ETV Bharat / city

Arjun Singh joining TMC: কাউন্টডাউন শুরু বলেও জল্পনা জিইয়ে কলকাতায় এলেন অর্জুন

কাউন্টডাউন শুরু বলেও জল্পনা জিইয়ে রেখে কলকাতায় এলেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh comes to Kolkata)৷ তবে তৃণমূলে যোগ দিচ্ছেন কি না, কিছু খোলসা করেননি তিনি (Arjun Singh joining TMC)৷

author img

By

Published : May 22, 2022, 3:13 PM IST

Updated : May 22, 2022, 4:20 PM IST

Arjun Singh comes to Kolkata, speculation arises on his joining in TMC
কাউন্টডাউন শুরু বলেও জল্পনা জিইয়ে কলকাতায় এলেন অর্জুন

কলকাতা, 22 মে: কাউন্টডাউন শুরু । দল ছাড়া শুধু সময়ের অপেক্ষা । তবু ভেঙেও মচকালেন না অর্জুন সিং (Arjun Singh joining TMC)। শুধু এটুকুই জানিয়ে দিলেন বাংলার স্বার্থে কলকাতায় বৈঠকে যাচ্ছেন তিনি (Arjun Singh comes to Kolkata)।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে যেমন কিছুই বলেননি তিনি, আবার এমন অনেক কিছুই বলেছেন যা ভীষণ তাৎপর্যপূর্ণ । বারবারই অর্জুন বলেছেন, বাংলার ভালোর জন্য বৈঠক করতে যাচ্ছেন তিনি ৷ আগে কেন্দ্রের সঙ্গে বৈঠক করেছেন ৷ এ বার তাঁর বৈঠক রাজ্যের সঙ্গে । তবে যতবারই তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন কি না, সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিজেপি সাংসদ । তবে এটাও খোলসা করে বলেননি তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন না ।

তৃণমূল সূত্র থেকে খবর (speculation arises on joining in TMC), গতকাল উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সঙ্গে বৈঠক হয়েছে অর্জুন সিং-এর । সেখানে তাঁর ঘাস-ফুলে যোগদানের বিষয়টিও চূড়ান্ত হয়েছে । এরপর আজ বিকেল চারটেয় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর ঘরওয়াপসি হতে পারে বলে খবর ।

এই নিয়ে জোরদার জল্পনার মাঝেই আজ সকালে নিজের বাড়িতে বসেই সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং ৷ তিনি বলেন, "একদিকে কাউন্টডাউন শুরু, একদিকে কাউন্টডাউন শেষ । পাট নিয়ে কেন্দ্রীয় সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে । এ বার রাজ্যের সঙ্গে কথা বলা দরকার । বিজেপিতে থাকব কি না, সেটা সময় বলবে । যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ, যাঁরা পাশে ছিলেন না, তাঁদেরও ধন্যবাদ । এখনও যা বলছি, বিজেপিতে থেকেই বলছি । সরকারি ভাবে যখন পরিবর্তন করব, সকলেই জানতে পারবেন ।"

আরও পড়ুন: Arjun Singh to join TMC: আজই তৃণমূলে যোগ দিচ্ছেন অর্জুন সিং !

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রশংসাও শোনা যায় অর্জুনের গলায় । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দল গড়ার আগে থেকে আমি তাঁর সঙ্গে থেকেছি । এটা আমার কাছে নতুন কিছু নয় । আমি আমার জায়গায় ঠিক আছি । কেউ কিছু মেনে না নিলে সেটা তাঁর ব্যাপার ।" একইসঙ্গে তাঁর বক্তব্য, বিজেপিতে থাকাকালীন যে তৃণমূল বিরোধিতা তাঁর মুখ থেকে শোনা গিয়েছে, সেটা ব্যক্তিগত কোনও শত্রুতা নয় ৷ তা তিনি করেছিলেন দলীয় অবস্থান থেকেই । তাঁর বক্তব্য, যখন তিনি যে দলে থাকেন সেই দলের হয়েই থাকেন । পাট নিয়ে তাঁর আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেটা ন্যায্য দাবি তা নিয়ে এত দিন অপেক্ষা করা বাঞ্ছনীয় নয় । এখন সময় চলে গিয়েছে । সময় ধরে রাখা যায় না । আজ আমার জন্মদিন । তবে এটাও ঠিক, জন্মদিন এক বছর আয়ু কমিয়ে দেয় । কিছুক্ষণ আগেই বিজেপির এক নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল । কথা বলতে কোনও অসুবিধা নেই ।"

কলকাতায় এলেন অর্জুন

প্রসঙ্গত অর্জুন সিং-এর এই অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হলেও তাঁদের একটা বড় অংশ বলছে, তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং-এর অনুপস্থিতিতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যতই ভালো ফল হোক, এখনও সেখানে তাঁর মতো লড়াকু নেতার অভাব মেটেনি । অন্যদিকে, বিজেপির এই ডাকাবুকো সাংসদও বুঝতে পারছিলেন বিজেপিতে থাকলে শিল্পাঞ্চলের রাজনীতিতে তাঁর গুরুত্ব ক্রমেই ম্রিয়মান হচ্ছে । সে কারণেই তাঁরও তৃণমূল কংগ্রেসে ফেরা ছিল সময়ের দাবি ।

এই অবস্থায় শেষ পর্যন্ত যদি অর্জুন সিং-এর প্রত্যাবর্তন বাস্তবায়িত হয়, তাহলে দুই পক্ষই লাভবান হবে । কাজেই তাঁর যোগদান নিয়ে সকলের নজর থাকবে ক্যামাক স্ট্রিটের দিকেই ।

কলকাতা, 22 মে: কাউন্টডাউন শুরু । দল ছাড়া শুধু সময়ের অপেক্ষা । তবু ভেঙেও মচকালেন না অর্জুন সিং (Arjun Singh joining TMC)। শুধু এটুকুই জানিয়ে দিলেন বাংলার স্বার্থে কলকাতায় বৈঠকে যাচ্ছেন তিনি (Arjun Singh comes to Kolkata)।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে যেমন কিছুই বলেননি তিনি, আবার এমন অনেক কিছুই বলেছেন যা ভীষণ তাৎপর্যপূর্ণ । বারবারই অর্জুন বলেছেন, বাংলার ভালোর জন্য বৈঠক করতে যাচ্ছেন তিনি ৷ আগে কেন্দ্রের সঙ্গে বৈঠক করেছেন ৷ এ বার তাঁর বৈঠক রাজ্যের সঙ্গে । তবে যতবারই তাঁকে জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন কি না, সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিজেপি সাংসদ । তবে এটাও খোলসা করে বলেননি তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন না ।

তৃণমূল সূত্র থেকে খবর (speculation arises on joining in TMC), গতকাল উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সঙ্গে বৈঠক হয়েছে অর্জুন সিং-এর । সেখানে তাঁর ঘাস-ফুলে যোগদানের বিষয়টিও চূড়ান্ত হয়েছে । এরপর আজ বিকেল চারটেয় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর ঘরওয়াপসি হতে পারে বলে খবর ।

এই নিয়ে জোরদার জল্পনার মাঝেই আজ সকালে নিজের বাড়িতে বসেই সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং ৷ তিনি বলেন, "একদিকে কাউন্টডাউন শুরু, একদিকে কাউন্টডাউন শেষ । পাট নিয়ে কেন্দ্রীয় সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে । এ বার রাজ্যের সঙ্গে কথা বলা দরকার । বিজেপিতে থাকব কি না, সেটা সময় বলবে । যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ, যাঁরা পাশে ছিলেন না, তাঁদেরও ধন্যবাদ । এখনও যা বলছি, বিজেপিতে থেকেই বলছি । সরকারি ভাবে যখন পরিবর্তন করব, সকলেই জানতে পারবেন ।"

আরও পড়ুন: Arjun Singh to join TMC: আজই তৃণমূলে যোগ দিচ্ছেন অর্জুন সিং !

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রশংসাও শোনা যায় অর্জুনের গলায় । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দল গড়ার আগে থেকে আমি তাঁর সঙ্গে থেকেছি । এটা আমার কাছে নতুন কিছু নয় । আমি আমার জায়গায় ঠিক আছি । কেউ কিছু মেনে না নিলে সেটা তাঁর ব্যাপার ।" একইসঙ্গে তাঁর বক্তব্য, বিজেপিতে থাকাকালীন যে তৃণমূল বিরোধিতা তাঁর মুখ থেকে শোনা গিয়েছে, সেটা ব্যক্তিগত কোনও শত্রুতা নয় ৷ তা তিনি করেছিলেন দলীয় অবস্থান থেকেই । তাঁর বক্তব্য, যখন তিনি যে দলে থাকেন সেই দলের হয়েই থাকেন । পাট নিয়ে তাঁর আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেটা ন্যায্য দাবি তা নিয়ে এত দিন অপেক্ষা করা বাঞ্ছনীয় নয় । এখন সময় চলে গিয়েছে । সময় ধরে রাখা যায় না । আজ আমার জন্মদিন । তবে এটাও ঠিক, জন্মদিন এক বছর আয়ু কমিয়ে দেয় । কিছুক্ষণ আগেই বিজেপির এক নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল । কথা বলতে কোনও অসুবিধা নেই ।"

কলকাতায় এলেন অর্জুন

প্রসঙ্গত অর্জুন সিং-এর এই অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হলেও তাঁদের একটা বড় অংশ বলছে, তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং-এর অনুপস্থিতিতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যতই ভালো ফল হোক, এখনও সেখানে তাঁর মতো লড়াকু নেতার অভাব মেটেনি । অন্যদিকে, বিজেপির এই ডাকাবুকো সাংসদও বুঝতে পারছিলেন বিজেপিতে থাকলে শিল্পাঞ্চলের রাজনীতিতে তাঁর গুরুত্ব ক্রমেই ম্রিয়মান হচ্ছে । সে কারণেই তাঁরও তৃণমূল কংগ্রেসে ফেরা ছিল সময়ের দাবি ।

এই অবস্থায় শেষ পর্যন্ত যদি অর্জুন সিং-এর প্রত্যাবর্তন বাস্তবায়িত হয়, তাহলে দুই পক্ষই লাভবান হবে । কাজেই তাঁর যোগদান নিয়ে সকলের নজর থাকবে ক্যামাক স্ট্রিটের দিকেই ।

Last Updated : May 22, 2022, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.