ETV Bharat / city

Arpita Mukherjee: আকুল কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা ! টেনে-হিঁচড়ে ঢোকানো হল হাসপাতালে - SSC Recruitment Scam

এই প্রথম প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) ৷ শুক্রবার স্বাস্থ্যপরীক্ষার জন্য অর্পিতাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে ঢোকার মুখেই রীতিমতো হাত-পা ছুড়ে কাঁদতে শুরু করে দেন তিনি ৷

Arpita Mukherjee Crying Before Entering Joka ESI Hospital
Arpita Mukherjee: কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা ! টেনে-হিঁচড়ে ঢোকানো হল হাসপাতালে
author img

By

Published : Jul 29, 2022, 12:58 PM IST

Updated : Jul 29, 2022, 4:10 PM IST

কলকাতা, 29 জুলাই: প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) ৷ আদালতের নির্দেশ মাফিক, শুক্রবার তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসেন ইডি (ED) আধিকারিকরা ৷ কিন্তু, গাড়ি থেকে নামতেই চাইছিলেন না পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' এই সহযোগী ৷ রীতিমতো হাত-পা ছুড়ে কাঁদতে দেখা যায় তাঁকে ! এরপর একপ্রকার জোর করেই একটি হুইল চেয়ারে তোলা হয় অর্পিতাকে ৷ তারপর তাঁকে সমেত সেই হুইল চেয়ার ঠেলে নিয়ে যান সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা ৷

আপাতত ইডি হেফাজতে রয়েছেন অর্পিতা মুখোপাধ্য়ায় ৷ ইডি হেফাজত হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়েরও ৷ পার্থর নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা থাকলেও অর্পিতার তেমন কোনও অসুবিধা রয়েছে বলে এখনও পর্যন্ত অন্তত জানা যায়নি ৷ কিন্তু, আদালত নির্দেশ দিয়েছে, প্রতি 48 ঘণ্টা অন্তর নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত এই দুই অভিযুক্তকেই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যেতে হবে ৷ সেই অনুসারেই, এ দিন জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় পার্থ ও অর্পিতাকে ৷ তাঁদের গাড়ি থেকে নামানোর চেষ্টা করতেই শুরু হয় 'নাটক' !

আকুল কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা

আরও পড়ুন: 'পার্থকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল', তীব্র আক্রমণ অপর্ণা সেনের

অর্পিতা সাফ জানিয়ে দেন, তিনি গাড়ি থেকে নামবেন না ৷ সেইসঙ্গে শুরু হয় কান্না ৷ তাঁর সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা অর্পিতাকে বোঝানোর চেষ্টা করেন ৷ কিন্তু, তবুও তিনি গাড়ি থেকে নামতে চাননি ৷ এরপর বাধ্য হয়েই জোর করতে হয় নিরাপত্তা রক্ষীদের ৷ কিন্তু, জোরাজুরিতে গাড়ি থেকে নামলেও রাস্তায় লুটিয়ে পড়েন অর্পিতা ৷ কোনও রকমে তাঁকে হুইল চেয়ারে তোলা হয় ৷

প্রসঙ্গত, এর আগে কখনও অর্পিতাকে এভাবে প্রকাশ্যে ভেঙে পড়তে দেখা যায়নি ৷ যদিও ইডি সূত্রের দাবি, গ্রেফতারির পর জেরা চলাকালীন একাধিকবার তদন্তকারীদের সামনে কান্নাকাটি করেছেন তিনি ৷ অর্পিতার দাবি, তাঁর বিভিন্ন ফ্ল্যাটে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা, গয়না-সহ কোনও কিছুতেই তাঁর অধিকার ছিল না ! সে সবই নাকি আসলে পার্থ চট্টোপাধ্য়ায়ের !

কলকাতা, 29 জুলাই: প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) ৷ আদালতের নির্দেশ মাফিক, শুক্রবার তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসেন ইডি (ED) আধিকারিকরা ৷ কিন্তু, গাড়ি থেকে নামতেই চাইছিলেন না পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' এই সহযোগী ৷ রীতিমতো হাত-পা ছুড়ে কাঁদতে দেখা যায় তাঁকে ! এরপর একপ্রকার জোর করেই একটি হুইল চেয়ারে তোলা হয় অর্পিতাকে ৷ তারপর তাঁকে সমেত সেই হুইল চেয়ার ঠেলে নিয়ে যান সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা ৷

আপাতত ইডি হেফাজতে রয়েছেন অর্পিতা মুখোপাধ্য়ায় ৷ ইডি হেফাজত হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়েরও ৷ পার্থর নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা থাকলেও অর্পিতার তেমন কোনও অসুবিধা রয়েছে বলে এখনও পর্যন্ত অন্তত জানা যায়নি ৷ কিন্তু, আদালত নির্দেশ দিয়েছে, প্রতি 48 ঘণ্টা অন্তর নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত এই দুই অভিযুক্তকেই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যেতে হবে ৷ সেই অনুসারেই, এ দিন জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় পার্থ ও অর্পিতাকে ৷ তাঁদের গাড়ি থেকে নামানোর চেষ্টা করতেই শুরু হয় 'নাটক' !

আকুল কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা

আরও পড়ুন: 'পার্থকে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল', তীব্র আক্রমণ অপর্ণা সেনের

অর্পিতা সাফ জানিয়ে দেন, তিনি গাড়ি থেকে নামবেন না ৷ সেইসঙ্গে শুরু হয় কান্না ৷ তাঁর সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা অর্পিতাকে বোঝানোর চেষ্টা করেন ৷ কিন্তু, তবুও তিনি গাড়ি থেকে নামতে চাননি ৷ এরপর বাধ্য হয়েই জোর করতে হয় নিরাপত্তা রক্ষীদের ৷ কিন্তু, জোরাজুরিতে গাড়ি থেকে নামলেও রাস্তায় লুটিয়ে পড়েন অর্পিতা ৷ কোনও রকমে তাঁকে হুইল চেয়ারে তোলা হয় ৷

প্রসঙ্গত, এর আগে কখনও অর্পিতাকে এভাবে প্রকাশ্যে ভেঙে পড়তে দেখা যায়নি ৷ যদিও ইডি সূত্রের দাবি, গ্রেফতারির পর জেরা চলাকালীন একাধিকবার তদন্তকারীদের সামনে কান্নাকাটি করেছেন তিনি ৷ অর্পিতার দাবি, তাঁর বিভিন্ন ফ্ল্যাটে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা, গয়না-সহ কোনও কিছুতেই তাঁর অধিকার ছিল না ! সে সবই নাকি আসলে পার্থ চট্টোপাধ্য়ায়ের !

Last Updated : Jul 29, 2022, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.