ETV Bharat / city

Bar Association Election 2021 : বার অ্যাসোসিয়ান দখল করেও সভাপতি পদ হাতছাড়া তৃণমূলের

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যাসোসিয়ান দখল করেও সভাপতি পদ হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের ৷ নির্বাচনে (Bar Association Election 2021) অধিকাংশ আসন দখলে রাখলেও সভাপতি পদে হেরে গেলেন তৃণমূল সমর্থিত প্রার্থী আমজাদ আলি ৷ জয়ী হলেন বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) ৷

arunabha ghosh won president seat in calcutta high court bar association election 2021
Bar Association Election 2021 : বার অ্যাসোসিয়ান দখল করেও সভাপতি পদ হাতছাড়া তৃণমূলের
author img

By

Published : Dec 8, 2021, 9:41 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : একুশের বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেননি বাংলার বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা ৷ আসন্ন কলকাতা পৌরনির্বাচনেও বাম বা কংগ্রেস খুব ভাল কিছু করবে, এমন কথা অতি বড় অনুগামীর পক্ষেও বলা সম্ভব নয় ৷ তবে এরই মধ্যেই বাম-কংগ্রেসীদের কিছুটা অক্সিজেন দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যসোসিয়েশনের নির্বাচন (Bar Association Election 2021) ৷ নির্বাচনে অধিকাংশ আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হলেও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) ৷ এছাড়া, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থী কল্লোল মণ্ডল, সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী বিশ্বব্রত বসুমল্লিক ৷

আরও পড়ুন : বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতিকে চিঠি কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের

আদালত সূত্রে জানা গিয়েছে, বার অ্য়াসোসিয়েশনের নয় সদস্যের এগজিকিউটিভ কমিটিতে সাতটি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৷ মাত্র দু'টি আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা ৷ অন্যান্য আসনের ক্ষেত্রে সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী সোনাল সিনহা এবং ওয়াসিম আহমেদ ৷ এছাড়া, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী জয়দীপ বন্দ্যোপাধ্য়ায় ৷

হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের প্রচারে এবার রীতিমতো হেভিওয়েটদের মাঠে নামায় তৃণমূল কংগ্রেস ৷ প্রচারে আসেন সুখেন্দুশেখর রায়, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক-সহ অন্যরা ৷ পাশাপাশি, সভাপতি পদের জন্য বর্ষীয়ান আইনজীবী তথা সদ্য জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী আমজাদ আলিকে মনোনীত করে শাসকদল ৷ কিন্তু, সভাপতি পদে জিততে পারল না তারা ৷

আরও পড়ুন : উত্তর দিনাজপুরের বার অ্যাসোসিয়েশনে জয়ী তৃণমূল, প্রথমবার আসন পেল BJP

উল্লেখ্য, 2019 সালে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট 15টি পদের আটটিতেই জয়লাভ করেছিলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা ৷ কিন্তু, এবারের ছবিটা একেবারেই অন্য ৷ সূত্রের দাবি, একুশের ভোটের ফল প্রকাশের পর থেকেই বার অ্যাসোসিয়েশনে তৃণমূলের প্রভাব বাড়তে শুরু করে ৷ ভোটের ফলাফলও তারই প্রমাণ ৷ তবে সভাপতি পদে পরাজয় নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে শাসকদলের ৷

কলকাতা, 8 ডিসেম্বর : একুশের বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেননি বাংলার বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা ৷ আসন্ন কলকাতা পৌরনির্বাচনেও বাম বা কংগ্রেস খুব ভাল কিছু করবে, এমন কথা অতি বড় অনুগামীর পক্ষেও বলা সম্ভব নয় ৷ তবে এরই মধ্যেই বাম-কংগ্রেসীদের কিছুটা অক্সিজেন দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যসোসিয়েশনের নির্বাচন (Bar Association Election 2021) ৷ নির্বাচনে অধিকাংশ আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হলেও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী অরুণাভ ঘোষ (Arunabha Ghosh) ৷ এছাড়া, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থী কল্লোল মণ্ডল, সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী বিশ্বব্রত বসুমল্লিক ৷

আরও পড়ুন : বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতিকে চিঠি কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের

আদালত সূত্রে জানা গিয়েছে, বার অ্য়াসোসিয়েশনের নয় সদস্যের এগজিকিউটিভ কমিটিতে সাতটি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ৷ মাত্র দু'টি আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা ৷ অন্যান্য আসনের ক্ষেত্রে সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী সোনাল সিনহা এবং ওয়াসিম আহমেদ ৷ এছাড়া, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী জয়দীপ বন্দ্যোপাধ্য়ায় ৷

হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের প্রচারে এবার রীতিমতো হেভিওয়েটদের মাঠে নামায় তৃণমূল কংগ্রেস ৷ প্রচারে আসেন সুখেন্দুশেখর রায়, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক-সহ অন্যরা ৷ পাশাপাশি, সভাপতি পদের জন্য বর্ষীয়ান আইনজীবী তথা সদ্য জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী আমজাদ আলিকে মনোনীত করে শাসকদল ৷ কিন্তু, সভাপতি পদে জিততে পারল না তারা ৷

আরও পড়ুন : উত্তর দিনাজপুরের বার অ্যাসোসিয়েশনে জয়ী তৃণমূল, প্রথমবার আসন পেল BJP

উল্লেখ্য, 2019 সালে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট 15টি পদের আটটিতেই জয়লাভ করেছিলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা ৷ কিন্তু, এবারের ছবিটা একেবারেই অন্য ৷ সূত্রের দাবি, একুশের ভোটের ফল প্রকাশের পর থেকেই বার অ্যাসোসিয়েশনে তৃণমূলের প্রভাব বাড়তে শুরু করে ৷ ভোটের ফলাফলও তারই প্রমাণ ৷ তবে সভাপতি পদে পরাজয় নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে শাসকদলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.