কলকাতা, 20 সেপ্টেম্বর : COVID-19-এ আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হল কলকাতায় । 55 বছর বয়সি মৃত এই চিকিৎসক বেহালার বিদ্যাসাগর স্টেট জেনেরাল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন । আলিপুরে অবস্থিত বেসরকারি এক হাসপাতালের ভেন্টিলেশনে গতরাতে তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, অসুস্থ হওয়ার আগে পর্যন্ত সরকারি হাসপাতালের এই চিকিৎসক রোগীদের চিকিৎসা করেছেন । দক্ষিণ কলকাতার হরিদেবপুর অঞ্চলের বাসিন্দা ছিলেন এই চিকিৎসক । সপ্তাহ তিনেক ধরে তিনি অসুস্থ ছিলেন । তাঁর COVID-19 পজ়িটিভ ধরা পড়ে। বেসরকারি ওই হাসপাতালে ভরতি হওয়ার পর থেকে বিদ্যাসাগর স্টেট জেনেরাল হাসপাতালের এই চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । বাড়তে থাকে শ্বাসকষ্ট । যার জেরে তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টেও রাখতে হয় । কিন্তু শেষরক্ষা আর সম্ভব হয়নি ।
চিকিৎসকদের একটি সংগঠন ডক্টরস ফর পেশেন্টস-এর এগজ়িকিউটিভ কমিটির সদস্য, চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, সপ্তাহ দুই ধরে বেসরকারি ওই হাসপাতালে বিদ্যাসাগর স্টেট জেনেরাল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের এই চিকিৎসকের চিকিৎসা চলছিল । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল । গতরাতে ভেন্টিলেশনে এই চিকিৎসকের মৃত্যু হয় । COVID-19-এ আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের চিকিৎসক মহলের বিশিষ্টজনেরা ।
চলতি মাসের 10 তারিখে কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতায় আরও এক চিকিৎসকের (32) মৃত্যু হয়েছিল । মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ।
আরও পড়ুন : রাজ্যে কোরোনায় মৃত্যু 32 বছরের চিকিৎসকের