কলকাতা, 31 অগস্ট: গরুপাচার কাণ্ডে (West Bengal Cattle Smuggling Case) গ্রেফতার হওয়ার পর থেকেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে টানাহ্যাঁচড়া চলছে ৷ বীরভূম থেকে কলকাতা, কলকাতা থেকে আসানসোল, আবার আসানসোল থেকে কলকাতা ! এভাবেই অনুব্রতকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় কার্যত ছুটে বেড়াচ্ছেন সিবিআই (CBI) গোয়েন্দারা ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আসানসোল থেকে কলকাতায় আনা হবে অনুব্রতকে ৷ একই দিনে তাঁকে বিধাননগর আদালতে (Bidhannagar Court) পেশ করা হবে ৷ তবে, তাঁর এই হাজিরার সঙ্গে বর্তমান গরুপাচার কাণ্ডের কোনও সম্পর্ক নেই ৷ বস্তুত, পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মঙ্গলকোটের (Mangalkot) একটি পুরনো মামলায় বৃহস্পতিবার বিধাননগর আদালতে হাজিরা দিতে হবে অনুব্রতকে ৷
প্রসঙ্গত, গরু পাচার মামলায় দুই দফায় মোট 14 দিন সিবিআই হেফাজতে কাটিয়েছেন অনুব্রত ৷ এখন তিনি রয়েছেন বিচার বিভাগীয় হেফাজতে ৷ বীরভূমের দাপুটে তৃণমূল নেতার বর্তমান ঠিকানা পশ্চিম বর্ধমানের আসানসোল সংশোধনাগার ৷ বৃহস্পতিবার সেখান থেকেই বিধাননগরের আদালতে নিয়ে আসা হবে অনুব্রতকে ৷
আরও পড়ুন: জানা নেই আর মনে পড়ছে না, সিবিআইয়ের প্রশ্নে একই উত্তর অনুব্রতর মুখে
সিবিআই সূত্রে জানা গিয়েছে, যে মামলাটির প্রেক্ষিতে অনুব্রতর এই হাজিরা, সেই মামলাটি রুজু করা হয়েছিল বাম আমলে (2010 সালে) ৷ রাজ্য কারা দফতর সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলকে যাতে বৃহস্পতিবার আসানসোলের সংশোধনাগার থেকে বের করে বিধাননগরের আদালতে পেশ করা যায়, তার সবরকম ব্যবস্থা ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে ৷
সিবিআই-এর তরফে জানানো হয়েছে, বাম আমলে মঙ্গলকোটে একটি রাজনৈতিক অশান্তি হয়েছিল ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের ৷ একইসঙ্গে, কাঠগড়ায় তোলা হয়েছিল একাধিক জনপ্রতিনিধিকে ৷ এই মামলাটির শুনানি আগে চলছিল বারাসতের আদালতে ৷ কিন্তু, পরে সেটি বিধাননগরে স্থানান্তরিত করা হয় ৷
প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে রোজই নতুন নতুন তথ্য সামনে আসছে ৷ অনুব্রতর নামে, বেনামে প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে ৷ আয় বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ উঠেছে তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডলের বিরুদ্ধেও ৷ তবে, এত কিছুর পরও অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ সিবিআই গোয়েন্দাদের ৷