কলকাতা,17 ফেব্রুয়ারি :আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না রাজ্যের প্রাক্তন প্রাণীসম্পদমন্ত্রী আনিসুর রহমান। বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলার ডোমকলের বিধায়ক। সিপিআইএমের দীর্ঘদিনের কর্মী আনিসুর রহমান। শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
কিছুদিন আগে দলের উচ্চ নেতৃত্বের কাছে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শারীরিক ক্ষমতা তাঁর নেই। পারকিনসন রোগে জর্জরিত আনিসুর রহমান। বছরভর চিকিৎসা চলে তাঁর। দক্ষিণ ভারতের হাসপাতালে বছরে একাধিকবার চিকিৎসা করাতে যেতে হয়। বিধানসভার অধিবেশনও নিয়মিত উপস্থিত হতে পারেন না আনিসুর।
শারীরিক অসুস্থতার জন্য গৃহবন্দী থাকতেই পছন্দ করছেন বামফ্রন্ট মন্ত্রিসভার পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী। 1991 সালে প্রথম সিপিআইয়ের টিকিটে ডোমকল থেকে জয়ী হন তিনি। এরপর 1996, 2001, 2006, 2011 সাল থেকে টানা এখনও পর্যন্ত বিধায়ক রয়েছেন আনিসুর। 68 বছর বয়সে এসে শরীরে প্রবল অস্বস্তি রয়েছে আনিসুর রহমানের। শারীরিক অসুস্থতার কারণে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আসন্ন ব্রিগেড সমাবেশে শরীর ভালো থাকলে আসবেন বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে অংশগ্রহণ না করলেও নিয়মিত পার্টির কাজ করবেন বলে জানিয়েছেন।