ETV Bharat / city

Apollo Multispecialty Hospital: অ্যাপোলো হাসপাতালে চালু ইনডিউসড স্পুটাম সেল কাউন্ট পরীক্ষাগার - অ্যাপোলো হাসপাতালে চালু ইনডিউসড স্পুটাম সেল কাউন্ট পরীক্ষাগার

অ্যাপোলো হাসপাতালে চালু হল ইনডিউসড স্পুটাম সেল কাউন্টের পরীক্ষার সুবিধা ৷ ফুসফুসের বিভিন্ন অসুখের রোগ নির্ণয় করে এই হাসপাতাল (Apollo Multispecialty Hospital) ৷

Apollo Multispecialty Hospital
অ্যাপোলো হাসপাতালে চালু ইনডিউসড স্পুটাম সেল কাউন্ট পরীক্ষাগার
author img

By

Published : Jul 28, 2022, 10:35 PM IST

কলকাতা, 28 জুলাই: পূর্ব ভারতে চালু হল ইনডিউসড স্পুটাম সেল কাউন্টের পরীক্ষা (Apollo Multispecialty Hospital)। অ্যপোলো প্রথম বেসরকারি হাসপাতাল যারা সেল কাউন্ট প্রক্রিয়া শুরু করেছে। এই পরীক্ষার মাধ্যমে ফুসফুসের বিভিন্ন অসখ ও অন্যান্য রোগনির্ণয় করা হয়। যে সকল রোগীরা গুরুতর অ্যাজমায় ভুগছেন তাঁদের জন্য এই পরীক্ষা অত্যন্ত উপকারী । বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই নয়া পরীক্ষা পদ্ধতি চালুর কথা জানিয়েছে কলকাতার অন্যতম বেসরকারি হাসপাতাল অ্যাপোলো।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক শৈবাল মৈত্র। তিনি বলেন “ইনডিউসড স্পুটাম সেল কাউন্টের সুবিধা হল এটা গুরুতর অ্যাজমার রোগীদের সেলুলার ধরণ সম্পর্কিত তথ্য জোগায় । ফলে চিকিৎসার সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিছুটা সাহায্য পাওয়া যায়। শ্বাসনালীর প্যাথোলজির মূল্যায়নে ইনডিউসড স্পুটামের প্রয়োগ দ্রুত বেড়েছে । অ্যাজমা সম্পর্কে এখন যে গাইডলাইন রয়েছে তাতে স্পুটাম ইওসিনোফিলকে এয়ারওয়ে প্রদাহের মূল্যায়নে একটা প্রমাণভিত্তিক অস্ত্র বলে ধরা হয়। সুতরাং এটা কর্টিকোস্টেরয়েড রেসপন্স অনুমান করা এবং মূল্যায়ণ করার অস্ত্রও বটে।”

আরও পড়ুন: ইতিবাচকতা গড়ে তুলতে চিকিৎসা পদ্ধতি হতে পারে অ্যারোমা

যেসব রোগী গুরুতর অ্যাজমায় ভুগছেন বা থেরাপিতে যথেষ্ট ফল পাচ্ছেন না, তাঁদের জন্য অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালের ইনডিউসড স্পুটাম ল্যাব অফ ডিভিশন অফ অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি পরীক্ষা উপকারী হবে। এই পরীক্ষার মাধ্যমে তাঁদের জন্য সঠিক ওষুধ বেছে নেওয়া সম্ভব বলেই মনে করছেন অ্যাপোলো হাসপাতালের কর্তৃপক্ষ।

ইনডিউসড স্পুটাম সেল কাউন্ট পরীক্ষা কী?

গুরুতর অ্যাজমার লক্ষণ তা চিহ্নিত করতে এই পরীক্ষা করা হয় । ইনডিউসড স্পুটাম সেল কাউন্ট শ্বাসনালীতে প্রবাহের অস্তিত্ব, ধরণ মূল্যায়ণ করে। এই প্রক্রিয়া সেইসব রোগীদের জন্য ব্যবহার করা হয় যাঁদের নিজে থেকে লালা তৈরি করতে অসুবিধা হয়। তাঁদের কাশির মাধ্যমে লালা নিঃসরণ করতে সাহায্য করে এই টেস্ট। শ্বাসনালীতে অতিরিক্ত আর্দ্রতা সৃষ্টি করা হয়, যা নিঃসরণ পদার্থকে তরল করে কাশির মাধ্যমে সহজেই লালা নিঃসৃত হয়।

কলকাতা, 28 জুলাই: পূর্ব ভারতে চালু হল ইনডিউসড স্পুটাম সেল কাউন্টের পরীক্ষা (Apollo Multispecialty Hospital)। অ্যপোলো প্রথম বেসরকারি হাসপাতাল যারা সেল কাউন্ট প্রক্রিয়া শুরু করেছে। এই পরীক্ষার মাধ্যমে ফুসফুসের বিভিন্ন অসখ ও অন্যান্য রোগনির্ণয় করা হয়। যে সকল রোগীরা গুরুতর অ্যাজমায় ভুগছেন তাঁদের জন্য এই পরীক্ষা অত্যন্ত উপকারী । বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই নয়া পরীক্ষা পদ্ধতি চালুর কথা জানিয়েছে কলকাতার অন্যতম বেসরকারি হাসপাতাল অ্যাপোলো।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক শৈবাল মৈত্র। তিনি বলেন “ইনডিউসড স্পুটাম সেল কাউন্টের সুবিধা হল এটা গুরুতর অ্যাজমার রোগীদের সেলুলার ধরণ সম্পর্কিত তথ্য জোগায় । ফলে চিকিৎসার সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিছুটা সাহায্য পাওয়া যায়। শ্বাসনালীর প্যাথোলজির মূল্যায়নে ইনডিউসড স্পুটামের প্রয়োগ দ্রুত বেড়েছে । অ্যাজমা সম্পর্কে এখন যে গাইডলাইন রয়েছে তাতে স্পুটাম ইওসিনোফিলকে এয়ারওয়ে প্রদাহের মূল্যায়নে একটা প্রমাণভিত্তিক অস্ত্র বলে ধরা হয়। সুতরাং এটা কর্টিকোস্টেরয়েড রেসপন্স অনুমান করা এবং মূল্যায়ণ করার অস্ত্রও বটে।”

আরও পড়ুন: ইতিবাচকতা গড়ে তুলতে চিকিৎসা পদ্ধতি হতে পারে অ্যারোমা

যেসব রোগী গুরুতর অ্যাজমায় ভুগছেন বা থেরাপিতে যথেষ্ট ফল পাচ্ছেন না, তাঁদের জন্য অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালের ইনডিউসড স্পুটাম ল্যাব অফ ডিভিশন অফ অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি পরীক্ষা উপকারী হবে। এই পরীক্ষার মাধ্যমে তাঁদের জন্য সঠিক ওষুধ বেছে নেওয়া সম্ভব বলেই মনে করছেন অ্যাপোলো হাসপাতালের কর্তৃপক্ষ।

ইনডিউসড স্পুটাম সেল কাউন্ট পরীক্ষা কী?

গুরুতর অ্যাজমার লক্ষণ তা চিহ্নিত করতে এই পরীক্ষা করা হয় । ইনডিউসড স্পুটাম সেল কাউন্ট শ্বাসনালীতে প্রবাহের অস্তিত্ব, ধরণ মূল্যায়ণ করে। এই প্রক্রিয়া সেইসব রোগীদের জন্য ব্যবহার করা হয় যাঁদের নিজে থেকে লালা তৈরি করতে অসুবিধা হয়। তাঁদের কাশির মাধ্যমে লালা নিঃসরণ করতে সাহায্য করে এই টেস্ট। শ্বাসনালীতে অতিরিক্ত আর্দ্রতা সৃষ্টি করা হয়, যা নিঃসরণ পদার্থকে তরল করে কাশির মাধ্যমে সহজেই লালা নিঃসৃত হয়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.