ETV Bharat / city

ATM প্রতারণায় বড় চক্রের খোঁজ পুলিশের - kolkata police atm case

গত এপ্রিল মাসে যাদবপুর এলাকার যে দুটি ATM-এ স্কিমার পাওয়া গিয়েছিল, অনেক প্রতারিতই সেই এটিএম ব্যবহার করেছেন । লালবাজারের ধারণা, গত এপ্রিল মাসে চুরি করা তথ্যের ভিত্তিতেই টাকা তুলছিল প্রতারকরা ।

wb_kol_07_amt fraud followup_7201045
ATM প্রতারণায় বড় চক্রের খোঁজ পুলিশের
author img

By

Published : Dec 10, 2019, 11:30 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: রীতিমত সংগঠিত অপরাধ । ATM প্রতারণা কাণ্ডের তদন্তে নেমে এমনটাই তথ্য উঠে আসছে পুলিশের কাছে । ঘটনায় ধৃত রোমানীয় সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ । তাকে ইতিমধ্যেই আনা হয়েছে কলকাতায় । আজ তাকে আলিপুর আদালতে তোলা হলে 20 ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

সম্প্রতি কলকাতা শহরে একের পর এক ATM জালিয়াতির অভিযোগ ওঠে । যাদবপুর থানায় মোট 49টি অভিযোগ দায়ের হয় । অন্যান্য অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট, পর্ণশ্রী, উল্টোডাঙা থানায় । প্রতিটি ক্ষেত্রে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দিল্লি থেকে । অভিযোগ পাওয়ার পরেই দেখা যায়, গত এপ্রিল মাসে যাদবপুর এলাকার যে দুটি ATM-এ স্কিমার পাওয়া গিয়েছিল, অনেক প্রতারিতই সেই এটিএম ব্যবহার করেছেন । লালবাজারের ধারণা, গত এপ্রিল মাসে চুরি করা তথ্যের ভিত্তিতেই টাকা তুলছিল প্রতারকরা ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে উদ্ধার হয়েছে স্কিমিং ডিভাইস, পিনহোল ক্যামেরা সহ আরো অনেক কিছু । সে জেরায় অনেক কিছুই স্বীকার করেছে। তৌসিফ মৌরারু নামে এক রোমানীয়র কথা ইতিমধ্যেই সে জানিয়েছে পুলিশকে । ওই ব্যক্তি প্রতারণা চক্রের দলেই ছিল । তাকে 28 নভেম্বর দিল্লি পুলিশ গ্রেপ্তার করে । তৌসিফ ভারতে বেআইনিভাবে বসবাস করছে । সিলভিউও তাই । তৌসিফ এই মুহূর্তে রয়েছে রোহিণীর জেলে । আসল পাসপোর্ট ফেলে দিয়েছে ধৃত রোমানীয় । কলকাতা পুলিশ সেই পাসপোর্টের প্রতিলিপি জোগাড় করার চেষ্টা করছে । সিলভিউ এর আগে কলকাতাতেও এসেছিল বলে সন্দেহ পুলিশের । সে জানিয়েছে, ATM স্কিমারের কথা ।

কলকাতা, 10 ডিসেম্বর: রীতিমত সংগঠিত অপরাধ । ATM প্রতারণা কাণ্ডের তদন্তে নেমে এমনটাই তথ্য উঠে আসছে পুলিশের কাছে । ঘটনায় ধৃত রোমানীয় সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ । তাকে ইতিমধ্যেই আনা হয়েছে কলকাতায় । আজ তাকে আলিপুর আদালতে তোলা হলে 20 ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

সম্প্রতি কলকাতা শহরে একের পর এক ATM জালিয়াতির অভিযোগ ওঠে । যাদবপুর থানায় মোট 49টি অভিযোগ দায়ের হয় । অন্যান্য অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট, পর্ণশ্রী, উল্টোডাঙা থানায় । প্রতিটি ক্ষেত্রে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দিল্লি থেকে । অভিযোগ পাওয়ার পরেই দেখা যায়, গত এপ্রিল মাসে যাদবপুর এলাকার যে দুটি ATM-এ স্কিমার পাওয়া গিয়েছিল, অনেক প্রতারিতই সেই এটিএম ব্যবহার করেছেন । লালবাজারের ধারণা, গত এপ্রিল মাসে চুরি করা তথ্যের ভিত্তিতেই টাকা তুলছিল প্রতারকরা ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে উদ্ধার হয়েছে স্কিমিং ডিভাইস, পিনহোল ক্যামেরা সহ আরো অনেক কিছু । সে জেরায় অনেক কিছুই স্বীকার করেছে। তৌসিফ মৌরারু নামে এক রোমানীয়র কথা ইতিমধ্যেই সে জানিয়েছে পুলিশকে । ওই ব্যক্তি প্রতারণা চক্রের দলেই ছিল । তাকে 28 নভেম্বর দিল্লি পুলিশ গ্রেপ্তার করে । তৌসিফ ভারতে বেআইনিভাবে বসবাস করছে । সিলভিউও তাই । তৌসিফ এই মুহূর্তে রয়েছে রোহিণীর জেলে । আসল পাসপোর্ট ফেলে দিয়েছে ধৃত রোমানীয় । কলকাতা পুলিশ সেই পাসপোর্টের প্রতিলিপি জোগাড় করার চেষ্টা করছে । সিলভিউ এর আগে কলকাতাতেও এসেছিল বলে সন্দেহ পুলিশের । সে জানিয়েছে, ATM স্কিমারের কথা ।

Intro:কলকাতা, 10 ডিসেম্বর: রীতিমত সংগঠিত ক্রাইম। এটিএম প্রচারণা কাণ্ডের তদন্তে নেমে এমনটাই উঠে আসছে পুলিশের খাতায়। ঘটনায় ধৃত রোমানীয় সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। তাকে ইতিমধ্যেই আনা হয়েছে কলকাতায়। আজ তাকে আলিপুর আদালতে তোলা হলে কুড়ি ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।


Body:ফের কলকাতা শহরে একের পর এক এটিএম জালিয়াতির অভিযোগ ওঠে। যাদবপুর থানায় মোট 49 টি অভিযোগ দায়ের হয়। অন্যান্য অভিযোগ দায়ের হয়েছে চারু মার্কেট, পর্ণশ্রী, উল্টোডাঙা থানায়। প্রতিটি ক্ষেত্রে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দিল্লি থেকে। অভিযোগ পাওয়ার পরেই দেখা যায়, গত এপ্রিল মাসে যাদবপুর এলাকার যে দুটি এটিএমে স্কিমার পাওয়া গিয়েছিল, অনেক প্রতারিত সেই এটিএম ব্যবহার করেছে। সেই সূত্রেই লালবাজারের ধারণা, গত এপ্রিল মাসে চুরি করা তথ্যের ভিত্তিতেই টাকা তুলছিল প্রতারকরা।


Conclusion:পুলিশ সূত্রে খবর ,সিডিউলের কাছে উদ্ধার হয়েছে স্কিমিং ডিভাইস, পিনহোল ক্যামেরা সহ আরো অনেক কিছু। রীতিমতো সিনেমার কায়দায় তাকে অটোতে ধাওয়া করে পুলিশ গ্রেপ্তার করে। ইতিমধ্যেই সিডিউল বেশ কয়েকটির নাম স্বীকার করেছে। তৌসিফ মৌরারু নামে এক রোমানীয়র কথা ইতিমধ্যেই সে জানিয়েছে পুলিশকে। ওই ব্যক্তি এই দলেই ছিল। তবে তাকে 28 নভেম্বর দিল্লি পুলিশ গ্রেপ্তার করে। তৌসিফ ভারতে বেআইনিভাবে বসবাস করছিল। সিডিউলও তাই। তৌসিফ এই মুহূর্তে রয়েছে রোহিনীর জেলে। সিডিউল তার আসল পাসপোর্ট ফেলে দিয়েছে। কলকাতা পুলিশ সেই পাসপোর্ট এর ডুপলিকেট জোগাড় করার চেষ্টা করছে। সিডিউল এর আগে কলকাতাতেও এসেছিল বলে সন্দেহ পুলিশের। কারণ সে জানিয়েছে, নিজেই এটিএম স্ক্রিমিং এর কথা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.