ETV Bharat / city

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ জেল হেপাজতে মৃত BJP নেতার পরিবারের

author img

By

Published : Nov 5, 2020, 10:01 AM IST

BJP-র তরফে জানানো হয়েছে, মদন গড়াইয়ের পরিবারের প্রতি রাজ্য সরকারের উদাসীনতা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন মৃতের পরিবারের সদস্যরা ।

Amit Shah
Amit Shah

কলকাতা, 5 নভেম্বর : অমিত শাহের সঙ্গে দেখা করলেন জেল হেপাজতে মৃত পটাশপুরের BJP নেতা মদন গড়াইয়ের পরিবারের সদস্যরা । গতকাল কলকাতা বিমানবন্দরেই ওই পরিবারের সঙ্গে কথা বলেন তিনি । ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যরা ।

সেপ্টেম্বরে নাবালিকাকে অপহরণ সংক্রান্ত এক মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল মদন গড়াইকে । জেল হেপাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে SSKM হাসপাতালে ভরতি করা হয় । সেখানে 15 অক্টোবর রাতে মৃত্যু হয় তাঁর ।

BJP-র তরফে জানানো হয়েছে, মদন গড়াইয়ের পরিবারের প্রতি রাজ্য সরকারের উদাসীনতা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন মৃতের পরিবারের সদস্যরা । এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ তিনজন চিকিৎসকের তত্ত্বাবধানে মদন গড়াইয়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে ।

Met with the family of our martyred Booth Vice President Madan Ghorai in Kolkata.

I bow to his braveheart family.@BJP4India will always remain indebted to our karyakartas who have given their supreme sacrifice while fighting against atrocities and injustice in West Bengal. pic.twitter.com/feOTJVbwhi

— Amit Shah (@AmitShah) November 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৃত BJP নেতার পরিবারের সঙ্গে দেখা করার পর টুইটারে অমিত শাহ লেখেন, "কলকাতায় শহিদ বুথ সহ সভাপতি মদন গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা হয়েছে । আমি তাঁর পরিবারের সদস্যদের প্রণাম জানাই । পশ্চিমবঙ্গে নৃশংসতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যে কার্যকর্তা প্রাণ দিয়েছেন তাঁর প্রতি সবসময় ঋণী ।"

কলকাতা, 5 নভেম্বর : অমিত শাহের সঙ্গে দেখা করলেন জেল হেপাজতে মৃত পটাশপুরের BJP নেতা মদন গড়াইয়ের পরিবারের সদস্যরা । গতকাল কলকাতা বিমানবন্দরেই ওই পরিবারের সঙ্গে কথা বলেন তিনি । ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যরা ।

সেপ্টেম্বরে নাবালিকাকে অপহরণ সংক্রান্ত এক মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল মদন গড়াইকে । জেল হেপাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে SSKM হাসপাতালে ভরতি করা হয় । সেখানে 15 অক্টোবর রাতে মৃত্যু হয় তাঁর ।

BJP-র তরফে জানানো হয়েছে, মদন গড়াইয়ের পরিবারের প্রতি রাজ্য সরকারের উদাসীনতা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন মৃতের পরিবারের সদস্যরা । এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ তিনজন চিকিৎসকের তত্ত্বাবধানে মদন গড়াইয়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে ।

  • Met with the family of our martyred Booth Vice President Madan Ghorai in Kolkata.

    I bow to his braveheart family.@BJP4India will always remain indebted to our karyakartas who have given their supreme sacrifice while fighting against atrocities and injustice in West Bengal. pic.twitter.com/feOTJVbwhi

    — Amit Shah (@AmitShah) November 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৃত BJP নেতার পরিবারের সঙ্গে দেখা করার পর টুইটারে অমিত শাহ লেখেন, "কলকাতায় শহিদ বুথ সহ সভাপতি মদন গড়াইয়ের পরিবারের সঙ্গে দেখা হয়েছে । আমি তাঁর পরিবারের সদস্যদের প্রণাম জানাই । পশ্চিমবঙ্গে নৃশংসতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যে কার্যকর্তা প্রাণ দিয়েছেন তাঁর প্রতি সবসময় ঋণী ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.