বিধাননগর, 30 অগাস্ট: রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার চেষ্টা ৷ লেকটাউনের দক্ষিণদাঁড়ির ঘটনা ৷ দমকলমন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ এক কাউন্সিলর এই ঘটনায় জড়িত বলে অভিযোগ৷ এই ঘটনায় চার BJP-কর্মী জখম হন৷ দফায় দফায় তৃণমূল কর্মীরা BJP কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ লেকটাউন থানার অদূরে দলের রাজ্য সভাপতির উপর হামলার চেষ্টা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলছে BJP ৷
'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে আজ দক্ষিণদাঁড়িতে আসেন দিলীপ ঘোষ ৷ তিনি এলাকায় আসবেন বলেই সকালে এলাকায় দলীয় পতাকা লাগান BJP কর্মী সমর্থকরা ৷ তখন তৃণমূলের সমর্থকরা তাদের বাধা দেয় ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হলে তৃণমূলের কর্মী-সমর্থকরা BJP-র পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে ৷ পরে দিলীপ ঘোষ এলাকায় এলে তৃণমূল সমর্থকরা তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেয় ৷ এমনকী BJP-র রাজ্য সভপাতির উপর হামলা চালানোর চেষ্টা করে ৷ কিন্তু তাঁকে রক্ষা করতে গিয়ে কয়েকজন দলীয় সমর্থক জখম হন ৷ অভিযোগ, দমকলমন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর টিঙ্কু ভার্মার অনুগামীরাই হামলা চালায় ৷
আরও পড়ুন : আমাকে খুন করার কথা বললে ঘাড় মটকে দেব : দিলীপ
যদিও এ বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, "প্রতিটি পাড়ার একটি নিজস্ব সংস্কৃতি আছে ৷ এর মধ্যে কেউ যদি আলোচনার জন্য সকালবেলা রাস্তা বন্ধ করে দেয়, তবে অনেক স্কুল পড়ুয়া, সাধারণ মানুষের অসুবিধা হবে ৷ তাই তারা প্রতিবাদ করেছেন ৷ আসলে এটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের ফল ৷ " এই ঘটনার প্রতিবাদে লেকটউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP-র কর্মী-সমর্থকরা ৷ পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷