কলকাতা, 10 জুলাই : মন্ত্রিত্ব হারিয়েই নাকি সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয় হয়ে উঠেছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ নিন্দুকেরা এমন দাবি করলেও মানছেন না বাবুল নিজে ৷ তাঁর পাল্টা দাবি, বরাবরই লেখালিখি করতে ভালবাসেন তিনি ৷ লেখেনও ৷ আর তারজন্য বেছে নেন সোশ্যাল প্ল্য়াটফর্মকে ৷
সম্প্রতি বাবুলের একটি পোস্ট নিয়ে ব্য়াপক বিতর্ক শুরু হয় ভার্চুয়াল জগতে ৷ অনেকেই ব্য়ক্তিগত আক্রমণ করে বসেন বাবুলকে ৷ শনিবার ভোর রাতে করা একটা লম্বা পোস্টে তাঁর আগের সেই পোস্টের ব্যাখ্যা দেন বাবুল ৷ একইসঙ্গে তাঁর কটাক্ষ, বহু মানুষ আছেন যাঁরা ব্যঙ্গ (মূলত রাজনৈতিক ব্যঙ্গ বা sarcasm) বোঝেন না ৷ আর না বুঝেই অন্যকে আক্রমণ করেন বসেন ৷ তবে তাতে যে তাঁর কিছুই যায় আসে না, তাও মনে করিয়ে দেন বাবুল ৷ দীর্ঘ এই পোস্টের সঙ্গে নিজের গাওয়া একটি রবীন্দ্র সঙ্গীতের লিংকও শেয়ার করেন বাবুল ৷ গানের কথাগুলি হল, ‘‘তোমরা যা বল তাই বল, আমার লাগে না মনে...’’৷
আরও পড়ুন : মেয়ের সঙ্গে দু'বছর আগের খুনসুটির ভিডিয়ো শেয়ার বাবুলের
বাবুল সুপ্রিয়কে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে গত বুধবার থেকে ৷ ওই দিনই মোদি মন্ত্রিসভার রদবদল হয় ৷ বাড়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৷ পশ্চিমবঙ্গে থেকে চারজন সাংসদ নতুন করে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ৷ একইসঙ্গে রাষ্ট্রমন্ত্রীর পদ হাতছাড়া হয় বাবুলের ৷ সব মিলিয়ে পুরনো 12 জনকে ছেঁটে ফেলা হয় মোদি মন্ত্রিসভা থেকে ৷
এই প্রসঙ্গে সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেন বাবুল ৷ জানান, তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে ৷ বাবুলের এই পদক্ষেপে বেজায় চটে যান রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ সংবাদমাধ্যমে এ নিয়ে কড়া প্রতিক্রিয়াও দেন তিনি ৷ দিলীপের বক্তব্য ছিল, 12 জনকে পদত্যাগ করতে বলা হয়েছে ৷ অথচ বাবুল ছাড়া আর কেউ এ নিয়ে এই ধরনের কোনও পোস্ট করেননি ৷
এরপরই গোটা বিষয়টি নিয়ে শুরু হয় চাপানউতোর ৷ সংবাদমাধ্যমের পাশাপাশাশি সোশ্য়াল মিডিয়াতেও এ নিয়ে টিকা-টিপ্পনি চলতে থাকে ৷ আর তাতে যোগ দেন বাবুল স্বয়ং ৷ বস্তুত বাবুল নিজে বরাবরই সক্রিয় ভার্চুয়াল প্ল্য়াটফর্মে ৷ গত কয়েক দিনও তার ব্যতিক্রম ছিল না ৷ এবার সেই মাধ্যমকে কাজে লাগিয়ে সরাসরি দিলীপ ঘোষকে নিশানা করেন তিনি ৷ এই প্রসঙ্গে একটি পোর্টালের খবরের লিংক শেয়ার করেন বাবুল ৷ সেই খবরের শিরোনামে দাবি করা হয়েছে, দিলীপ নাকি বলেছেন, ‘‘...বাবুল হাঁফ ছেড়ে বেঁচেছেন’’ ৷ পাল্টা বাবুলের কটাক্ষ, তিনি হাঁফ ছেড়ে বাঁচায় দিলীপ নাকি ‘‘মনের আনন্দে’’ আছেন ! তবে দিলীপ তাঁর সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা তিনি বুঝেও বুঝতে চান না বলেও জানিয়েছেন বাবুল ৷ একইসঙ্গে, প্রকাশ্যে দিলীপকে শ্রদ্ধা জানাতেও ভোলেননি !
আরও পড়ুন : নাড্ডার জরুরি তলব, আজ রাতেই দিল্লি যাচ্ছেন দিলীপ
অন্য একটি পোস্টে বাবুল নিশানা করেছেন, সেই সব মানুষকে যাঁরা গত কয়েক দিনে তাঁকে সমবেদনার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন ৷ তাঁদের প্রতি বাবুলের উক্তি, ‘‘অত্যন্ত ‘আনন্দের সাথে’ যাঁরা আমাকে ‘সমবেদনা’ জানাচ্ছেন (Condolence message পাঠাচ্ছেন) তাঁদের মন থেকে ধন্যবাদ জানাই ৷ মন্ত্রী থাকার সময়, সাত বছরেও এত MESSAGE পাইনি ৷’’ এই পোস্টে বেশ কিছু ইঙ্গিতবাহী ইমোজিও ব্যবহার করেছেন বাবুল ৷ এসবের মধ্যেই একটি টেলিভিশন চ্য়ানেলকে দেওয়া নিজের সাক্ষাৎকারও পোস্ট করেছেন বাবুল ৷ যার ক্য়াপশনে লেখা, ‘‘আমি বুদ্ধিজীবীদের মতো সুবিধাবাদী নই। আমি রীতিমতো বিজেপি-র পতাকা নিয়ে রাজনীতি করছি ৷’’
আর এসব দেখেই প্রশ্ন তুলছেন কিছু মানুষ ৷ তবে কি মন্ত্রিত্ব হারিয়ে ক্ষুব্ধ এবং হতাশ বাবুল ? সেই কারণেই কি একের পর এক পোস্ট করে চলেছেন সোশ্য়াল মিডিয়ায় ? অনেকেই তাঁর শিল্পী সত্তাকে শিখণ্ডী করে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন ৷ সেই প্রশ্নকর্তাদেরই কি জবাব দিতে চাইছেন বাবুল ? বুঝিয়ে দিচ্ছেন, রাজনীতিটাও তাঁর কাছে সিরিয়াস বিষয়, মন্ত্রিত্বও ! এর উত্তর একমাত্র বাবুল সুপ্রিয়র পক্ষেই দেওয়া সম্ভব ৷