ETV Bharat / city

Arpita Mukherjee: অর্পিতার প্রেসার সামান্য বেশি, জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা - Bankshall Court

ফের অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)স্বাস্থ্য পরীক্ষা(health check up)করা হয় বেহালার জোকার ইএসআই হাসপাতালে(ESI Hospital) । অর্পিতার প্রেসার সামান্য বেশি রয়েছে ।

Arpita Mukherjee health check up in Joka ESI Hospital
Arpita Mukherjee
author img

By

Published : Jul 25, 2022, 6:27 PM IST

কলকাতা, 25 জুলাই: সোমবার আদালতে পেশ করার আগে ফের অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)স্বাস্থ্য পরীক্ষা করা হয় বেহালার জোকার ইএসআই হাসপাতালে(ESI Hospital) । জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' অর্পিতার ওজন পরীক্ষা করা হয় এদিন । এরপর তাঁর প্রেসার মাপা হয় । অর্পিতার প্রেসার সামান্য বেশি রয়েছে ।

ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়ের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো । বেশকিছু অতিরিক্ত দিকে খেয়াল রাখা হয়েছিল এদিন । অর্পিতার জন্য পাঁচজন সিআরপিএফের মহিলা জওয়ান এবং বিশাল পরিমাণে বাহিনী ছিল ।

অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বেহালার জোকার ইএসআই হাসপাতালে

এদিন প্রায় 40 মিনিট অর্পিতার স্বাস্থ্য পরীক্ষার পর জোকা ইএসআই হাসপাতালের পিছনের গেট দিয়ে তাঁকে বার করে নিয়ে যাওয়া হয় । এরপর তাঁকে ধর্মতলা হয়ে সোজা নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল কোর্টের(Bankshall Court)উদ্দেশ্যে । জোকার ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় সোমবার কোনও মন্তব্য করতে চাননি অর্পিতা মুখোপাধ্যায় ।

আরও পড়ুন: কড়া নিরাপত্তার বলয়ে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হল অর্পিতাকে

ইতিমধ্যেই অর্পিতাকে একদিনের হেফাজতে পেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর(ED)গোয়েন্দারা তাঁর কাছ থেকে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করেছেন । এই বিপুল পরিমাণের টাকা কোথা থেকে তাঁর কাছে আসল তাও ইডি জানতে চান(Arpita Mukherjee health check up in Joka ESI Hospital) ।

কলকাতা, 25 জুলাই: সোমবার আদালতে পেশ করার আগে ফের অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)স্বাস্থ্য পরীক্ষা করা হয় বেহালার জোকার ইএসআই হাসপাতালে(ESI Hospital) । জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' অর্পিতার ওজন পরীক্ষা করা হয় এদিন । এরপর তাঁর প্রেসার মাপা হয় । অর্পিতার প্রেসার সামান্য বেশি রয়েছে ।

ইএসআই হাসপাতালে অর্পিতা মুখোপাধ্যায়ের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো । বেশকিছু অতিরিক্ত দিকে খেয়াল রাখা হয়েছিল এদিন । অর্পিতার জন্য পাঁচজন সিআরপিএফের মহিলা জওয়ান এবং বিশাল পরিমাণে বাহিনী ছিল ।

অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বেহালার জোকার ইএসআই হাসপাতালে

এদিন প্রায় 40 মিনিট অর্পিতার স্বাস্থ্য পরীক্ষার পর জোকা ইএসআই হাসপাতালের পিছনের গেট দিয়ে তাঁকে বার করে নিয়ে যাওয়া হয় । এরপর তাঁকে ধর্মতলা হয়ে সোজা নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল কোর্টের(Bankshall Court)উদ্দেশ্যে । জোকার ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় সোমবার কোনও মন্তব্য করতে চাননি অর্পিতা মুখোপাধ্যায় ।

আরও পড়ুন: কড়া নিরাপত্তার বলয়ে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হল অর্পিতাকে

ইতিমধ্যেই অর্পিতাকে একদিনের হেফাজতে পেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর(ED)গোয়েন্দারা তাঁর কাছ থেকে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করেছেন । এই বিপুল পরিমাণের টাকা কোথা থেকে তাঁর কাছে আসল তাও ইডি জানতে চান(Arpita Mukherjee health check up in Joka ESI Hospital) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.