ETV Bharat / city

তৃণমূলে ফেরা পাকা করতেই কি পার্থর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ? - তৃণমূলে ফেরার চেষ্টা

কয়েক বছর আগে দলের সাসপেন্ডেড সাংসদকে এভাবে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ব্যক্তিগত কারণে যেতে দেখা গিয়েছিল ৷ এখন তিনি তৃণমূলে স্বমহিমায় ফিরেছেন ৷ সেই পথই কি ধরছেন বেসুরোরা ?

are-trinamool-congress-rebel-leader-wants-to-rejoin-party-through-partha-chatterjee
তৃণমূলে ফেরা পাকা করতেই কি পার্থর বাড়িতে সৌজন্যের দরবারে ?
author img

By

Published : Jun 15, 2021, 11:04 PM IST

Updated : Jun 16, 2021, 6:40 AM IST

কলকাতা, 15 জুন : সৌজন্যের রাজনীতি ৷ যা গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে ৷ উপলক্ষ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattarjee) মাতৃবিয়োগ ৷

আপাত ভাবে যা নিয়ে কোনও বিতর্ক থাকারই কথা নয় ৷ কিন্তু রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে এই সৌজন্যের রাজনীতিই মাঝে মাঝেই চলে আসছে আলোচনার কেন্দ্রে ৷ বিশেষ করে তৃণমূল ছেড়ে চলে যাওয়া নেতাদের উপস্থিতি আরও বেশি করে ইঙ্গিতবাহী হয়ে উঠছে ৷

সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগ ঘটে ৷ এর পর তাঁকে অনেকেই সমবেদনা জানাতে গিয়েছিলেন ৷ শুরুর দিকে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নামটি হল রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ৷ যিনি বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছিলেন ৷ বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন ৷ ভোটের লড়াইয়ে হেরে যাওয়ার পর তিনিও ক্রমশ বেসুরো হতে শুরু করেছেন ৷ ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে ৷ আর তার পরই পার্থর বাড়িতে ছুটে যাওয়ার শুধু সৌজন্যতা নেই বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

আরও পড়ুন : মাতৃশোকে পার্থর পাশে মুকুল-শুভ্রাংশু, সৌজন্যের আবহে কি সম্পর্ক মেরামতির চেষ্টা?

তাঁদের মতে, এই শোকের আবহে সমবেদনার সৌজন্যের মোড়কে আসলে অনেকে তৃণমূলে কংগ্রেসের ফেরার চেষ্টা করছেন ৷ সেই তালিকায় ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রয়েছেন ৷ শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baisakhi Banerjee) একই চেষ্টা করছেন বলেও কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে ৷ কারণ, তাঁরাও পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন সোমবার সন্ধ্যায় ৷

আর এর মধ্যে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাও ৷ তিনি মুকুল রায়ের মতো বিজেপি ছেড়ে তৃণমূলের পথ ধরবেন কি না, সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ যদিও সবপক্ষই এই ঘটনাকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে এড়িয়ে গিয়েছেন ৷ এর মধ্যে রাজনীতি খোঁজা অনুচিত বলেও দাবি করেছেন ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : 24 জন বিজেপি বিধায়ক 'মিসিং', কটাক্ষ সুদীপের

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের দরবারে হাজির হয়ে আসলে তৃণমূলের মনোভাব জানার চেষ্টা চলছে ৷ দলের কঠোর মনোভাবকে নরম করার চেষ্টা চলছে ৷ কারণ, কয়েক বছর আগে এক সাসপেন্ডেড সাংসদকে বেশ কয়েকবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যেতে দেখা গিয়েছিল ৷ তাঁর সঙ্গে দলের ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম তিক্ততা চলছে ৷ কিন্তু পরে দেখা গিয়েছে যে ওই নেতা তৃণমূলে আবার পুরনো কর্তৃত্ব ফিরে পেয়েছেন ৷

কলকাতা, 15 জুন : সৌজন্যের রাজনীতি ৷ যা গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে ৷ উপলক্ষ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattarjee) মাতৃবিয়োগ ৷

আপাত ভাবে যা নিয়ে কোনও বিতর্ক থাকারই কথা নয় ৷ কিন্তু রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে এই সৌজন্যের রাজনীতিই মাঝে মাঝেই চলে আসছে আলোচনার কেন্দ্রে ৷ বিশেষ করে তৃণমূল ছেড়ে চলে যাওয়া নেতাদের উপস্থিতি আরও বেশি করে ইঙ্গিতবাহী হয়ে উঠছে ৷

সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগ ঘটে ৷ এর পর তাঁকে অনেকেই সমবেদনা জানাতে গিয়েছিলেন ৷ শুরুর দিকে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নামটি হল রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ৷ যিনি বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছিলেন ৷ বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন ৷ ভোটের লড়াইয়ে হেরে যাওয়ার পর তিনিও ক্রমশ বেসুরো হতে শুরু করেছেন ৷ ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে ৷ আর তার পরই পার্থর বাড়িতে ছুটে যাওয়ার শুধু সৌজন্যতা নেই বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

আরও পড়ুন : মাতৃশোকে পার্থর পাশে মুকুল-শুভ্রাংশু, সৌজন্যের আবহে কি সম্পর্ক মেরামতির চেষ্টা?

তাঁদের মতে, এই শোকের আবহে সমবেদনার সৌজন্যের মোড়কে আসলে অনেকে তৃণমূলে কংগ্রেসের ফেরার চেষ্টা করছেন ৷ সেই তালিকায় ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রয়েছেন ৷ শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baisakhi Banerjee) একই চেষ্টা করছেন বলেও কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে ৷ কারণ, তাঁরাও পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন সোমবার সন্ধ্যায় ৷

আর এর মধ্যে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাও ৷ তিনি মুকুল রায়ের মতো বিজেপি ছেড়ে তৃণমূলের পথ ধরবেন কি না, সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ যদিও সবপক্ষই এই ঘটনাকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে এড়িয়ে গিয়েছেন ৷ এর মধ্যে রাজনীতি খোঁজা অনুচিত বলেও দাবি করেছেন ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : 24 জন বিজেপি বিধায়ক 'মিসিং', কটাক্ষ সুদীপের

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের দরবারে হাজির হয়ে আসলে তৃণমূলের মনোভাব জানার চেষ্টা চলছে ৷ দলের কঠোর মনোভাবকে নরম করার চেষ্টা চলছে ৷ কারণ, কয়েক বছর আগে এক সাসপেন্ডেড সাংসদকে বেশ কয়েকবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যেতে দেখা গিয়েছিল ৷ তাঁর সঙ্গে দলের ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম তিক্ততা চলছে ৷ কিন্তু পরে দেখা গিয়েছে যে ওই নেতা তৃণমূলে আবার পুরনো কর্তৃত্ব ফিরে পেয়েছেন ৷

Last Updated : Jun 16, 2021, 6:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.