কলকাতা, 6 মে : কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah meets Died BJP Leader's Family) । মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন তিনি ।
এদিন তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের খুনের রাজনীতি আম ঘটনা হয়ে দাঁড়িয়েছে । কোনও রাজ্যে নির্বাচনে জয়ের পর এত খুনের ঘটনা ঘটেনি । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে । বিজেপি আইনের উপর ভরসা রাখে । নিহতের হয়ে আইনি লড়াই লড়বে তাঁর দল । যতক্ষণ পর্যন্ত এই পরিবার সুবিচার না পায়, ততক্ষণ পর্যন্ত বিজেপি তাদের পাশে থাকবে ।
তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সরকারের পরম্পরা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক হত্যা এবং প্রতিহিংসার লক্ষ্যে খুন । বাংলার এমন কোনও প্রান্ত নেই যেখানে রাজনৈতিক প্রতিহিংসার থেকে খুনের ঘটনা ঘটেনি । তিনি অভিযোগ করেন, এই সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বেছে বেছে খুনের ঘটনার ভুরি ভুরি উদাহরণ রয়েছে । ভারতীয় জনতা পার্টি এভাবে খুন ও প্রতিহিংসার রাজনীতি কড়া নিন্দা করছে (Amit Shah Slams Mamata Banerjee Government on Political Murder Issue) ।
তিনি আরও বলেন, ‘‘আদালতের কাছে গিয়ে যারা চৌরশিয়াকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের কড়া থেকে কড়া শাস্তির দাবি জানাব । আমি আজকে বাংলার মানুষকে বলতে চাই এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে । বাংলার মধ্যে বিরোধীদের কণ্ঠরোধ, হিংসা ও খুনের ঘটনা আগে বাম শাসনেও ঘটেছে । এখন তার চেয়ে বেশি করে তৃণমূলের শাসনে ঘটছে ।’’
অমিত শাহ এদিন বলেন, ‘‘আমি পীড়িত পরিবারগুলির সঙ্গে কথা বলেছি । এখানে যেভাবে চৌরশিয়ার ঠাকুমাকে মারা হয়েছে, তা এক কথায় নৃশংস । তাঁর কথা অনুসারে জোর করে চৌরশিয়ার দেহ পরিবারের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে । বিজেপি এ বিষয়টা নিয়ে আদালতে গিয়েছে । গোটা ঘটনার ভিডিওগ্রাফি তারা আদালতের সামনে জমা দিয়েছে ।’’
এ দিন বিজেপির এই যুব নেতার দেহ ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফির দাবি তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । একই সঙ্গে তাঁর দাবি এই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত । কাশীপুরে দাঁড়িয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুংকার, ‘‘এই খুনের ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত আছে, তাদের সকলকে কাঠগড়ায় দাঁড় করাবই ।’’
আরও পড়ুন : Amit Shah Reaches Cossipore : কাশীপুরে মৃত বিজেপি কর্মীর বাড়িতে শাহ, সিবিআই তদন্তের দাবি