ETV Bharat / city

বাবুলের বিষয়টি তিল থেকে তাল হয়েছে, শোকজ়ের মতো নয় : জয়প্রকাশ

বাবুল সুপ্রিয়কে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের শোকজ় নিয়ে প্রতিক্রিয়া দিলেন জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ মজুমদার
author img

By

Published : Mar 23, 2019, 8:34 PM IST

কলকাতা, 23 মার্চ : "বাবুলের বিষয়টি তিল থেকে তাল করা হয়েছে। সম্পূর্ণ অপব্যাখ্যা করা হয়েছে। এবং কারণটাও অপব্যাখ্যা করা হয়েছে। এটা শোকজ় করার বিষয়বস্তুই ছিল না।" বাবুল সুপ্রিয়কে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের শোকজ় প্রসঙ্গে আজ একথা বলেন জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ বলেন, "কোনও রাজনৈতিক নেতা তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করতে পারেন। তার জন্য প্রি সার্টিফিকেশন লাগে না। যতক্ষণ পর্যন্ত না আমরা তা টাকা দিয়ে প্রোমোট করছি। এটি নির্বাচন কমিশনের নির্দেশনামাতেই রয়েছে। এটা কোট করেও বাবুল সুপ্রিয় উত্তর দিয়েছেন।"

কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "আজ মিমি দোল খেলছে, প্রচার করছে। এর জন্য কি প্রি সার্টিফিকেশন দরকার? বাবুল গান গাইছে এর জন্য সার্টিফিকেশন লাগে না। এটি একটি নিউজ় আইটেম। যদি বিজ্ঞাপন করা হয় তার জন্য সার্টিফিকেশন লাগে। বাবুলের বিষয়টি তিল থেকে তাল করা হয়েছে। সম্পূর্ণ অপব্যাখ্যা করা হয়েছে। বাবুল উত্তরে বলেছিল এটি একটি আনপাবলিশড, আনরিলিজ়ড আইটেম। এবং পরিষ্কার যে, আমাদের দল এটা নির্বাচনের বিজ্ঞাপনে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়নি।"

কয়েকদিন আগে, রাজ্য BJP-র ভোটপ্রচারের জন্য থিম সং তৈরি করেছিলেন বাবুল সুপ্রিয়। গানটি গেয়েও ছিলেন তিনি। এর জেরে তাঁকে শোকজ় নোটিশ ধরায় মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর। সে প্রসঙ্গে আজ একথা বলেন জয়প্রকাশ মজুমদার।

কলকাতা, 23 মার্চ : "বাবুলের বিষয়টি তিল থেকে তাল করা হয়েছে। সম্পূর্ণ অপব্যাখ্যা করা হয়েছে। এবং কারণটাও অপব্যাখ্যা করা হয়েছে। এটা শোকজ় করার বিষয়বস্তুই ছিল না।" বাবুল সুপ্রিয়কে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের শোকজ় প্রসঙ্গে আজ একথা বলেন জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ বলেন, "কোনও রাজনৈতিক নেতা তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করতে পারেন। তার জন্য প্রি সার্টিফিকেশন লাগে না। যতক্ষণ পর্যন্ত না আমরা তা টাকা দিয়ে প্রোমোট করছি। এটি নির্বাচন কমিশনের নির্দেশনামাতেই রয়েছে। এটা কোট করেও বাবুল সুপ্রিয় উত্তর দিয়েছেন।"

কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "আজ মিমি দোল খেলছে, প্রচার করছে। এর জন্য কি প্রি সার্টিফিকেশন দরকার? বাবুল গান গাইছে এর জন্য সার্টিফিকেশন লাগে না। এটি একটি নিউজ় আইটেম। যদি বিজ্ঞাপন করা হয় তার জন্য সার্টিফিকেশন লাগে। বাবুলের বিষয়টি তিল থেকে তাল করা হয়েছে। সম্পূর্ণ অপব্যাখ্যা করা হয়েছে। বাবুল উত্তরে বলেছিল এটি একটি আনপাবলিশড, আনরিলিজ়ড আইটেম। এবং পরিষ্কার যে, আমাদের দল এটা নির্বাচনের বিজ্ঞাপনে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়নি।"

কয়েকদিন আগে, রাজ্য BJP-র ভোটপ্রচারের জন্য থিম সং তৈরি করেছিলেন বাবুল সুপ্রিয়। গানটি গেয়েও ছিলেন তিনি। এর জেরে তাঁকে শোকজ় নোটিশ ধরায় মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর। সে প্রসঙ্গে আজ একথা বলেন জয়প্রকাশ মজুমদার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.