কলকাতা, 5 নভেম্বর: কোরোনার সম্ভাব্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে বেড বাড়ানোর চেষ্টা জারি রেখেছে স্বাস্থ্য দপ্তর। এই পরিস্থিতিতে কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে কোরোনা রোগীদের জন্য আরও 200টি বেড চালুর কথা ভাবচে স্বাস্থ্য দপ্তর । তবে কীভাবে আরও 200টি COVID বেড বৃদ্ধি করা হবে? তা জানা নেই খোদ বেলেঘাটা ID হাসপাতাল কর্তৃপক্ষের।
সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে জানানো হচ্ছে, কোরোনার সংক্রমণ এরাজ্যে আরও বেড়ে চলেছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে পরিকাঠামো বৃদ্ধি প্রয়োজন। এই পরিকাঠামো বৃদ্ধির মধ্যে জেনেরাল বেডের পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ারের বেডের বিষয়টিও রয়েছে। এদিকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে কোরোনা রোগীদের চিকিৎসার জন্য আরও বেড বাড়ানোর চেষ্টা জারি রেখেছে স্বাস্থ্য দপ্তর। এই অবস্থায় কোরোনা রোগীদের জন্য ID&BG হাসপাতাল অর্থাৎ বেলেঘাটা ID হাসপাতালে আরও 200টি বেড চালুর কথা ভাবছে স্বাস্থ্য দপ্তর। কোরোনা রোগীদের জন্য বর্তমানে বেলেঘাটা ID-তে 115টি বেড রয়েছে। তবে কোরোনা রোগীদের জন্য কীভাবে আরও 200টি বেড বাড়ানো হবে, এই বিষয়ে খোদ হাসপাতাল কর্তৃপক্ষেরই কোনো ধারণা নেই ৷ এবিষয়ে বেলেঘাটা ID-র এক আধিকারিক বলেন, কোরোনা রোগীদের জন্য সেখানে আরও 200টি বেড বৃদ্ধির কথা ভাবছে স্বাস্থ্য দপ্তর । তবে কীভাবে এখানে আরও 200টি বেড বাড়ানো হবে তা তাঁদের জানা নেই।
কিন্তু কেন এ কথা বলছে ID কর্তৃপক্ষ? ওই আধিকারিক বলেন, সেখানে শুধুমাত্র কোরোনা রোগীদের চিকিৎসা হচ্ছে না । অন্য বিভিন্ন সংক্রমণের রোগীদের চিকিৎসাও হচ্ছে । ফলে বেলেঘাটায় কোরোনা রোগীদের জন্য আরও 200টি বেড বাড়ালে অন্য সংক্রমণের রোগীদের চিকিৎসার কী হবে? তাঁদের কোথায় ভরতি নেওয়া হবে ? কীভাবে বেড বাড়ানো হবে, তা একমাত্র স্বাস্থ্য দপ্তর বলতে পারবে বলে জানান ওই আধিকারিক ৷ একইসঙ্গে তিনি বলেন, কোরোনা রোগীদের জন্য আরও কিছু বেড হয়তো সেখানে বাড়ানো যেতে পারে । তবে সেই সংখ্য়াটা ঠিক কত ? এবিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ৷ এদিকে বেলেঘাটা ID হাসপাতালে কোরোনা রোগীদের জন্য আরও 200টি বেডের বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বেলেঘাটা ID-তে সব মিলিয়ে 650টির মতো বেড রয়েছে । বিভিন্ন সংক্রমণের রোগীদের চিকিৎসা হয় এই হাসপাতালে । এদিকে কোরোনা রোগীদের জন্য প্রতিটি বেডের মধ্যে কমপক্ষে যতটা ব্যবধান রাখতে হয়, তাতে এমনিতেই অনেকটা জায়গা চলে যায়। এই ধরনের পরিস্থিতির মধ্যে বেলেঘাটা ID-তে নন-কোভিড রোগীদের জন্য চালু ওয়ার্ডে, COVID-19 রোগীদের জন্য আরও 200টি বেড চালু করা হলে সেখানকার নন-কোভিড রোগী অর্থাৎ অন্য বিভিন্ন সংক্রমণের রোগীদের চিকিৎসার কী হবে? তা হাসপাতাল কর্তৃপক্ষকে ভাবাচ্ছে ৷