কলকাতা, 9 অগস্ট: রাজ্যে এসএসসি দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ আদালতের নির্দেশে বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং অর্পিতা রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে (Arpita Mukherjee in Alipore Women Correctional Home) ৷
হাতের কাছে সংশোধনাগারের ভিতর এমন এক 'হেভিওয়েট' বন্দিকে পেয়ে আপ্লুত সেখানকার অন্যান্য মহিলা বন্দিরা । তবে সংশোধনাগরের সকলের অর্পিতার কাছে যাওয়ার অনুমতি নেই ৷ সেই অনুমতি দেওয়া হয়েছে আলিপুর মহিলা সংশোধনাগারের বাছাই করা 20 জন মহিলা বন্দিকে । সংশোধনাগার সূত্রের খবর, এখানে বন্দি এমন 20 জন মহিলা যারা ব্যবহার এবং দৈনন্দিন কাজে সংশোধনাগার কর্তৃপক্ষের নজর করেছেন তাদের অর্পিতার সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে ৷ সেই হিসেবে এই সংশোধনাগারে এখন কুড়িজন নতুন বান্ধবী হয়েছে অর্পিতার ৷
আরও পড়ুন: সংশোধনাগারে গিয়ে 'অপা'কে জেরা করবে ইডি
জানা গিয়েছে, এই মহিলা বন্ধুদের সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায় । আলিপুর মহিলা সংশোধনাগার সূত্রের খবর, বিভিন্ন বন্দিদের নিয়ে কারা দফতরের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় এবং সেইসব অনুষ্ঠানেও ধীরে ধীরে অর্পিতা মুখোপাধ্যায়কে শামিল করা হবে ।