ETV Bharat / city

"আয়ুষ্মান ভারত" বাংলার "স্বাস্থ্য সাথী"-র নকল, বললেন ডেরেক ও'ব্রায়েন

"সোজা বাংলায় বলছি"-র আজ দশম পর্বে কেন্দ্রীয় সরকারের "আয়ুষ্মান ভারত"-এর সঙ্গে বাংলার "স্বাস্থ্য সাথী"-র তুলনা টেনে সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ।

Derek O'Brien
Derek O'Brien
author img

By

Published : Aug 16, 2020, 10:01 PM IST

কলকাতা, 16 অগাস্ট : কেন্দ্রীয় সরকারের "আয়ুষ্মান ভারত" প্রকল্পের তুলনায় বাংলার “স্বাস্থ্য সাথী” সবদিক থেকে এগিয়ে রয়েছে । এই দাবি করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । আয়ুষ্মান ভারতকে স্বাস্থ্য সাথীর নকল বলেও উল্লেখ করেন তিনি ।

তৃণমূলের নয়া জনসংযোগ কর্মসূচি "সোজা বাংলায় বলছি"-র আজ দশম পর্বে কেন্দ্রীয় সরকারের "আয়ুষ্মান ভারত"-এর সঙ্গে বাংলার "স্বাস্থ্য সাথী"-র তুলনা টেনে সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । এক মিনিটের ভিডিয়ো বার্তায় "আয়ুষ্মান ভারত"-কে রাজ্যেক "স্বাস্থ্য সাথী"-র নকল বলে উল্লেখ করেন তিনি ।

ডেরেক ও'ব্রায়েন বলেন, "2018 সালে শুরু হওয়া আয়ুষ্মান ভারত আসলে 2016 সালের বাংলার স্বাস্থ্য সাথীর নকল । দুই ক্ষেত্রেই 5 লাখ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যায় । স্বাস্থ্য সাথী সম্পূর্ণভাবে ক্যাশলেস এবং পেপারলেস । রোগী বা তার পরিবারকে কোনও খরচ দিতে হয় না । আয়ুষ্মান ভারতে রাজ্যগুলিকে মোট খরচের 40 শতাংশ দিতে হয় । আর স্বাস্থ্য সাথী প্রকল্পের সম্পূর্ণ খরচ দেয় বাংলার সরকার । কেন্দ্রের লক্ষ্যমাত্রা ছিল আয়ুষ্মান ভারতের আওতায় 1.12 কোটি পরিবারকে আনা । যেখানে 2019 সালের নভেম্বর পর্যন্ত 1.5 কোটি পরিবার ছিল স্বাস্থ্য সাথীর তালিকাভুক্ত । সোজা বাংলায় বলছি । একটু ভেবে দেখুন । সাবধানে থাকুন । ভালো থাকুন ।"

কলকাতা, 16 অগাস্ট : কেন্দ্রীয় সরকারের "আয়ুষ্মান ভারত" প্রকল্পের তুলনায় বাংলার “স্বাস্থ্য সাথী” সবদিক থেকে এগিয়ে রয়েছে । এই দাবি করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । আয়ুষ্মান ভারতকে স্বাস্থ্য সাথীর নকল বলেও উল্লেখ করেন তিনি ।

তৃণমূলের নয়া জনসংযোগ কর্মসূচি "সোজা বাংলায় বলছি"-র আজ দশম পর্বে কেন্দ্রীয় সরকারের "আয়ুষ্মান ভারত"-এর সঙ্গে বাংলার "স্বাস্থ্য সাথী"-র তুলনা টেনে সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । এক মিনিটের ভিডিয়ো বার্তায় "আয়ুষ্মান ভারত"-কে রাজ্যেক "স্বাস্থ্য সাথী"-র নকল বলে উল্লেখ করেন তিনি ।

ডেরেক ও'ব্রায়েন বলেন, "2018 সালে শুরু হওয়া আয়ুষ্মান ভারত আসলে 2016 সালের বাংলার স্বাস্থ্য সাথীর নকল । দুই ক্ষেত্রেই 5 লাখ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যায় । স্বাস্থ্য সাথী সম্পূর্ণভাবে ক্যাশলেস এবং পেপারলেস । রোগী বা তার পরিবারকে কোনও খরচ দিতে হয় না । আয়ুষ্মান ভারতে রাজ্যগুলিকে মোট খরচের 40 শতাংশ দিতে হয় । আর স্বাস্থ্য সাথী প্রকল্পের সম্পূর্ণ খরচ দেয় বাংলার সরকার । কেন্দ্রের লক্ষ্যমাত্রা ছিল আয়ুষ্মান ভারতের আওতায় 1.12 কোটি পরিবারকে আনা । যেখানে 2019 সালের নভেম্বর পর্যন্ত 1.5 কোটি পরিবার ছিল স্বাস্থ্য সাথীর তালিকাভুক্ত । সোজা বাংলায় বলছি । একটু ভেবে দেখুন । সাবধানে থাকুন । ভালো থাকুন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.