কলকাতা, 24 জুলাই: শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Charterjee) গ্রেফতারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি (BJP slams Mamata)৷ পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়েও তৃণমূল সুপ্রিমো মুখ না খোলায় কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya questions Mamata Banerjee's silence)৷ এ দিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি গোটা ঘটনার সঙ্গে বাংলাদেশের যোগ থাকার ইঙ্গিত দিয়েছেন ৷
এসএসসি দুর্নীতি (SSC Recruitment Case) মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 21 কোটি টাকা উদ্ধারের ঘটনার পর থেকে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ এই ঘটনা তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে শাসক দলকে ৷ এর থেকে দায় ঝেড়ে ফেলে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে যে, কেউ দোষী প্রমাণিত হলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ যদিও এই কথায় ভুলছে না বিরোধীরা ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছে পদ্ম শিবির ৷ বিজেপি নেতা অমিত মালব্য অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদের ছবি টুইট করে লিখেছেন, "তাঁর আস্থাভাজন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীর গ্রেফতার ও তাঁর বাসভবন থেকে পাহাড়-প্রমাণ নগদ উদ্ধার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা থেকে মনে হচ্ছে তিনি বধির হয়ে গিয়েছেন । তিনি নিশ্চয়ই নিজে চিৎকার করছেন, তাঁর অনিয়ন্ত্রিত অহংকারের জন্য চিৎকার করছেন, কারণ তাঁর খলনায়িকার সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করেছে…"
-
Mamata Banerjee’s eloquent silence on the arrest and seizure of mountains of cash from her confidant Partha Chatterjee’s close aide’s residence is deafening. She must be screaming to herself, writhing in her unrestrained arrogance, as her vampirish empire begins to crumble… pic.twitter.com/9bshLjf5py
— Amit Malviya (@amitmalviya) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mamata Banerjee’s eloquent silence on the arrest and seizure of mountains of cash from her confidant Partha Chatterjee’s close aide’s residence is deafening. She must be screaming to herself, writhing in her unrestrained arrogance, as her vampirish empire begins to crumble… pic.twitter.com/9bshLjf5py
— Amit Malviya (@amitmalviya) July 23, 2022Mamata Banerjee’s eloquent silence on the arrest and seizure of mountains of cash from her confidant Partha Chatterjee’s close aide’s residence is deafening. She must be screaming to herself, writhing in her unrestrained arrogance, as her vampirish empire begins to crumble… pic.twitter.com/9bshLjf5py
— Amit Malviya (@amitmalviya) July 23, 2022
আরও পড়ুন: কেন পার্থ এসএসকেএম-এ ? রাতেই হাইকোর্টের দ্বারস্থ ইডি
পার্থ চট্টোপাধ্যায়ের দুই ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ও মোনালিসা দাসের নাম নিয়ে শোরগোলের মাঝেই এর পেছনে নতুন সন্দেহ উসকে দিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ তাঁর দাবি, এসএসসি দুর্নীতির শিকড় অনেক গভীরে ৷ দিলীপ টুইটে লিখেছেন, "অর্পিতা মুখার্জির নামে 3টি ফ্ল্যাট ও 21কোটি টাকা পাওয়া গেছে ৷ অপরদিকে অধ্যাপিকা মোনালিসা দাসের নামে 10টি ফ্ল্যাট রয়েছে শান্তিনিকেতনে ৷ অধ্যাপিকা বারবার বাংলাদেশে যান, সেখানে একাধিক মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ৷ আবার অর্পিতার ঘর থেকে উদ্ধার হয় বঙ্গবন্ধুর ছবি দেওয়া ব্যাগ ৷ এই এসএসসি দুর্নীতির শিকড় বহু গভীরে ছড়িয়ে আছে ৷ আশ্চর্য হব না যদি দেখি দুর্নীতির টাকা জেহাদি পুষতে খরচ হয়েছে বা হাওলায় বাংলাদেশ গেছে ৷"
-
3 flats and Rs. 21 crore were recovered from Arpita Mukherjee. On the other hand, professor Monalisa Das has 10 flats in Santiniketan. pic.twitter.com/LuqMorAD49
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">3 flats and Rs. 21 crore were recovered from Arpita Mukherjee. On the other hand, professor Monalisa Das has 10 flats in Santiniketan. pic.twitter.com/LuqMorAD49
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 23, 20223 flats and Rs. 21 crore were recovered from Arpita Mukherjee. On the other hand, professor Monalisa Das has 10 flats in Santiniketan. pic.twitter.com/LuqMorAD49
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 23, 2022
আরও পড়ুন: অর্পিতার সর্বশেষ ফেসবুক পোস্ট কি ইচ্ছাকৃত, নাকি কাকতালীয় !