ETV Bharat / city

বাজে ছেলে, বোলপুর থেকে তাড়িয়েছি; অনুপমকে আক্রমণ অনুব্রতর - jadavpur

আজ বারুইপুরে মিমির সমর্থনে জনসভা করেন অনুব্রত । সেখানেই নাম না করে BJP প্রার্থী অনুপম হাজরাকে আক্রমণ করেন তিনি ।

অনুব্রত মণ্ডল
author img

By

Published : May 13, 2019, 11:04 PM IST

Updated : May 14, 2019, 12:04 AM IST

বারুইপুর, 13 মে : "একটা বাজে ছেলেকে বোলপুর থেকে তাড়িয়ে দিয়েছি । এবার এখানে এসে ভোটে দাঁড়িয়েছে । হেরে যাওয়ার পর আবার কাকুর কাছে যেতে হবে ।" নাম না করে BJP প্রার্থী অনুপম হাজরাকে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল ।

আজ বারুইপুরে মিমির সমর্থনে জনসভা করেন অনুব্রত । অনুপমকে আক্রমণ করে তিনি বলেন, "একটা বাজে ছেলে এখানে দাঁড়িয়েছে । আমি বোলপুর আসন থেকে ঘাড় ধরে তাড়িয়ে দিয়েছি । হেরে যাওয়ার পর আবার কাকুর কাছে যেতে হবে । উপায় নেই । তিন থেকে সাড়ে তিন লাখ ভোটে হারবে । জীবনে মানুষের উপকার করেনি, মানুষের পাশে কোনওদিন দাঁড়ায়নি । মানুষ ভোট দিয়ে দেবে ? ভুলেও একটা ভোট BJP-কে দেবেন না । এই পাত্রটা ভালো নয়, অতি বাজে পাত্র, কাজে লাগবে না ।"

শুনুন বক্তব্য

আজ যাদবপুর কেন্দ্রের প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে বারুইপুর স্টেশন সংলগ্ন মাঠে জনসভার আয়োজন করা হয় । অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা, বিধায়িক বৈশালী ডালমিয়া ।

বারুইপুর, 13 মে : "একটা বাজে ছেলেকে বোলপুর থেকে তাড়িয়ে দিয়েছি । এবার এখানে এসে ভোটে দাঁড়িয়েছে । হেরে যাওয়ার পর আবার কাকুর কাছে যেতে হবে ।" নাম না করে BJP প্রার্থী অনুপম হাজরাকে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল ।

আজ বারুইপুরে মিমির সমর্থনে জনসভা করেন অনুব্রত । অনুপমকে আক্রমণ করে তিনি বলেন, "একটা বাজে ছেলে এখানে দাঁড়িয়েছে । আমি বোলপুর আসন থেকে ঘাড় ধরে তাড়িয়ে দিয়েছি । হেরে যাওয়ার পর আবার কাকুর কাছে যেতে হবে । উপায় নেই । তিন থেকে সাড়ে তিন লাখ ভোটে হারবে । জীবনে মানুষের উপকার করেনি, মানুষের পাশে কোনওদিন দাঁড়ায়নি । মানুষ ভোট দিয়ে দেবে ? ভুলেও একটা ভোট BJP-কে দেবেন না । এই পাত্রটা ভালো নয়, অতি বাজে পাত্র, কাজে লাগবে না ।"

শুনুন বক্তব্য

আজ যাদবপুর কেন্দ্রের প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে বারুইপুর স্টেশন সংলগ্ন মাঠে জনসভার আয়োজন করা হয় । অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা, বিধায়িক বৈশালী ডালমিয়া ।

Intro:একটা বাজে ছেলে ,বোলপুর থেকে তাড়িয়ে দিয়েছি ,এবার এখানে এসে দাঁড়িয়েছে । ও ভালো পাত্র নয় তাই ঘাড় ধরে বার করে দিয়েছি । ওই পাত্রে একটি ভোট ও কেউ দেবেননা আবার বেরিয়ে যাবে ।এবার কি হবে ? হেরে গিয়ে আবার কাকুর কাছে যেতে হবে এই ভাবেই যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে এই ভাষায় আক্রমণ শানালেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ।Body:সোমবার সন্ধ্যায় যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে বারুইপুর এর স্টেশন সংলগ্ন মাঠে জনসভায় এসে একথা বলেন তিনি । পাশাপাশি আবারও কেন্দ্রীয় বাহিনীকে একরকম হুঁশিয়ারি দিয়ে বলেন যে কাজ করার সেটাই করুন , ভুল করলে ভুল ধরিয়ে দিন কিন্তু আপনারা বাড়াবাড়ি করলে ছেড়ে দেবোনা ।আমি কাউকে ভয় পাইনা ।এর পাশাপাশি আবারও বারুইপুর এর তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে ভোটের দিন ভোটারদের সেই নকুল দানা খায়নোর বিধান ও দিয়ে গেলেন ।Conclusion:এদিন অনুব্রত ছাড়া এই সভায় উপস্থিত ছিলেন বিধাসভার অধক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায় , মন্ত্রী লক্ষীরতন শুক্লা , বিধায়িকা বৈশালী ডালমিয়া ।
Last Updated : May 14, 2019, 12:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.