ETV Bharat / city

Anubrata Mandal: এসএসকেএমে অনুব্রত, ট্রেড মিলে হাঁটা বন্ধের পরামর্শ চিকিৎসকদের

গত এপ্রিলের গোড়ায় দীর্ঘদিন এসএসকেএমে ভর্তি ছিলেন অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mandal) ৷ তার পর থেকে তাঁকে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসতে হয় ওই হাসপাতালে ৷ সোমবার তেমনই এসেছিলেন তিনি ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে ট্রেডমিলে না হাঁটার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

Anubrata Mandal at SSKM today for Routine Health Check Up
Anubrata Mandal: এসএসকেএমে অনুব্রত, ট্রেড মিলে হাঁটা বন্ধের পরামর্শ চিকিৎসকদের
author img

By

Published : Jul 4, 2022, 9:27 PM IST

কলকাতা, 4 জুলাই : আপাতত ট্রেড মিলে হাঁটা বন্ধ অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mandal) । হৃদপিন্ডের সমস্যা বৃদ্ধির কারণেই চিকিৎসকরা তৃণমূলের (Trinamool Congress) বীরভূম জেলা সভাপতিকে এই পরামর্শ দিয়েছেন ৷ সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) আসেন তিনি ৷ তখনই চিকিৎসকরা তাঁকে এই পরামর্শ দেন বলে জানা গিয়েছে ৷

ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) থেকে গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে জেরা করেছে সিবিআই (CBI) ৷ কখনও তিনি হাজিরা দিয়েছেন কলকাতার নিজাম প্যালেসের সিবিআই অফিসে ৷ আবার কখনও তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অফিসে ডেকে জেরা করেছে সিবিআই ৷

কিন্তু স্বাস্থ্যের কারণ দেখিয়ে একাধিকবার জেরা এড়িয়েছেন অনুব্রত ৷ বিরোধীদের অভিযোগ, সিবিআইয়ের জেরার হাত থেকে বাঁচতে শারীরিক অবস্থাকে ঢাল করছেন অনুব্রত ৷ যদিও রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের অভিযোগ, এটা পুরোপুরি সিবিআইয়ের সঙ্গে তৃণমূলের একটা সমঝোতার খেলা চলছে ।

তাঁর মতে, সিবিআইয়ের উচিত ছিল অনুব্রত মণ্ডলকে দিল্লির এইমস বা কমান্ড হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর । কিন্তু বর্তমানে সেটা হল না । ফলে এটা একটা যোগসাজশ ৷

এদিকে গরু পাচার ও কয়লা পাচার (Coal Smuggling Case)-সহ আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী দেহরক্ষী সায়গেল হোসেনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । পাশাপাশি সায়গেল হোসেনের ছয় মামাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ সায়গলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে ৷ তিনি নিজের মামাদের নামেও বেনামে সম্পত্তি করেছেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকাও রেখেছেন বলে অভিযোগ ৷

বিরোধীদের দাবি, সায়গল হোসেনের সূত্র ধরেই পাচারকাণ্ডে অনুব্রতর ভূমিকাও সামনে আসবে ৷ তাই স্বাস্থ্যকে ঢাল করছেন এই তৃণমূল নেতা ৷ যদিও ঘাসফুল শিবিরের দাবি, অনুব্রত অসুস্থ ৷ তিনি হাসপাতালে দীর্ঘদিন ভর্তিও ছিলেন ৷ কিন্তু তা সত্ত্বেও প্রতিহিংসার রাজনীতি করে বিজেপি (BJP) কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে অনুব্রতকে হেনস্তা করছে ৷

আরও পড়ুন : Cattle Smuggling Case: অনুব্রতর দেহরক্ষী সায়গলের 6 মামাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

কলকাতা, 4 জুলাই : আপাতত ট্রেড মিলে হাঁটা বন্ধ অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mandal) । হৃদপিন্ডের সমস্যা বৃদ্ধির কারণেই চিকিৎসকরা তৃণমূলের (Trinamool Congress) বীরভূম জেলা সভাপতিকে এই পরামর্শ দিয়েছেন ৷ সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) আসেন তিনি ৷ তখনই চিকিৎসকরা তাঁকে এই পরামর্শ দেন বলে জানা গিয়েছে ৷

ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) থেকে গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে জেরা করেছে সিবিআই (CBI) ৷ কখনও তিনি হাজিরা দিয়েছেন কলকাতার নিজাম প্যালেসের সিবিআই অফিসে ৷ আবার কখনও তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অফিসে ডেকে জেরা করেছে সিবিআই ৷

কিন্তু স্বাস্থ্যের কারণ দেখিয়ে একাধিকবার জেরা এড়িয়েছেন অনুব্রত ৷ বিরোধীদের অভিযোগ, সিবিআইয়ের জেরার হাত থেকে বাঁচতে শারীরিক অবস্থাকে ঢাল করছেন অনুব্রত ৷ যদিও রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের অভিযোগ, এটা পুরোপুরি সিবিআইয়ের সঙ্গে তৃণমূলের একটা সমঝোতার খেলা চলছে ।

তাঁর মতে, সিবিআইয়ের উচিত ছিল অনুব্রত মণ্ডলকে দিল্লির এইমস বা কমান্ড হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর । কিন্তু বর্তমানে সেটা হল না । ফলে এটা একটা যোগসাজশ ৷

এদিকে গরু পাচার ও কয়লা পাচার (Coal Smuggling Case)-সহ আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী দেহরক্ষী সায়গেল হোসেনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । পাশাপাশি সায়গেল হোসেনের ছয় মামাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ সায়গলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে ৷ তিনি নিজের মামাদের নামেও বেনামে সম্পত্তি করেছেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকাও রেখেছেন বলে অভিযোগ ৷

বিরোধীদের দাবি, সায়গল হোসেনের সূত্র ধরেই পাচারকাণ্ডে অনুব্রতর ভূমিকাও সামনে আসবে ৷ তাই স্বাস্থ্যকে ঢাল করছেন এই তৃণমূল নেতা ৷ যদিও ঘাসফুল শিবিরের দাবি, অনুব্রত অসুস্থ ৷ তিনি হাসপাতালে দীর্ঘদিন ভর্তিও ছিলেন ৷ কিন্তু তা সত্ত্বেও প্রতিহিংসার রাজনীতি করে বিজেপি (BJP) কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে অনুব্রতকে হেনস্তা করছে ৷

আরও পড়ুন : Cattle Smuggling Case: অনুব্রতর দেহরক্ষী সায়গলের 6 মামাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.