কলকাতা, 14 ডিসেম্বর: কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন অনুপ মাঝি ওরফে কয়লা মাফিয়া লালা । সম্প্রতি সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিশ পাঠিয়েছিল । অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই দপ্তরের হাজিরা এড়ালেও তারপর থেকেই বেপাত্তা ছিলেন কয়লা মাফিয়া লালা । এরপরই আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন ।
গত 13 নভেম্বর কয়লা পাচারকারী অনুপ মাঝি ঘনিষ্ঠ 6 কয়লা ব্যবসায়ীকে নোটিশ পাঠায় আয়কর দপ্তর । অনুপ মাঝির সঙ্গে এই ছয় কয়লা ব্যবসায়ীর ঘনিষ্ঠ সংযোগ সূত্র পাওয়ার পরই তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল সিবিআই । কিন্তু তিনি দেখা করেননি । সম্প্রতি গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর কয়লা ব্যবসায়ী অনুপ মাঝির সঙ্গে তাঁর যোগসূত্র পেয়েছেন তদন্তকারীরা । অনুপ মাঝির বিরুদ্ধে অভিযোগ, ইসিএল অঞ্চলে অবৈধ কয়লা খনন ও পাচার ৷ অভিযুক্ত সরকারি আধিকারিকদের সঙ্গে যোগযোগ তৈরি করে বেআইনি চক্র চালানো ।
পুরুলিয়ার নিতুরিয়া ভামুরিয়া গ্রামের বাসিন্দা অনুপ মাঝি ওরফে লালা বেআইনি কয়লা পাচারের পাশাপাশি রিসোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত ।