কলকাতা, 20 মে : একদিকে যেমন হাসপাতালে বেড পেতে হয়রানি হচ্ছে রোগীদের ৷ তেমনই বেড পাওয়া গেলেও অ্যাম্বুলেন্সে চড়া ভাড়া ৷ এই পরিস্থিতি অভিনব উদ্যোগ নিল সিপিআই(এম)-এর রেড ভলান্টিয়ার্স ৷ কসবায় অটোকেই অ্যাম্বুলেন্সে পরিণত করে ফেলেছে তারা ৷ শুরু হয়েছে পরিষেবা দেওয়া ৷
কসবায় আপাতত তিনটি অটোকে অ্যাম্বুলেন্সে বদলে ফেলেছে রেড ভলান্টিয়াররা । যেখানে থাকছে অক্সিজেনের ব্যবস্থাও । শুধু করোনা রোগীই নয়, যে কোনও অসুস্থকে প্রয়োজনে অটো-অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে । সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হয়েছে এই সংক্রান্ত বার্তা ৷ শুধু কসবার মানুষই উপকৃত হচ্ছেন না ৷ গড়িয়া, বেলঘরিয়া, দমদম থেকেও অটো-অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে ফোন আসছে, জানাচ্ছেন ভলান্টিয়াররা ৷ এই পরিষেবার পাশাপাশি স্বল্পমূল্যে কোরোনা আক্রান্ত ও দুঃস্থদের বাড়িতে পুষ্টিকর খাবার পৌঁছে দিচ্ছে রেড ভলান্টিয়াররা ৷
রেড ভলান্টিয়ারদের অন্যতম সদস্য মিলন বন্দ্যোপাধ্যায় বলেন, "এই অঞ্চলে বহু মানুষ আছেন যাঁরা অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন ৷ এঁদের মধ্যে অনেকে রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার পরিষেবাও দেন । তাঁদের অটোকেই অ্যাম্বুলেন্সে পরিণত করা হয়েছে ৷"