কলকাতা, 27 অগস্ট: এবার শহরের অন্যতম জনপ্রিয় সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গা পুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah May come Kolkata During Durga Puja) । সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গা পুজোর সময় কলকাতায় আসতে পারেন অমিত শাহ (Union Home Minister Amit Shah) ।
করোনা অতিমারির জেরে গত দু'বছর বাঙালির সবচেয়ে বড় উৎসব বড় আকারে সেভাবে পালন করা যায়নি । এবছর করোনা সংক্রমণের প্রকোপ প্রায় নেই বললেই চলে ৷ তাই স্বাভাবিকভাবেই পুজোর উদ্যোক্তারা এবার কোমর বাঁধছেন পুজোয় চমক দিতে ৷ উত্তর কলকাতা তো বটেই কলকাতার অন্যতম বড় পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো (Durga Puja of Santosh Mitra Square) ৷ এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ (BJP Leader Sajal Ghosh) ৷
আরও পড়ুন: খাদিই আত্মনির্ভর ভারতের ভিত্তি, আমেদাবাদের উৎসবে যোগ দিয়ে বললেন প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর প্রসঙ্গে সজল ঘোষ বলেন, "পুজো কমিটির তরফে অমিতজিকে আমন্ত্রণ জানান হয়েছে । তবে তিনি আসতে পারবেন কি না, তা এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি ।" প্রসঙ্গত, এই বছর স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'। এই ভাবনা এবার ফুটিয়ে তোলা হবে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো এবং মণ্ডপের সাজে । লালকেল্লা, ইন্ডিয়া গেট ও নতুন সংসদ ভবনের ধাঁচে করা হবে মণ্ডপের সাজ । পাশাপাশি জাতীয় পতাকা দিয়ে সাজানো হবে পুজো মণ্ডপ ৷