার থাকাটা জরুরি ছিল ৷ কারণ ইতিমধ্যেই তৃণমূলের গুন্ডারা অবাধ ভোটে বাধা দিতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে শুরু করেছে ৷"
-
However, the #TMchhi terror machinery who I hv handled (well) since 2014 may not rejoice•Wil b doing my duties frm my room & b right by my Candidates mentally in everyway possible to ensure 9/9 seats there🤟@KailashOnline @shivprakashbjp @DilipGhoshBJP @BJP4Bengal @amitmalviya https://t.co/35uVEA5RNL
— Babul Supriyo (@SuPriyoBabul) April 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">However, the #TMchhi terror machinery who I hv handled (well) since 2014 may not rejoice•Wil b doing my duties frm my room & b right by my Candidates mentally in everyway possible to ensure 9/9 seats there🤟@KailashOnline @shivprakashbjp @DilipGhoshBJP @BJP4Bengal @amitmalviya https://t.co/35uVEA5RNL
— Babul Supriyo (@SuPriyoBabul) April 25, 2021However, the #TMchhi terror machinery who I hv handled (well) since 2014 may not rejoice•Wil b doing my duties frm my room & b right by my Candidates mentally in everyway possible to ensure 9/9 seats there🤟@KailashOnline @shivprakashbjp @DilipGhoshBJP @BJP4Bengal @amitmalviya https://t.co/35uVEA5RNL
— Babul Supriyo (@SuPriyoBabul) April 25, 2021
তৃণমূলকে কটাক্ষ করে আর একটি টুইটে বিজেপি নেতা লিখেছেন, "2014 সাল থেকে টিএমসি-র যে সন্ত্রাস পরিকাঠামোকে সামলে আসছি, তাদের আনন্দ পাওয়ার কিছু নেই ৷ ঘর থেকেই আমি আমার দায়িত্ব পালন করব আর ওখানে 9টার মধ্যে 9টা আসনই নিশ্চিত করতে প্রত্যেক জায়গায় আমাদের প্রার্থীদের ভরসা জোগাব ৷"
আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থীর
রোজই দেশে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস ৷ রাজ্যের পরিস্থিতিও ভালো নয় ৷ সাধারণ মানুষ থেকে রাজনীতিক, সেলিব্রিটির পজ়িটিভ হওয়ার খবর প্রায় রোজই আসছে ৷ আজই করোনা কেড়ে নিয়েছে খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা (59)-র প্রাণ ৷ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি । আজ সকাল পৌনে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷