ETV Bharat / city

Assembly Session: পুজোর আগেই বিধানসভায় স্বল্পকালীন অধিবেশন - পুজোর আগেই বিধানসভায় স্বল্পকালীন অধিবেশন

পুজোর আগেই রাজ্য বিধানসভায় অনুষ্ঠিত হবে স্বল্পকালীন অধিবেশন (Assembly Session) ৷ সূত্রের খবর, 14 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে অধিবেশন ৷

Assembly Session to take place before puja
Assembly Session
author img

By

Published : Aug 31, 2022, 4:27 PM IST

কলকাতা, 31 অগস্ট: পুজোর আগেই স্বল্পকালীন অধিবেশন বসতে চলছে রাজ্য বিধানসভায় (Assembly Session to take place before puja) । 14 থেকে 22 সেপ্টেম্বর এই অধিবেশন হতে পারে বলে বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে ।

মেয়াদ অল্পদিনের হলেও এই অধিবেশন তৃণমূল কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে । কারণ এখনও পর্যন্ত যা খবর তাতে এই অধিবেশনে হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation) নিয়ে একটি বিল আনা হতে পারে । যদিও রাজ্য বাজেট অধিবেশনের সময় হাওড়া এবং বালি পৌরসভাকে আলাদা করার জন্য একটি বিল আনা হয়েছিল রাজ্য বিধানসভায় । বিলটি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের ভোটে পাশ হলেও রাজ্যপাল এখনও সই না করায় তা বাস্তবের আলো দেখেনি । এরপর নতুন রাজ্যপাল পেয়েছে রাজ্য । প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হয়েছেন । তাঁর বদলে অস্থায়ী রাজ্যপাল হিসেবে কাজ চালাচ্ছেন লা গণেশন ।

এবার আবার হাওড়া পুরসভা সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য । এই বিলে হাওড়া পৌরনিগমের আসন বিন্যাস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাশ করিয়ে নেওয়া হতে পারে । বালি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এই মুহূর্তে হাওড়া পৌরনিগমের আওতায় আছে 50টি ওয়ার্ড । এই 50টি ওয়ার্ডকে ভেঙে 60টি ওয়ার্ড করা হতে পারে নতুন সংশোধনীতে ।

আরও পড়ুন: দুর্নীতিতে অভিযুক্ত থাকলে সরানো হতে পারে বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যানকে

মনে করা হচ্ছে, পুজোর পরেই হাওড়া পৌরনিগমের ভোট করাতে চায় রাজ্য সরকার । সেক্ষেত্রে এই সংশোধনী পাশ হয়ে গেলে, আসন বিন্যাসের কাজে হাত দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন । আর সে কারণেই এই স্বল্পকালীন অধিবেশন আয়োজনের ভাবনা রাজ্যের ।

কলকাতা, 31 অগস্ট: পুজোর আগেই স্বল্পকালীন অধিবেশন বসতে চলছে রাজ্য বিধানসভায় (Assembly Session to take place before puja) । 14 থেকে 22 সেপ্টেম্বর এই অধিবেশন হতে পারে বলে বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে ।

মেয়াদ অল্পদিনের হলেও এই অধিবেশন তৃণমূল কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে । কারণ এখনও পর্যন্ত যা খবর তাতে এই অধিবেশনে হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation) নিয়ে একটি বিল আনা হতে পারে । যদিও রাজ্য বাজেট অধিবেশনের সময় হাওড়া এবং বালি পৌরসভাকে আলাদা করার জন্য একটি বিল আনা হয়েছিল রাজ্য বিধানসভায় । বিলটি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের ভোটে পাশ হলেও রাজ্যপাল এখনও সই না করায় তা বাস্তবের আলো দেখেনি । এরপর নতুন রাজ্যপাল পেয়েছে রাজ্য । প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হয়েছেন । তাঁর বদলে অস্থায়ী রাজ্যপাল হিসেবে কাজ চালাচ্ছেন লা গণেশন ।

এবার আবার হাওড়া পুরসভা সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য । এই বিলে হাওড়া পৌরনিগমের আসন বিন্যাস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাশ করিয়ে নেওয়া হতে পারে । বালি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এই মুহূর্তে হাওড়া পৌরনিগমের আওতায় আছে 50টি ওয়ার্ড । এই 50টি ওয়ার্ডকে ভেঙে 60টি ওয়ার্ড করা হতে পারে নতুন সংশোধনীতে ।

আরও পড়ুন: দুর্নীতিতে অভিযুক্ত থাকলে সরানো হতে পারে বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যানকে

মনে করা হচ্ছে, পুজোর পরেই হাওড়া পৌরনিগমের ভোট করাতে চায় রাজ্য সরকার । সেক্ষেত্রে এই সংশোধনী পাশ হয়ে গেলে, আসন বিন্যাসের কাজে হাত দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন । আর সে কারণেই এই স্বল্পকালীন অধিবেশন আয়োজনের ভাবনা রাজ্যের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.