ETV Bharat / city

Arjun to Meet Goyal : কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে নয়াদিল্লি উড়ে গেলেন 'বেসুরো' অর্জুন

শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আন্দোলনে পাশে চেয়ে চিঠি দিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ ৷ এরপর তাঁর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে 'বেসুরো' অর্জুনকে ডেকে পাঠান কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল ৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে জরুরি বৈঠকে যোগ দিতে শনিবার বিকেলে নয়াদিল্লি উড়ে গেলেন অর্জুন সিং (Arjun Singh flew away to New Delhi to meet Piyush Goyal) ৷

Arjun to Meet Goyal
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে নয়াদিল্লি উড়ে গেলেন 'বেসুরো' অর্জুন
author img

By

Published : Apr 30, 2022, 5:23 PM IST

কলকাতা, 30 এপ্রিল : রাজ্যের পাটশিল্পকে বাঁচাতে উদ্যোগী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের হস্তক্ষেপ চেয়ে দিনকয়েক ধরেই কেন্দ্রের বিরুদ্ধে 'বেসুরো' ছিলেন তিনি ৷ কেন্দ্রের সঙ্গে অর্জুনের এহেন সংঘাতপূর্ণ মনোভাব রাজ্য-রাজনীতিতে উসকে দিয়েছিল নতুন জল্পনা ৷ পাটশিল্পকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাশে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ৷ লড়াইয়ে মুখ্যমন্ত্রীকে পাশে চেয়ে শুক্রবার তাঁকে চিঠি লেখার পরই দিল্লি থেকে ডাক আসে অর্জুনের ৷ ব্যারাকপুরের সাংসদের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে 'বেসুরো' অর্জুনকে ডেকে পাঠান কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল ৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে জরুরি বৈঠকে যোগ দিতে শনিবার বিকেলে নয়াদিল্লি উড়ে গেলেন অর্জুন (Arjun Singh flew away to New Delhi to meet Piyush Goyal) ৷

দমদম বিমানবন্দর থেকে বিকেল 3টে 20 মিনিটের ফ্লাইটে দিল্লি উড়ে গিয়েছেন বিজেপি সাংসদ ৷ রাত 10টায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন তিনি ৷ বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে 15 মিনিট কথা হয় অর্জুন সিং'য়ের। এরপরই দিল্লি থেকে ফোন আসে ব্যারাকপুরের সাংসদের কাছে ৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল নিজেই ফোন করেন অর্জুনকে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী তাঁকে বাসভবনে নৈশভোজেও আমন্ত্রণ জানিয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুন : নিজের চোখে নিষ্কলঙ্ক থাকতে চাই, অর্জুনের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা

তার আগে শুক্রবার পাটশিল্পকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চেয়ে তাঁকে খোলা চিঠি লেখেন অর্জুন ৷ তাঁর লোকসভা কেন্দ্রের 20টি জুটমিলের লক্ষ লক্ষ পাটচাষির কথা ভেবে উদ্বিগ্ন ব্যারাকপুরের সাংসদ ৷ তাই খোলা চিঠিতে কেন্দ্রীয় জুট কমিশনের কাঁচা পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মমতার হস্তক্ষেপ দাবি করেন অর্জুন ৷ যদিও মমতা তাঁর আন্দোলনের সঙ্গী হবেন কি না, সেটা তাঁর উপরেই ছেড়ে দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক ৷ এরপরই অর্জুনকে তলব কেন্দ্রীয় মন্ত্রীর ৷

কলকাতা, 30 এপ্রিল : রাজ্যের পাটশিল্পকে বাঁচাতে উদ্যোগী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের হস্তক্ষেপ চেয়ে দিনকয়েক ধরেই কেন্দ্রের বিরুদ্ধে 'বেসুরো' ছিলেন তিনি ৷ কেন্দ্রের সঙ্গে অর্জুনের এহেন সংঘাতপূর্ণ মনোভাব রাজ্য-রাজনীতিতে উসকে দিয়েছিল নতুন জল্পনা ৷ পাটশিল্পকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাশে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ৷ লড়াইয়ে মুখ্যমন্ত্রীকে পাশে চেয়ে শুক্রবার তাঁকে চিঠি লেখার পরই দিল্লি থেকে ডাক আসে অর্জুনের ৷ ব্যারাকপুরের সাংসদের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে 'বেসুরো' অর্জুনকে ডেকে পাঠান কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল ৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে জরুরি বৈঠকে যোগ দিতে শনিবার বিকেলে নয়াদিল্লি উড়ে গেলেন অর্জুন (Arjun Singh flew away to New Delhi to meet Piyush Goyal) ৷

দমদম বিমানবন্দর থেকে বিকেল 3টে 20 মিনিটের ফ্লাইটে দিল্লি উড়ে গিয়েছেন বিজেপি সাংসদ ৷ রাত 10টায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন তিনি ৷ বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে 15 মিনিট কথা হয় অর্জুন সিং'য়ের। এরপরই দিল্লি থেকে ফোন আসে ব্যারাকপুরের সাংসদের কাছে ৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল নিজেই ফোন করেন অর্জুনকে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী তাঁকে বাসভবনে নৈশভোজেও আমন্ত্রণ জানিয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুন : নিজের চোখে নিষ্কলঙ্ক থাকতে চাই, অর্জুনের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা

তার আগে শুক্রবার পাটশিল্পকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চেয়ে তাঁকে খোলা চিঠি লেখেন অর্জুন ৷ তাঁর লোকসভা কেন্দ্রের 20টি জুটমিলের লক্ষ লক্ষ পাটচাষির কথা ভেবে উদ্বিগ্ন ব্যারাকপুরের সাংসদ ৷ তাই খোলা চিঠিতে কেন্দ্রীয় জুট কমিশনের কাঁচা পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মমতার হস্তক্ষেপ দাবি করেন অর্জুন ৷ যদিও মমতা তাঁর আন্দোলনের সঙ্গী হবেন কি না, সেটা তাঁর উপরেই ছেড়ে দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক ৷ এরপরই অর্জুনকে তলব কেন্দ্রীয় মন্ত্রীর ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.