ETV Bharat / city

Fake CBI Officer : ব্রিকস সামিটেও গিয়েছিল সনাতন !

author img

By

Published : Jul 7, 2021, 12:11 PM IST

Updated : Jul 7, 2021, 1:22 PM IST

তদন্তকারী অফিসারদের জেরার মুখে ধৃত ভুয়ো সিবিআই আধিকারিক সনাতন রায়চৌধুরী জানায়, সে ব্রিকস এবং টোকিও বিসনেস সামিটে ভারতের প্রতিনিধিত্ব করেছে ৷ ব্রিকস সামিটে নাকি সে প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিল ৷ চাঞ্চল্যকর এই তথ্য হাতে আসার পর খানিক ধন্দে পড়েছেন গোয়েন্দারা ৷ প্রতারকের এই দাবি কতটা সত্যি তা তাঁরা খতিয়ে দেখছেন ৷

ব্রিকস- টোকিও বিসনেস সামিটেও গিয়েছিল ভুয়ো সিবিআই আধিকারিক !
ব্রিকস- টোকিও বিসনেস সামিটেও গিয়েছিল ভুয়ো সিবিআই আধিকারিক !

কলকাতা, 7 জুলাই : ধৃত ভুয়ো সিবিআই (CBI) আধিকারিক এবং নিজেকে সরকারি আইনজীবী হিসাবে দাবি করা সনাতন রায়চৌধুরী ব্রিকস সামিটেও (BRICS) অংশ নিয়েছিল ৷ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল টোকিও বিসনেস সামিটেও ৷ জেরার মুখে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য এল তদন্তকারী পুলিশ অফিসারদের হাতে ।

গোয়েন্দাদের জেরার মুখে সনাতন জানায়, 2018 সালে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সামিটে উপস্থিত ছিল সে ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ছিল এই ভুয়ো আধিকারিক ৷ তারও আগে 2013 ইন্দো-জাপান টোকিও বিসনেস সামিটেও নাকি দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সে ৷ ধৃতের এই দাবি শুনে একটু ধন্দে পড়েছেন তদন্তকারী অফিসাররা । তাঁরা এই দাবি যেমন অকপটে বিশ্বাসও করেছেন না, তেমনই পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না । দাবির সত্যতা যাচাই করতে পুলিশ যোগাযোগ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রকের সঙ্গে । প্রশ্ন উঠেছে, ধৃতের দাবি যদি সত্যি হয় তাহলে কী করে এই প্রতারক এমন গুরুত্বপূর্ণ দু'টি সামিটে ভারতের প্রতিনিধিত্ব করতে পারল ?

এছাড়াও জানা গিয়েছে, 2009 সালের লোকসভা নির্বাচনে এরাজ্যের দমদম লোকসভা কেন্দ্র থেকে সনাতন লোক জনশক্তি পার্টির (Lok Janshakti Party) হয়ে নির্বাচনে লড়েছিল এবং হাজার পাঁচেকের অল্প কিছু বেশি ভোটও পেয়েছিল । সেই নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয় ৷

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব গ্রেফতারের পর প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল সরকার । এবার ভুয়ো সিবিআই অফিসার এবং আইনজীবী পরিচয়ে গ্রেফতার হওয়া সনাতন রায়চৌধুরী গ্রেফতারের পর অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি । ইতিমধ্যেই সনাতনের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ, যার মধ্যে অন্যতম হল বিজেপির একটি লেটার প্যাড । পাশাপাশি রুদ্রনীল ঘোষ-সহ একাধিক বিজেপি নেতার সঙ্গে ইতিমধ্যেই ছবি প্রকাশে এসেছে এই ভুয়ো অফিসারের ।

আরও পড়ুন : দেবাঞ্জন অস্বস্তি বাড়িয়েছিল তৃণমূলের, এবার বিজেপির কাঁটা সনাতন

কলকাতা, 7 জুলাই : ধৃত ভুয়ো সিবিআই (CBI) আধিকারিক এবং নিজেকে সরকারি আইনজীবী হিসাবে দাবি করা সনাতন রায়চৌধুরী ব্রিকস সামিটেও (BRICS) অংশ নিয়েছিল ৷ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল টোকিও বিসনেস সামিটেও ৷ জেরার মুখে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য এল তদন্তকারী পুলিশ অফিসারদের হাতে ।

গোয়েন্দাদের জেরার মুখে সনাতন জানায়, 2018 সালে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সামিটে উপস্থিত ছিল সে ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ছিল এই ভুয়ো আধিকারিক ৷ তারও আগে 2013 ইন্দো-জাপান টোকিও বিসনেস সামিটেও নাকি দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সে ৷ ধৃতের এই দাবি শুনে একটু ধন্দে পড়েছেন তদন্তকারী অফিসাররা । তাঁরা এই দাবি যেমন অকপটে বিশ্বাসও করেছেন না, তেমনই পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না । দাবির সত্যতা যাচাই করতে পুলিশ যোগাযোগ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রকের সঙ্গে । প্রশ্ন উঠেছে, ধৃতের দাবি যদি সত্যি হয় তাহলে কী করে এই প্রতারক এমন গুরুত্বপূর্ণ দু'টি সামিটে ভারতের প্রতিনিধিত্ব করতে পারল ?

এছাড়াও জানা গিয়েছে, 2009 সালের লোকসভা নির্বাচনে এরাজ্যের দমদম লোকসভা কেন্দ্র থেকে সনাতন লোক জনশক্তি পার্টির (Lok Janshakti Party) হয়ে নির্বাচনে লড়েছিল এবং হাজার পাঁচেকের অল্প কিছু বেশি ভোটও পেয়েছিল । সেই নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয় ৷

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব গ্রেফতারের পর প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল সরকার । এবার ভুয়ো সিবিআই অফিসার এবং আইনজীবী পরিচয়ে গ্রেফতার হওয়া সনাতন রায়চৌধুরী গ্রেফতারের পর অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি । ইতিমধ্যেই সনাতনের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ, যার মধ্যে অন্যতম হল বিজেপির একটি লেটার প্যাড । পাশাপাশি রুদ্রনীল ঘোষ-সহ একাধিক বিজেপি নেতার সঙ্গে ইতিমধ্যেই ছবি প্রকাশে এসেছে এই ভুয়ো অফিসারের ।

আরও পড়ুন : দেবাঞ্জন অস্বস্তি বাড়িয়েছিল তৃণমূলের, এবার বিজেপির কাঁটা সনাতন

Last Updated : Jul 7, 2021, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.