ETV Bharat / city

Anubrata Mondal Daughter হাইকোর্টে অনুব্রত কন্যা, স্লোগান উঠল গরু চোরের মেয়ে

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মতো আজ হাজিরা দিতে বোলপুর থেকে কলকাতার এলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা (Anubrata Mondal Daughter) ৷ হাইকোর্টে ঢোকার সময় সুকন্যাকে দেখে আরতি মিত্র নামে এক মহিলা গরু চোরের মেয়ে বলে স্লোগান দিতে থাকেন ।

Anubrata daughter Sukanya Mondal appears at Calcutta High Court
Anubrata Mondal Daughter
author img

By

Published : Aug 18, 2022, 3:03 PM IST

Updated : Aug 18, 2022, 3:52 PM IST

কলকাতা, 18 অগস্ট: অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) এলেন কলকাতা হাইকোর্টে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতেই হাইকোর্টে এসেছেন তিনি । হাইকোর্টে ঢোকার সময় সুকন্যাকে দেখে আরতি মিত্র নামে এক মহিলা গরু চোরের মেয়ে বলে স্লোগান দিতে থাকেন । অভিযোগ, অনুব্রত মণ্ডলের মেয়ে-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য টেট পাশ না করেই প্রাথমিক স্কুলে চাকরি করছেন । এমনকি অনুব্রত-কন্যা স্কুলে না গিয়েই বেতন পেতেন এবং অ্যাটেনডেন্স রেজিস্ট্রারও তাঁর বাড়িতে আসত বলে অভিযোগ ।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) আজ অনুব্রত কন্যাকে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন । টেট দুর্নীতি মামলায় (TET Scam) অনুব্রত কন্যা-সহ 6 জনকে আজ আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই নির্দেশ মেনেই আজ সকালে বোলপুরের বাড়ি থেকে কলকাতার পথে রওনা দেন সুকন্যা ৷

আরও পড়ুন: অনুব্রত কন্যার জোড়া চাকরি, সুকন্যার ফেসবুক প্রোফাইল ঘিরে ঘনীভূত রহস্য

একইসঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের প্রাথমিকে চাকরি পাওয়ার বিষয়েও যাবতীয় নথি চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । অভিযোগ, 'জননেতা'র মোট 6 জন আত্মীয়কে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা কেউই টেট উত্তীর্ণ নন । তাঁরা সবাই কেষ্টর সুপারিশেই স্কুলে চাকরি পেয়েছেন । আজই এঁদের প্রত্যেককে আদালতে এসে নিজেদের টেট উত্তীর্ণ সার্টিফিকেট দেখানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

হাজিরা দিতে কলকাতা হাইকোর্টে সুকন্যা মণ্ডল

কলকাতা, 18 অগস্ট: অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) এলেন কলকাতা হাইকোর্টে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতেই হাইকোর্টে এসেছেন তিনি । হাইকোর্টে ঢোকার সময় সুকন্যাকে দেখে আরতি মিত্র নামে এক মহিলা গরু চোরের মেয়ে বলে স্লোগান দিতে থাকেন । অভিযোগ, অনুব্রত মণ্ডলের মেয়ে-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য টেট পাশ না করেই প্রাথমিক স্কুলে চাকরি করছেন । এমনকি অনুব্রত-কন্যা স্কুলে না গিয়েই বেতন পেতেন এবং অ্যাটেনডেন্স রেজিস্ট্রারও তাঁর বাড়িতে আসত বলে অভিযোগ ।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) আজ অনুব্রত কন্যাকে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন । টেট দুর্নীতি মামলায় (TET Scam) অনুব্রত কন্যা-সহ 6 জনকে আজ আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই নির্দেশ মেনেই আজ সকালে বোলপুরের বাড়ি থেকে কলকাতার পথে রওনা দেন সুকন্যা ৷

আরও পড়ুন: অনুব্রত কন্যার জোড়া চাকরি, সুকন্যার ফেসবুক প্রোফাইল ঘিরে ঘনীভূত রহস্য

একইসঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের প্রাথমিকে চাকরি পাওয়ার বিষয়েও যাবতীয় নথি চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । অভিযোগ, 'জননেতা'র মোট 6 জন আত্মীয়কে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা কেউই টেট উত্তীর্ণ নন । তাঁরা সবাই কেষ্টর সুপারিশেই স্কুলে চাকরি পেয়েছেন । আজই এঁদের প্রত্যেককে আদালতে এসে নিজেদের টেট উত্তীর্ণ সার্টিফিকেট দেখানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

হাজিরা দিতে কলকাতা হাইকোর্টে সুকন্যা মণ্ডল
Last Updated : Aug 18, 2022, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.