ETV Bharat / city

4 হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ শুরু করল ONGC

author img

By

Published : Aug 3, 2020, 7:01 AM IST

বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করতে চলেছে ওয়েল অ্যান্ড ন্যাচেরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC)। দেশজুড়ে কর্মী নিয়োগ করা হবে।

চাকরির খবর
চাকরির খবর

কোরোনা পরিস্থিতি ও বেহাল অর্থনীতির মধ্যেও বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগ শুরু করল ওয়েল অ্যান্ড ন্যাচেরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC)। অ্যাপ্রেনটিসিস জবের জন্য বিভিন্ন পদে মোট 4,182টি শূন্য আসনে কর্মী নিয়োগ করা হবে।

1. আসন সংখ্যা : মোট 24টি পদে 4,182টি আসনে কর্মী নিয়োগ হবে। দেরাদুন, দিল্লি, যোদপুর, মুম্বই, গোয়া, হাজ়িরা, উড়ান, কম্বে, ভাদোদরা, অকেলেশ্বর, আমেদাবাদ, মেহসানা, জোরহাট, শিলচর, নাজ়িরা ও শিবসাগর, চেন্নাই, কাকিনন্দা, করাইকাল,আগরতলা ও কলকাতার জন্য নিয়োগ করা হবে।

2. শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি বা ITI বা ডিপ্লোমা থাকতে হবে। বিস্তারিত জানতে ONGC-র (www.ongcindia.com) অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

3. বয়সসীমা : আবেদনকারীর বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে।

4. প্রার্থী বাছাই প্রক্রিয়া : মেধা ও পরীক্ষার নম্বরের ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করবে ONGC। যদি একাধিক আবেদনকারী একই নম্বর পেয়ে থাকেন, তাহলে যাঁর বেশি বয়স তিনি চাকরি পাবেন।

5. আবেদনের প্রক্রিয়া : আগ্রহীরা ONGC-র (www.ongcindia.com) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 17 অগাস্ট, 2020-র সন্ধে 6টা পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইনে আবেদন শুরু হয়েছে : 29.07.2020

অনলাইনে আবেদন শেষ হবে : 17.08.2020

কোরোনা পরিস্থিতি ও বেহাল অর্থনীতির মধ্যেও বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগ শুরু করল ওয়েল অ্যান্ড ন্যাচেরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC)। অ্যাপ্রেনটিসিস জবের জন্য বিভিন্ন পদে মোট 4,182টি শূন্য আসনে কর্মী নিয়োগ করা হবে।

1. আসন সংখ্যা : মোট 24টি পদে 4,182টি আসনে কর্মী নিয়োগ হবে। দেরাদুন, দিল্লি, যোদপুর, মুম্বই, গোয়া, হাজ়িরা, উড়ান, কম্বে, ভাদোদরা, অকেলেশ্বর, আমেদাবাদ, মেহসানা, জোরহাট, শিলচর, নাজ়িরা ও শিবসাগর, চেন্নাই, কাকিনন্দা, করাইকাল,আগরতলা ও কলকাতার জন্য নিয়োগ করা হবে।

2. শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি বা ITI বা ডিপ্লোমা থাকতে হবে। বিস্তারিত জানতে ONGC-র (www.ongcindia.com) অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

3. বয়সসীমা : আবেদনকারীর বয়স 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে।

4. প্রার্থী বাছাই প্রক্রিয়া : মেধা ও পরীক্ষার নম্বরের ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করবে ONGC। যদি একাধিক আবেদনকারী একই নম্বর পেয়ে থাকেন, তাহলে যাঁর বেশি বয়স তিনি চাকরি পাবেন।

5. আবেদনের প্রক্রিয়া : আগ্রহীরা ONGC-র (www.ongcindia.com) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 17 অগাস্ট, 2020-র সন্ধে 6টা পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইনে আবেদন শুরু হয়েছে : 29.07.2020

অনলাইনে আবেদন শেষ হবে : 17.08.2020

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.