ETV Bharat / city

কলকাতায় ধৃত অস্ত্র পাচারকারী

author img

By

Published : Oct 19, 2019, 1:03 AM IST

Updated : Oct 19, 2019, 1:12 AM IST

কলকাতায় STF-এর হাতে গ্রেপ্তার কুখ্যাত অস্ত্র পাচারকারী৷

তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে পাঁচটি দেশি স্বয়ংক্রিয় পিস্তল

কলকাতা, 19 অক্টোবর: দক্ষিণ দিনাজপুরের পুলিশের খাতায় সে কুখ্যাত পাচারকারী । জেলার ছোট বড় অপরাধী তো বটেই, সীমান্তের ওপারেও অস্ত্র পাচার করে সে । কিন্তু মুশকিল হল কলকাতা এসে ৷ হাতেনাতে খয়রুল আলম নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আলমের বাড়ি দক্ষিণ দিনাজপুর ।

আলম কলকাতায় অস্ত্র বেচতে আসবে, গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ মেয়ো রোডের কাছে অপেক্ষা করছিল তারা ৷ ফ্রেন্ড স্পোর্টিং ইউনিয়নের তাঁবুর কাছে প্রথমে আটক করা হয় ওই ব্যক্তিকে । তার ব্যাগে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে পাঁচটি দেশি স্বয়ংক্রিয় পিস্তল । আরও পাঁচটি অতিরিক্ত ম্যাগাজিনও বাজেয়াপ্ত করে পুলিশ । এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

image
তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে পাঁচটি দেশি স্বয়ংক্রিয় পিস্তল

এই অস্ত্র সে কোথা থেকে পেল, কাকে অস্ত্র পাচার করা হচ্ছিল, জেরায় তা জানার চেষ্টা করছে পুলিশ । আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।

কলকাতা, 19 অক্টোবর: দক্ষিণ দিনাজপুরের পুলিশের খাতায় সে কুখ্যাত পাচারকারী । জেলার ছোট বড় অপরাধী তো বটেই, সীমান্তের ওপারেও অস্ত্র পাচার করে সে । কিন্তু মুশকিল হল কলকাতা এসে ৷ হাতেনাতে খয়রুল আলম নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আলমের বাড়ি দক্ষিণ দিনাজপুর ।

আলম কলকাতায় অস্ত্র বেচতে আসবে, গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ মেয়ো রোডের কাছে অপেক্ষা করছিল তারা ৷ ফ্রেন্ড স্পোর্টিং ইউনিয়নের তাঁবুর কাছে প্রথমে আটক করা হয় ওই ব্যক্তিকে । তার ব্যাগে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে পাঁচটি দেশি স্বয়ংক্রিয় পিস্তল । আরও পাঁচটি অতিরিক্ত ম্যাগাজিনও বাজেয়াপ্ত করে পুলিশ । এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

image
তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে পাঁচটি দেশি স্বয়ংক্রিয় পিস্তল

এই অস্ত্র সে কোথা থেকে পেল, কাকে অস্ত্র পাচার করা হচ্ছিল, জেরায় তা জানার চেষ্টা করছে পুলিশ । আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ।

Intro:কলকাতা, ১৮ অক্টোবর: দক্ষিণ দিনাজপুরের পুলিশের খাতায় সে কুখ্যাত দুষ্কৃতী। জেলার ছোট বড় মেজ সেজ অপরাধী তো বটেই, সীমান্তের ওপারের আসামীদেরও “ ঘোড়া" সাপ্লাই করে সে। এখানে দুষ্কৃতী এবার আগ্নেয়াস্ত্র বেচতে এসেছিল শহর কলকাতায়। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করল সেই দুষ্কৃতীকে। তার কাছে উদ্ধার হয়েছে পাঁচটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র।Body:স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, আজ সোর্স মারফত খবর আসে অস্ত্রের বড়সড় রদবদল হবে কলকাতায়। সেইমতো নজর দেখা হচ্ছিল সর্বত্র। STF এর অ্যান্টি FICN টিম মেয় রোডের কাছে ফ্রেন্ড স্পোর্টিং ইউনিয়নের টেন্টের সামনে আটক করে এক ব্যক্তিকে। তার নাম খায়রুল আলম। বাড়ি দক্ষিণ দিনাজপুরে। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতে বেরিয়ে পড়ে পাঁচটি দেশি স্বয়ংক্রিয় পিস্তল। সঙ্গে আরও পাঁচটি অতিরিক্ত ম্যাগাজিন। তৎক্ষণাৎ পুলিশ তাকে গ্রেপ্তার করে।
Conclusion:ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই অস্ত্র সে কোথা থেকে পেল তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা। কলকাতায় কার হাতে অস্ত্র সে তুলে দিত তাও জানার চেষ্টা চলছে। আগামীকাল তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।


Last Updated : Oct 19, 2019, 1:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.