ETV Bharat / city

Dilip Ghosh on Anubrata Mandal: জেলে থাকলেই ভালো, হাসপাতালে মেরে ফেলা হতে পারে অনুব্রতকে: দিলীপ - অনুব্রত মণ্ডলের খবর

অনুব্রত মণ্ডল (Anubrata Mandal may be killed in hospital) জেলে থাকলেই ভালো ৷ হাসপাতালে থাকলে তাঁকে মেরে ফেলা হতে পারে ৷ এমনই আশঙ্কা প্রকাশ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh on Anubrata Mandal)৷

Anubrata Mandal may be killed in hospital, says Dilip Ghosh
জেলে থাকলেই ভালো, হাসপাতালে মেরে ফেলা হতে পারে অনুব্রতকে: দিলীপ
author img

By

Published : Apr 25, 2022, 2:01 PM IST

নিউটাউন, 25 এপ্রিল: অনুব্রত মণ্ডল জেলে থাকলেই ঠিক থাকবেন ৷ হাসপাতালে থাকলে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা কম ৷ তথ্য-প্রমাণ লোপাটের জন্য তাঁকে মেরে ফেলা হতে পারে (Anubrata Mandal may be killed in hospital)৷ এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh on Anubrata Mandal)৷ সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আজ দিল্লি রওনা হন তিনি ৷

বিমান ধরার আগে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh news)৷ সেখানেই তাঁকে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ কটাক্ষের সুরে বলেন, "তাঁর খালি সিবিআই দেখলেই শরীর খারাপ হয়ে যায় । এ ভাবে তো বেশি দিন বাঁচা যায় না ৷ আজ হোক কাল হোক যেতেই হবে ৷ হয় তাঁকে সারাজীবন হাসপাতালে থাকতে হবে, আর নয়তো সারাজীবন জেলে থাকতে হবে । জেলে থাকলে ঠিক আছে, কিন্তু হাসপাতালে থাকলে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা কম ।সমস্ত তথ্য লোপাটের জন্য তাঁকে মেরে ফেলা হতে পারে ৷ কারণ একাধিক ঘটনায় যুক্ত আছেন তৃণমূলের অন্যান্য নেতারা ৷ একটা চাবিতেই সব ঘর খোলা যাবে সে জন্য চাবিই হারিয়ে ফেলো । লোকটা যদি জেলে চলে যায় তাহলে প্রাণটা থাকবে, না হলে খুব সম্ভাবনা আছে বেঁচে না থাকার ।"

আরও পড়ুন: Suvendu Adhikari left BJP whatsapp group: হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু-দিন্দা, শোরগোল রাজ্য বিজেপিতে

তাঁর দিল্লি সফর প্রসঙ্গে দিলীপ বলেন, "আজ একটা সাংগঠনিক বৈঠক আছে ৷ আগামিকাল প্রিভিলেজ কমিটির বৈঠক ৷ এ ছাড়া কিছু দেখা-সাক্ষাতের কাজ আছে ৷ সারা দেশে বুথের জন্য আলাদা করে কাজ শুরু হচ্ছে ৷ 45 জন সর্বভারতীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তার মধ্যে আমি একজন ৷"

হাসপাতালে মেরে ফেলা হতে পারে অনুব্রতকে, বললেন দিলীপ

আদি-নব্য নেতাদের নিয়ে রাজ্য বিজেপির কোন্দল প্রসঙ্গেও এ দিন প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে ৷ শিগগিরই সব সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, "সাংগঠনিক দিকে থেকে সুকান্তর অভিজ্ঞতা কম ৷ আমারও কম ছিল ৷ রাজনীতিতে কাজ করতে করতেই অভিজ্ঞতা বাড়ে । আমদের পার্টিতে 42 বছর বয়সে একজন রাজ্য সভাপতি হয়েছেন । দল তাঁর পাশে আছে ৷"

নিউটাউন, 25 এপ্রিল: অনুব্রত মণ্ডল জেলে থাকলেই ঠিক থাকবেন ৷ হাসপাতালে থাকলে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা কম ৷ তথ্য-প্রমাণ লোপাটের জন্য তাঁকে মেরে ফেলা হতে পারে (Anubrata Mandal may be killed in hospital)৷ এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh on Anubrata Mandal)৷ সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আজ দিল্লি রওনা হন তিনি ৷

বিমান ধরার আগে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh news)৷ সেখানেই তাঁকে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ কটাক্ষের সুরে বলেন, "তাঁর খালি সিবিআই দেখলেই শরীর খারাপ হয়ে যায় । এ ভাবে তো বেশি দিন বাঁচা যায় না ৷ আজ হোক কাল হোক যেতেই হবে ৷ হয় তাঁকে সারাজীবন হাসপাতালে থাকতে হবে, আর নয়তো সারাজীবন জেলে থাকতে হবে । জেলে থাকলে ঠিক আছে, কিন্তু হাসপাতালে থাকলে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা কম ।সমস্ত তথ্য লোপাটের জন্য তাঁকে মেরে ফেলা হতে পারে ৷ কারণ একাধিক ঘটনায় যুক্ত আছেন তৃণমূলের অন্যান্য নেতারা ৷ একটা চাবিতেই সব ঘর খোলা যাবে সে জন্য চাবিই হারিয়ে ফেলো । লোকটা যদি জেলে চলে যায় তাহলে প্রাণটা থাকবে, না হলে খুব সম্ভাবনা আছে বেঁচে না থাকার ।"

আরও পড়ুন: Suvendu Adhikari left BJP whatsapp group: হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু-দিন্দা, শোরগোল রাজ্য বিজেপিতে

তাঁর দিল্লি সফর প্রসঙ্গে দিলীপ বলেন, "আজ একটা সাংগঠনিক বৈঠক আছে ৷ আগামিকাল প্রিভিলেজ কমিটির বৈঠক ৷ এ ছাড়া কিছু দেখা-সাক্ষাতের কাজ আছে ৷ সারা দেশে বুথের জন্য আলাদা করে কাজ শুরু হচ্ছে ৷ 45 জন সর্বভারতীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তার মধ্যে আমি একজন ৷"

হাসপাতালে মেরে ফেলা হতে পারে অনুব্রতকে, বললেন দিলীপ

আদি-নব্য নেতাদের নিয়ে রাজ্য বিজেপির কোন্দল প্রসঙ্গেও এ দিন প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে ৷ শিগগিরই সব সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, "সাংগঠনিক দিকে থেকে সুকান্তর অভিজ্ঞতা কম ৷ আমারও কম ছিল ৷ রাজনীতিতে কাজ করতে করতেই অভিজ্ঞতা বাড়ে । আমদের পার্টিতে 42 বছর বয়সে একজন রাজ্য সভাপতি হয়েছেন । দল তাঁর পাশে আছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.