কলকাতা, 14 জুলাই : ধৃত তিন জেএমবি জঙ্গিকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে একাধিক শীর্ষ জঙ্গি নেতার নাম উঠে আসছে । ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে উঠে এসেছে পিয়াস শেখ নামে এক শীর্ষ নেতার নাম । কে এই পিয়াস শেখ ?
জানা গিয়েছে, বর্তমানে বাংলাদেশে রয়েছে পিয়াস শেখ । জঙ্গি কার্যকলাপে পিয়াশের হাতেখড়ি হয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহর হাত ধরে । জানা গিয়েছে, সে বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত ৷ ধৃত তিন যুবককে ইন্টারনেটের মাধ্যমে সে বিস্ফোরণ তৈরির একাধিক ফর্মুলা পাঠিয়েছিল । তবে কি পশ্চিমবঙ্গকে বারুদের স্তূপের উপর দাঁড় করানোর পরিকল্পনা ছিল আনসারুল্লাহ, জামাতুল মুজাহিদিনের মতো নিষিদ্ধ বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলোর ? উঠছে এমন একাধিক প্রশ্ন । ইতিমধ্যে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে গা-ঢাকা দিয়ে রয়েছে জেএমবির স্লিপার সেলের সদস্যরা । কলকাতাকে তারা সেফ কাস্টডি গড়ে তুলেছিল ৷ কলকাতা থেকেই সমস্ত কিছু মনিটরিং করার লক্ষ্য ছিল ।
তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে আরও এক সন্দেহভাজনের নাম উঠে এসেছে ৷ তার নাম সেলিম মুন্সি । সেলিম কলকাতা থেকেই তিন জঙ্গির নামে নকল পরিচয়পত্র বানিয়ে দিয়েছিল । গোয়েন্দারা মনে করছেন, জঙ্গিদের স্লিপার সেলের সদস্যরা একাধিক এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে, ভিন্ন ভিন্ন পরিচয়ে । ফলে ধৃত তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াকে আরও গুরুত্ব দিতে চলেছে লালবাজার । ইতিমধ্যেই হরিদেবপুর থানা এলাকার যে বাড়িতে তিন জঙ্গি ভাড়া ছিল, সেই বাড়ির মালিককে লালবাজারে ডেকে জেরা করা হয়েছে ।
আরও পড়ুন: জেএমবি শীর্ষ নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ধৃত তিন জঙ্গির
তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, এলাকার এক ব্যক্তির কাছ থেকে সেলিম মুন্সি একটি ভোটার কার্ড নেয় । এরপরে কয়েক ঘণ্টার মধ্যে ওই তিন বাংলাদেশি জঙ্গির নকল পরিচয়পত্র বানিয়ে ফেলেছিল সেলিম মুন্সি । সেলিমের খোঁজ পেতে বাংলাদেশ পুলিশের সঙ্গে কথা বলেছে লালবাজারের গোয়েন্দারা ।