ETV Bharat / city

Anubrata Mondal চিন্তা করিস না, সিবিআইয়ের ফোন থেকে মেয়েকে বললেন অনুব্রত - Cattle Smuggling Case

বৃহস্পতিবার গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই ৷ আপাতত তিনি রয়েছেন নিজাম প্যালেসে ৷ সেখানে সিবিআইয়ের দেওয়া ফোন থেকেই তিনি কথা বলেন মেয়ের সঙ্গে ৷

Anubrata Mondal called his daughter from the CBI phone
Anubrata Mondal চিন্তা করিস না, সিবিআইয়ের ফোন থেকে মেয়েকে বললেন অনুব্রত
author img

By

Published : Aug 12, 2022, 7:29 PM IST

কলকাতা, 12 অগস্ট : আলিপুর কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে ফিরে এসে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) তাঁর মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে চান । অনুব্রত মণ্ডলের সেই আবদার অনুযায়ী, সিবিআইয়ের তরফ থেকে স্পিকারে ফোন রেখে অনুব্রত মণ্ডলের মেয়ের সঙ্গে কথা বলানো হয় ।

জানা গিয়েছে, শরীর কেমন রয়েছে তা জানতে চান অনুব্রতর মেয়ে । জবাবে অনুব্রত জানান, ঠিক আছে । তাঁর মেয়ে কেমন আছেন, তাও জানতে চান । অনুব্রত মণ্ডল ঠিকঠাক ওষুধ পাচ্ছেন কি না সেই বিষয়ে খোঁজ নেন, তাঁর মেয়ে । অনুব্রত মণ্ডল জবাবে বলেন ,"সব ঠিক আছে । এখানে সব ঠিক আছে । চিন্তা করিস না ।"

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে জেরা করার পরিকল্পনা করছেন তদন্তকারী আধিকারিকরা । এদিন সকালবেলা অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুর কমান্ড হাসপাতালে । কিন্তু সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেও কোনও খারাপ ইঙ্গিত তাঁরা লক্ষ্য করেননি বলে খবর ।

ফলে কমান্ড হাসপাতালে তরফ থেকে সিবিআইকে জানানো হয় অনুব্রত মণ্ডল শারীরিকভাবে যথেষ্ট ঠিক রয়েছেন । তাঁর কিছু ক্রনিক রোগ রয়েছে । তার জন্য ডায়েট চার্ট এবং নিয়মিত ওষুধ বাধ্যতামূলক । কিন্তু এর জন্য তাঁকে ভর্তি হতে হবে না । এরপরেই অনুব্রত মণ্ডলকে সরাসরি আলিপুর কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে নিয়ে চলে আসা হয় ।

সিবিআই সূত্রে খবর, তাকে বিকেলে নেবুলাইজার দেওয়া হয়েছে । অক্সিজেন সিলিন্ডারের ব্যবহারও করতে হয়েছে তাঁর জন্য । তবে তার পরিমাণ খুবই সামান্য৷ এদিন রাত থেকে অনুব্রত মণ্ডলকে জেরা করা শুরু হতে পারে বলে সিবিআই (CBI) সূত্রের খবর ।

এদিকে অনুব্রত মণ্ডলের চিনার পার্কের ফ্ল্যাটের মুন নামে এক মহিলা কেয়ারটেকার গতকাল রাত থেকেই নিজাম প্যালেসের ভিজিটর রুমে রয়েছেন ৷ এদিন নেবুলাইজার নেওয়ার সময় ওই মহিলার থেকে অনুব্রত মণ্ডল জানতে চান যে তাঁর গ্রেফতারি নিয়ে বাইরে কী কী আলোচনা হচ্ছে ৷

আরও পড়ুন : Anubrata Mondal কেষ্টর সমর্থনে বীরভূমে মিছিল তৃণমূলের

কলকাতা, 12 অগস্ট : আলিপুর কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে ফিরে এসে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) তাঁর মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে চান । অনুব্রত মণ্ডলের সেই আবদার অনুযায়ী, সিবিআইয়ের তরফ থেকে স্পিকারে ফোন রেখে অনুব্রত মণ্ডলের মেয়ের সঙ্গে কথা বলানো হয় ।

জানা গিয়েছে, শরীর কেমন রয়েছে তা জানতে চান অনুব্রতর মেয়ে । জবাবে অনুব্রত জানান, ঠিক আছে । তাঁর মেয়ে কেমন আছেন, তাও জানতে চান । অনুব্রত মণ্ডল ঠিকঠাক ওষুধ পাচ্ছেন কি না সেই বিষয়ে খোঁজ নেন, তাঁর মেয়ে । অনুব্রত মণ্ডল জবাবে বলেন ,"সব ঠিক আছে । এখানে সব ঠিক আছে । চিন্তা করিস না ।"

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে জেরা করার পরিকল্পনা করছেন তদন্তকারী আধিকারিকরা । এদিন সকালবেলা অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুর কমান্ড হাসপাতালে । কিন্তু সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেও কোনও খারাপ ইঙ্গিত তাঁরা লক্ষ্য করেননি বলে খবর ।

ফলে কমান্ড হাসপাতালে তরফ থেকে সিবিআইকে জানানো হয় অনুব্রত মণ্ডল শারীরিকভাবে যথেষ্ট ঠিক রয়েছেন । তাঁর কিছু ক্রনিক রোগ রয়েছে । তার জন্য ডায়েট চার্ট এবং নিয়মিত ওষুধ বাধ্যতামূলক । কিন্তু এর জন্য তাঁকে ভর্তি হতে হবে না । এরপরেই অনুব্রত মণ্ডলকে সরাসরি আলিপুর কমান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে নিয়ে চলে আসা হয় ।

সিবিআই সূত্রে খবর, তাকে বিকেলে নেবুলাইজার দেওয়া হয়েছে । অক্সিজেন সিলিন্ডারের ব্যবহারও করতে হয়েছে তাঁর জন্য । তবে তার পরিমাণ খুবই সামান্য৷ এদিন রাত থেকে অনুব্রত মণ্ডলকে জেরা করা শুরু হতে পারে বলে সিবিআই (CBI) সূত্রের খবর ।

এদিকে অনুব্রত মণ্ডলের চিনার পার্কের ফ্ল্যাটের মুন নামে এক মহিলা কেয়ারটেকার গতকাল রাত থেকেই নিজাম প্যালেসের ভিজিটর রুমে রয়েছেন ৷ এদিন নেবুলাইজার নেওয়ার সময় ওই মহিলার থেকে অনুব্রত মণ্ডল জানতে চান যে তাঁর গ্রেফতারি নিয়ে বাইরে কী কী আলোচনা হচ্ছে ৷

আরও পড়ুন : Anubrata Mondal কেষ্টর সমর্থনে বীরভূমে মিছিল তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.