ETV Bharat / city

suicide : বিদেশে থাকা ছেলে-মেয়েকে বিব্রত করতে চাননি, একাকিত্বের যন্ত্রণায় আত্মঘাতী বৃদ্ধা - Phoolbanag

শনিবার সকালে কলকাতার ফুলবাগানে একটি বহুতল থেকে ঝাঁপ দেন আভা দাস নামে ওই বৃদ্ধা ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

an old lady allegedly commits suicide in kolkata
বিদেশে থাকা ছেলে-মেয়েকে বিব্রত করতে না চেয়ে আত্মঘাতী মা
author img

By

Published : Sep 18, 2021, 3:56 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : মর্মান্তিক পরিণতি !

কলকাতার ফুলবাগানে আভা দাস নামে অশীতিপর বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে এই দু’টি শব্দই সবচেয়ে বেশি প্রযোজ্য ৷ নিঃসঙ্গ ওই বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ কিন্তু আত্মহত্যার সম্ভাব্য কারণের মধ্যেই লুকিয়ে রয়েছে কেন তাঁর এই পরিণতি মর্মান্তিক !

আরও পড়ুন : Illegal Weapon : পাচারে ঝুঁকি, বাড়িতে এসেই অস্ত্র বানিয়ে দিচ্ছে ভিনরাজ্যের কারিগররা

পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, বছর তিরাশির আভাদেবীর ছেলে-মেয়ে বিদেশে থাকেন ৷ তাঁদের নিজের সমস্যার কথা জানাতে চাননি তিনি ৷ সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন ৷ মৃতার চশমার বাক্স থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ ৷ সেই সুইসাইড নোট থেকেই এই বিষয়টি সামনে এসেছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, শনিবার সকালে একটি বহুতল থেকে ঝাঁপ দেন ওই বৃদ্ধা ৷ স্থানীয়দের মাধ্যমেই ফুলবাগান থানায় খবর আসে বেলা 12টা নাগাদ ৷ পুলিশ গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে ৷ এনআরএস হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : App Cab Ambulance : এবার অ্যাপ ক্যাবের মাধ্যমে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ সুইসাইড নোটটি ওই বৃদ্ধার লেখা নাকি অন্য কারও, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ একই সঙ্গে তাঁর আত্মীয় পরিজনদের খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

এই ঘটনায় স্থানীয়রা রীতিমত বিস্মিত ৷ তাঁরা জানিয়েছেন, বাড়িতে একাই থাকতেন আভাদেবী ৷ তাঁর ছেলে ও মেয়ে দু’জনেই বিদেশে থাকেন ৷ কিন্তু ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্কের কোনও টানাপোড়েন ছিল কি না, তা নিয়ে নিশ্চিত নন স্থানীয়রা ৷

আরও পড়ুন : Recruitment Demand: সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করে আন্দোলন টেট উত্তীর্ণদের

তবে কারও কারও মনে হচ্ছে যে হয়তো সন্তানদের সঙ্গে যোগাযোগ কমে গিয়েছিল আভাদেবীর ৷ সন্তানরা হয়তো মাকে ঠিকমতো সময় দিচ্ছিলেন না ৷ কিংবা অন্য কারণে হয়তো মনোমালিন্য হয়েছিল ৷ তাই নিজের চরম পরিণতি ডেকে আনলেন ওই অশীতিপর বৃদ্ধা ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : মর্মান্তিক পরিণতি !

কলকাতার ফুলবাগানে আভা দাস নামে অশীতিপর বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে এই দু’টি শব্দই সবচেয়ে বেশি প্রযোজ্য ৷ নিঃসঙ্গ ওই বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ কিন্তু আত্মহত্যার সম্ভাব্য কারণের মধ্যেই লুকিয়ে রয়েছে কেন তাঁর এই পরিণতি মর্মান্তিক !

আরও পড়ুন : Illegal Weapon : পাচারে ঝুঁকি, বাড়িতে এসেই অস্ত্র বানিয়ে দিচ্ছে ভিনরাজ্যের কারিগররা

পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, বছর তিরাশির আভাদেবীর ছেলে-মেয়ে বিদেশে থাকেন ৷ তাঁদের নিজের সমস্যার কথা জানাতে চাননি তিনি ৷ সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন ৷ মৃতার চশমার বাক্স থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ ৷ সেই সুইসাইড নোট থেকেই এই বিষয়টি সামনে এসেছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, শনিবার সকালে একটি বহুতল থেকে ঝাঁপ দেন ওই বৃদ্ধা ৷ স্থানীয়দের মাধ্যমেই ফুলবাগান থানায় খবর আসে বেলা 12টা নাগাদ ৷ পুলিশ গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে ৷ এনআরএস হাসপাতালে নিয়ে যায় ৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : App Cab Ambulance : এবার অ্যাপ ক্যাবের মাধ্যমে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ সুইসাইড নোটটি ওই বৃদ্ধার লেখা নাকি অন্য কারও, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ৷ একই সঙ্গে তাঁর আত্মীয় পরিজনদের খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

এই ঘটনায় স্থানীয়রা রীতিমত বিস্মিত ৷ তাঁরা জানিয়েছেন, বাড়িতে একাই থাকতেন আভাদেবী ৷ তাঁর ছেলে ও মেয়ে দু’জনেই বিদেশে থাকেন ৷ কিন্তু ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্কের কোনও টানাপোড়েন ছিল কি না, তা নিয়ে নিশ্চিত নন স্থানীয়রা ৷

আরও পড়ুন : Recruitment Demand: সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করে আন্দোলন টেট উত্তীর্ণদের

তবে কারও কারও মনে হচ্ছে যে হয়তো সন্তানদের সঙ্গে যোগাযোগ কমে গিয়েছিল আভাদেবীর ৷ সন্তানরা হয়তো মাকে ঠিকমতো সময় দিচ্ছিলেন না ৷ কিংবা অন্য কারণে হয়তো মনোমালিন্য হয়েছিল ৷ তাই নিজের চরম পরিণতি ডেকে আনলেন ওই অশীতিপর বৃদ্ধা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.