ETV Bharat / city

Kolkata App Cab Problems 15 সেপ্টেম্বরের মধ্যে এগ্রিগেটর আইন চালুর দাবিতে সরব অ্যাপ ক্য়াব সংগঠনগুলি

বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Bengal Transport Minister Snehasis Chakraborty) সঙ্গে দেখা করে কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন (Kolkata App Cab Union) । সেখানে তারা মন্ত্রীকে স্মারকলিপি জমা দেয় ৷ দাবি করে, 15 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ ক্যাপ পরিবহণ সংক্রান্ত এগ্রিগেটর আইন চালু করার জন্য ৷

app cab union submits deputation to bengal transport minister
Kolkata App Cab Problems 15 সেপ্টেম্বরের মধ্যে এগ্রিগেটর আইন চালুর দাবিতে সরব অ্যাপ ক্য়াব সংগঠনগুলি
author img

By

Published : Aug 25, 2022, 7:47 PM IST

কলকাতা, 25 অগস্ট : 15 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ ক্যাপ (App Cab) পরিবহণ সংক্রান্ত এগ্রিগেটর আইন (Aggregator Law) চালু না হলে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে চালক ও মালিকপক্ষ । চরম হুঁশিয়ারি দিল কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন (Kolkata App Cab Union) । তারা আজ, বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Bengal Transport Minister Snehasis Chakraborty) সঙ্গে দেখা করে তাঁকে ডেপুটেশন জমা দিয়ে তাদের বক্তব্য জানায় ।

একই সঙ্গে মন্ত্রীর কাছে তারা চড়া হারে কমিশন কেটে নেওয়া-সহ জ্বালানির অগ্নিমূল্য নিয়েও সরব হয়েছেন ৷ তাদের অভিযোগ, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে । এই যন্ত্রণার সঙ্গে দোসর হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলির শোষণ । লাগাতার আন্দোলন বিক্ষোভ মিছিল করা সত্ত্বেও টনক নড়েনি সংস্থাগুলির ।

সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "গত 6 এপ্রিল রাজ্যের তৎকালীন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim), পরিবহণ সচিব, অ্যাপ ক্যাব সংস্থা ও রাজ্যের বিভিন্ন চালক সংগঠনগুলির সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় । সেই সভাতে এগ্রিগেটর আইনের খসড়া নিয়ে আলোচনা হয় । এই আইনে অপারেটর, চালক ও যাত্রী সুরক্ষা নিয়ে আলোচনা হয় । এগ্রিগেটরদের কমিশন জিএসটি-সহ 20 শতাংশ হিসেবে নির্দিষ্ট হয় ।’’

তিনি আরও বলেন, ‘‘সিদ্ধান্ত হয়েছিল গত 3 মে থেকে এই আইন কার্যকর হবে । কিন্তু এই আইন এখনও কার্যকর হল না । এছাড়াও আরটিও সংক্রান্ত বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে । পুলিশের হয়রানি এখনও বন্ধ হল না ।"

এছাড়াও তাঁদের অন্যান্য দাবিগুলি হল অবিলম্বে যাত্রী, অপারেটর ও চালকদের স্বার্থে এগ্রিগেটর আইন লাগু কর‍তে হবে । দূষণ না থাকা সংক্রান্ত শংসাপত্র থাকা সত্ত্বেও 10 হাজার 40 টাকা ফাইন করা চলবে না । পলিউশন চেক করতে গিয়ে একাধিক গাড়ি খারাপ হচ্ছে । দু’চাকার ক্যাবের কমার্শিয়াল লাইসেন্স দিতে হবে । নতুন গাড়ির রুট পারমিট দেওয়ার সময় অযথা হয়রানি বন্ধ করতে হবে ও বিভিন্ন অজুহাতে ফাইন নেওয়া যাবে না ।

সিটুর (CITU) রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় বলেন, "আমরা চারজনের প্রতিনিধি দল পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করি । আমরা মন্ত্রীকে জানিয়েছি সেপ্টেম্বর 15-র মধ্যে এগ্রিগেটর আইন চালু না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।"

আরও পড়ুন : এগ্রিগেটর আইন প্রণয়নে অ্যাপ ক্যাব সংস্থা পেল আরও কিছুটা সময়

কলকাতা, 25 অগস্ট : 15 সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ ক্যাপ (App Cab) পরিবহণ সংক্রান্ত এগ্রিগেটর আইন (Aggregator Law) চালু না হলে বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে চালক ও মালিকপক্ষ । চরম হুঁশিয়ারি দিল কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন (Kolkata App Cab Union) । তারা আজ, বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Bengal Transport Minister Snehasis Chakraborty) সঙ্গে দেখা করে তাঁকে ডেপুটেশন জমা দিয়ে তাদের বক্তব্য জানায় ।

একই সঙ্গে মন্ত্রীর কাছে তারা চড়া হারে কমিশন কেটে নেওয়া-সহ জ্বালানির অগ্নিমূল্য নিয়েও সরব হয়েছেন ৷ তাদের অভিযোগ, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে । এই যন্ত্রণার সঙ্গে দোসর হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলির শোষণ । লাগাতার আন্দোলন বিক্ষোভ মিছিল করা সত্ত্বেও টনক নড়েনি সংস্থাগুলির ।

সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "গত 6 এপ্রিল রাজ্যের তৎকালীন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim), পরিবহণ সচিব, অ্যাপ ক্যাব সংস্থা ও রাজ্যের বিভিন্ন চালক সংগঠনগুলির সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় । সেই সভাতে এগ্রিগেটর আইনের খসড়া নিয়ে আলোচনা হয় । এই আইনে অপারেটর, চালক ও যাত্রী সুরক্ষা নিয়ে আলোচনা হয় । এগ্রিগেটরদের কমিশন জিএসটি-সহ 20 শতাংশ হিসেবে নির্দিষ্ট হয় ।’’

তিনি আরও বলেন, ‘‘সিদ্ধান্ত হয়েছিল গত 3 মে থেকে এই আইন কার্যকর হবে । কিন্তু এই আইন এখনও কার্যকর হল না । এছাড়াও আরটিও সংক্রান্ত বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে । পুলিশের হয়রানি এখনও বন্ধ হল না ।"

এছাড়াও তাঁদের অন্যান্য দাবিগুলি হল অবিলম্বে যাত্রী, অপারেটর ও চালকদের স্বার্থে এগ্রিগেটর আইন লাগু কর‍তে হবে । দূষণ না থাকা সংক্রান্ত শংসাপত্র থাকা সত্ত্বেও 10 হাজার 40 টাকা ফাইন করা চলবে না । পলিউশন চেক করতে গিয়ে একাধিক গাড়ি খারাপ হচ্ছে । দু’চাকার ক্যাবের কমার্শিয়াল লাইসেন্স দিতে হবে । নতুন গাড়ির রুট পারমিট দেওয়ার সময় অযথা হয়রানি বন্ধ করতে হবে ও বিভিন্ন অজুহাতে ফাইন নেওয়া যাবে না ।

সিটুর (CITU) রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় বলেন, "আমরা চারজনের প্রতিনিধি দল পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করি । আমরা মন্ত্রীকে জানিয়েছি সেপ্টেম্বর 15-র মধ্যে এগ্রিগেটর আইন চালু না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।"

আরও পড়ুন : এগ্রিগেটর আইন প্রণয়নে অ্যাপ ক্যাব সংস্থা পেল আরও কিছুটা সময়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.