ETV Bharat / city

"ম্যাডাম CM দোষীদের শাস্তি দিন", পার্শ্বশিক্ষকদের হেনস্থার ঘটনায় টুইট অপর্ণার

author img

By

Published : Aug 19, 2019, 10:01 AM IST

Updated : Aug 19, 2019, 10:08 AM IST

পার্শ্বশিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদ জানালেন পরিচালিকা-অভিনেত্রী অপর্ণা সেন ৷

পার্শ্বশিক্ষক ইশুতে প্রতিবাদ জানালেন পরিচালিকা-অভিনেত্রী অপর্ণা সেন ৷

কলকাতা, 19 অগাস্ট : সম কাজে সম বেতন এবং প্রশিক্ষণপ্রাপ্ত পার্শ্বশিক্ষকদের সহকারী শিক্ষকের মর্যাদার দাবিতে আন্দোলনে লাঠিচার্জ করে পুলিশ । রেয়াত করা হয়নি মহিলাদেরও। এই ইশুতেই প্রতিবাদ জানালেন পরিচালিকা-অভিনেত্রী অপর্ণা সেন ৷

পার্শ্বশিক্ষকদের হেনস্থার ঘটনা নিয়ে টুইট করে অপর্ণা লিখেছেন, ''পুলিশ শিক্ষকদের উপর হামলা চালাচ্ছে। শিক্ষিকাদের যৌন হেনস্থা করা হচ্ছে । রাজ্য সরকার কী করছে?'' অপর্ণা লিখেছেন, তিনি এই মুহূর্তে এখন শহরে নেই । নইলে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়াতেন তিনি । তবে তিনি শিক্ষকদের পাশে রয়েছেন ৷ তিনি চিন্তিত ৷

অপর্ণা সরাসরি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে ৷ টুইটে তিনি লিখেছেন, “ম্যাডাম CM, দোষীদের খুঁজে বের করে তাঁদের কঠিন শাস্তি দেওয়া এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব ।”

  • Teachers attacked by police! Female teachers sexually abused! What is the state govt doing? I am not in town, else I would have been by your side! All my sympathies are with you. Madam CM! It's upto you to find the perpetrators & mete out severe punishment!

    — Aparna Sen (@senaparna) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত শুক্রবার সল্টলেকে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন পার্শ্বশিক্ষকরা । তাঁদের অভিযোগ, সেখানেই পুলিশ তাঁদের যথেষ্ট হেনস্থা করে । এরপর শনিবার কল্যাণীতে মেন স্টেশন সংলগ্ন বাস টার্মিনাসে তাঁরা অবস্থানে বসেন । কিন্তু সন্ধ্যায় পুলিশ মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ ।

নন্দীগ্রাম-সিঙ্গুর থেকে দেশজুড়ে পিটিয়ে মারার ঘটনা, জুনিয়র চিকিৎসকদের হেনস্থা প্রতিটি ইশুতেই সরব হয়েছেন অপর্ণা সেন-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ৷ ভাটপাড়ায় রাজনৈতিক হিংসার পরিস্থিতি নিয়েও প্রতিবাদ জানিয়েছিলেন অপর্ণা । সেখানে গিয়ে পরিদর্শন করেছেন এলাকা ৷ কথা বলেছেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে ৷

কলকাতা, 19 অগাস্ট : সম কাজে সম বেতন এবং প্রশিক্ষণপ্রাপ্ত পার্শ্বশিক্ষকদের সহকারী শিক্ষকের মর্যাদার দাবিতে আন্দোলনে লাঠিচার্জ করে পুলিশ । রেয়াত করা হয়নি মহিলাদেরও। এই ইশুতেই প্রতিবাদ জানালেন পরিচালিকা-অভিনেত্রী অপর্ণা সেন ৷

পার্শ্বশিক্ষকদের হেনস্থার ঘটনা নিয়ে টুইট করে অপর্ণা লিখেছেন, ''পুলিশ শিক্ষকদের উপর হামলা চালাচ্ছে। শিক্ষিকাদের যৌন হেনস্থা করা হচ্ছে । রাজ্য সরকার কী করছে?'' অপর্ণা লিখেছেন, তিনি এই মুহূর্তে এখন শহরে নেই । নইলে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়াতেন তিনি । তবে তিনি শিক্ষকদের পাশে রয়েছেন ৷ তিনি চিন্তিত ৷

অপর্ণা সরাসরি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে ৷ টুইটে তিনি লিখেছেন, “ম্যাডাম CM, দোষীদের খুঁজে বের করে তাঁদের কঠিন শাস্তি দেওয়া এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব ।”

  • Teachers attacked by police! Female teachers sexually abused! What is the state govt doing? I am not in town, else I would have been by your side! All my sympathies are with you. Madam CM! It's upto you to find the perpetrators & mete out severe punishment!

    — Aparna Sen (@senaparna) August 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত শুক্রবার সল্টলেকে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন পার্শ্বশিক্ষকরা । তাঁদের অভিযোগ, সেখানেই পুলিশ তাঁদের যথেষ্ট হেনস্থা করে । এরপর শনিবার কল্যাণীতে মেন স্টেশন সংলগ্ন বাস টার্মিনাসে তাঁরা অবস্থানে বসেন । কিন্তু সন্ধ্যায় পুলিশ মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ ।

নন্দীগ্রাম-সিঙ্গুর থেকে দেশজুড়ে পিটিয়ে মারার ঘটনা, জুনিয়র চিকিৎসকদের হেনস্থা প্রতিটি ইশুতেই সরব হয়েছেন অপর্ণা সেন-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ৷ ভাটপাড়ায় রাজনৈতিক হিংসার পরিস্থিতি নিয়েও প্রতিবাদ জানিয়েছিলেন অপর্ণা । সেখানে গিয়ে পরিদর্শন করেছেন এলাকা ৷ কথা বলেছেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে ৷


Ludhiana (Punjab), Aug 18 (ANI): After heavy rains damaged a bridge in Koom Khurd village in Ludhiana, locals made a makeshift bridge to cross the drain over which the bridge had been built. Shiromani Akali Dal MLA Sharanjit Singh Dhillon, who represents Sahnewal constituency in Ludhiana, while blaming the ruling Congress government, said despite the government surveying the area from helicopter, it did not make adequate arrangements for the people.
Last Updated : Aug 19, 2019, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.