কলকাতা, 31জানুয়ারি : কলকাতায় ফের শ্লীলতাহানীর ঘটনা । এবার পুরুষ বন্ধুর সামনেই শ্লীলতাহানির শিকার এক যুবতি । রবীন্দ্র সরোবর থানা এলাকার এই ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে । এই ঘটনা রবীন্দ্র সরোবর লেক এলাকার নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন চিহ্ন তুলে দিল ।
পুলিশ সূত্রে খবর, পরশু সন্ধ্যায় আবদুল মোস্তাক নামে এক যুবক দুই বান্ধবীকে নিয়ে রবীন্দ্র সরোবর লেকে বেড়াতে গিয়েছিলেন । এক যুবক হঠাৎই তার বান্ধবীদের নানাভাবে কটূক্তি করা শুরু করে । প্রতিবাদ করেন মোস্তাক । তখন তাকে বেদম প্রহার দেওয়া হয় বলে অভিযোগ । তাঁর বান্ধবীরাও এই সময় প্রতিবাদ করেন । অভিযোগ, তাদেরই একজনকে শ্লীলতাহানি করে ওই যুবক । মারধরও করা হয় তাকে । ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ওই যুবতিকে । তখন লোকজন জড়ো হলে অভিযুক্ত ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ।
এই ঘটনার জেরে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন মোস্তাকের বান্ধবী । তদন্তে নেমে পুলিশ CCTV-র সাহায্য নেয় । সেই সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের বাসিন্দা ৷ নাম ফিরোজ । গতকাল সন্ধ্যে নাগাদ গ্রেপ্তার করা হয় ফিরোজকে । পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে তাকে ।