ETV Bharat / city

লেকটাউনে দিলীপ ঘোষের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল - Dilip ghosh

রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা ৷ লেকটাউনের  দক্ষিণদাঁড়ির ঘটনা ৷

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 30, 2019, 10:00 AM IST

Updated : Aug 30, 2019, 12:31 PM IST

বিধাননগর, 30 অগাস্ট: রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার চেষ্টা ৷ লেকটাউনের দক্ষিণদাঁড়ির ঘটনা ৷ দমকলমন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ এক কাউন্সিলর এই ঘটনায় জড়িত বলে অভিযোগ৷ এই ঘটনায় চার BJP-কর্মী জখম হন৷ দফায় দফায় তৃণমূল কর্মীরা BJP কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ লেকটাউন থানার অদূরে দলের রাজ্য সভাপতির উপর হামলার চেষ্টা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলছে BJP ৷

'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে আজ দক্ষিণদাঁড়িতে আসেন দিলীপ ঘোষ ৷ তিনি এলাকায় আসবেন বলেই সকালে এলাকায় দলীয় পতাকা লাগান BJP কর্মী সমর্থকরা ৷ তখন তৃণমূলের সমর্থকরা তাদের বাধা দেয় ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হলে তৃণমূলের কর্মী-সমর্থকরা BJP-র পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে ৷ পরে দিলীপ ঘোষ এলাকায় এলে তৃণমূল সমর্থকরা তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেয় ৷ এমনকী BJP-র রাজ্য সভপাতির উপর হামলা চালানোর চেষ্টা করে ৷ কিন্তু তাঁকে রক্ষা করতে গিয়ে কয়েকজন দলীয় সমর্থক জখম হন ৷ অভিযোগ, দমকলমন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর টিঙ্কু ভার্মার অনুগামীরাই হামলা চালায় ৷

আরও পড়ুন : আমাকে খুন করার কথা বললে ঘাড় মটকে দেব : দিলীপ

যদিও এ বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, "প্রতিটি পাড়ার একটি নিজস্ব সংস্কৃতি আছে ৷ এর মধ্যে কেউ যদি আলোচনার জন্য সকালবেলা রাস্তা বন্ধ করে দেয়, তবে অনেক স্কুল পড়ুয়া, সাধারণ মানুষের অসুবিধা হবে ৷ তাই তারা প্রতিবাদ করেছেন ৷ আসলে এটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের ফল ৷ " এই ঘটনার প্রতিবাদে লেকটউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP-র কর্মী-সমর্থকরা ৷ পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷

বিধাননগর, 30 অগাস্ট: রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার চেষ্টা ৷ লেকটাউনের দক্ষিণদাঁড়ির ঘটনা ৷ দমকলমন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ এক কাউন্সিলর এই ঘটনায় জড়িত বলে অভিযোগ৷ এই ঘটনায় চার BJP-কর্মী জখম হন৷ দফায় দফায় তৃণমূল কর্মীরা BJP কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ লেকটাউন থানার অদূরে দলের রাজ্য সভাপতির উপর হামলার চেষ্টা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলছে BJP ৷

'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে আজ দক্ষিণদাঁড়িতে আসেন দিলীপ ঘোষ ৷ তিনি এলাকায় আসবেন বলেই সকালে এলাকায় দলীয় পতাকা লাগান BJP কর্মী সমর্থকরা ৷ তখন তৃণমূলের সমর্থকরা তাদের বাধা দেয় ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হলে তৃণমূলের কর্মী-সমর্থকরা BJP-র পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে ৷ পরে দিলীপ ঘোষ এলাকায় এলে তৃণমূল সমর্থকরা তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেয় ৷ এমনকী BJP-র রাজ্য সভপাতির উপর হামলা চালানোর চেষ্টা করে ৷ কিন্তু তাঁকে রক্ষা করতে গিয়ে কয়েকজন দলীয় সমর্থক জখম হন ৷ অভিযোগ, দমকলমন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর টিঙ্কু ভার্মার অনুগামীরাই হামলা চালায় ৷

আরও পড়ুন : আমাকে খুন করার কথা বললে ঘাড় মটকে দেব : দিলীপ

যদিও এ বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, "প্রতিটি পাড়ার একটি নিজস্ব সংস্কৃতি আছে ৷ এর মধ্যে কেউ যদি আলোচনার জন্য সকালবেলা রাস্তা বন্ধ করে দেয়, তবে অনেক স্কুল পড়ুয়া, সাধারণ মানুষের অসুবিধা হবে ৷ তাই তারা প্রতিবাদ করেছেন ৷ আসলে এটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের ফল ৷ " এই ঘটনার প্রতিবাদে লেকটউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP-র কর্মী-সমর্থকরা ৷ পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷

Intro:লেকটাউনের দক্ষিণদাঁড়িতে বিজেপির চায় পে চর্চায় বিজেপি রাজ্য সভাপতির ওপর হামলা। আহত চার বিজেপি কর্মী। দফায় দফায় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির। প্রতিবাদে লেকটাউন থানা ঘেরাও করেছে বিজেপি কর্মীরা। Body:বিজেপির অভিযোগ লেকটাউন থানার অদূরে এই ঘটনা ঘটলেও পুলিশ কোনরকম ব্যবস্থা নেয়নি। ঘটনায় অভিযুক্ত দমকল মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল কাউন্সিলর টিংকু ভার্মা। গতকাল টিনকু ভার্মা অনুগামীরা দুই বিজেপি কর্মীর ওপর চড়াও হয়েছিল।Conclusion:
Last Updated : Aug 30, 2019, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.