ETV Bharat / city

KMC Water Illegal Use : কলকাতা পৌরনিগমের পানীয় জলের বেআইনি ব্যবহারের অভিযোগ, আইন তৈরির আশ্বাস মেয়রের - Kolkata Mayor Firhad Hakim

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশনে 103 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিতা রায় পরিশ্রুত পানীয় জলের বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ করেন ৷ সমস্যার সমাধানের প্রস্তাব দেন ৷ নির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ৷

allegations-of-illegal-use-of-kmc-drinking-water-by-cpim-councilor
KMC Water Illegal Use : পৌরনিগমের পানীয় জলের বেআইনি ব্যবহারের অভিযোগ, আইন তৈরির আশ্বাস মেয়রের
author img

By

Published : Jun 19, 2022, 7:07 PM IST

কলকাতা, 19 জুন : কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) পরিশ্রুত পানীয় জলের বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ উঠল ৷ কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে এই অভিযোগ করেছেন 103 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিতা রায় ৷ নির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ৷

সিপিএম কাউন্সিলর নন্দিতা রায়ের অভিযোগ, পরিশ্রুত পানীয় জলের নল থেকেই পাইপ লাগিয়ে বেআইনিভাবে টুলু পাম্পের মাধ্যমে তা টেনে নেওয়া হয় বাড়িতে ৷ সেখানে জলাধারে ওই জল জমানো হচ্ছে । যার জেরে তাঁর ওয়ার্ডে জল সংকট দেখা দিয়েছে । কিছু মানুষের এই কাজে সমস্যায় পড়ছেন আশপাশের বহু মানুষকে জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।

কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে (KMC Monthly Session) নন্দিতা রায় এই সমস্যার সমাধানের প্রস্তাব দেন ৷ তার পর প্রস্তাবের উপর আলোচনা করতে ওঠেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি নির্দিষ্ট অভিযোগ জানাতে বলেন । এই সমস্যার পাকাপাকি সমাধানে আইন প্রণয়ন করা যায় কি না, সে বিষয়েও ভাবনাচিন্তা করবেন বলে জানিয়েছেন তিনি ।

তিনি বলেন, ‘‘এমন অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসে । বারবার অভিযোগ পেলে ওই জায়গার জলের লাইন কেটে দিই আমরা । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে । এই সমস্যার পাকাপাকি সমাধানের জন্য আগামিদিনে বিষয়টি আইনের আওতাভুক্ত করা যায় কি না, তা আলোচনা করা হবে ।’’

আরও পড়ুন : Underground cable internet line: শহরে মাটির তলা দিয়ে যাবে কেবল-ইন্টারনেটের লাইন

কলকাতা, 19 জুন : কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) পরিশ্রুত পানীয় জলের বেআইনিভাবে ব্যবহারের অভিযোগ উঠল ৷ কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে এই অভিযোগ করেছেন 103 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিতা রায় ৷ নির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ৷

সিপিএম কাউন্সিলর নন্দিতা রায়ের অভিযোগ, পরিশ্রুত পানীয় জলের নল থেকেই পাইপ লাগিয়ে বেআইনিভাবে টুলু পাম্পের মাধ্যমে তা টেনে নেওয়া হয় বাড়িতে ৷ সেখানে জলাধারে ওই জল জমানো হচ্ছে । যার জেরে তাঁর ওয়ার্ডে জল সংকট দেখা দিয়েছে । কিছু মানুষের এই কাজে সমস্যায় পড়ছেন আশপাশের বহু মানুষকে জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।

কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে (KMC Monthly Session) নন্দিতা রায় এই সমস্যার সমাধানের প্রস্তাব দেন ৷ তার পর প্রস্তাবের উপর আলোচনা করতে ওঠেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি নির্দিষ্ট অভিযোগ জানাতে বলেন । এই সমস্যার পাকাপাকি সমাধানে আইন প্রণয়ন করা যায় কি না, সে বিষয়েও ভাবনাচিন্তা করবেন বলে জানিয়েছেন তিনি ।

তিনি বলেন, ‘‘এমন অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসে । বারবার অভিযোগ পেলে ওই জায়গার জলের লাইন কেটে দিই আমরা । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে । এই সমস্যার পাকাপাকি সমাধানের জন্য আগামিদিনে বিষয়টি আইনের আওতাভুক্ত করা যায় কি না, তা আলোচনা করা হবে ।’’

আরও পড়ুন : Underground cable internet line: শহরে মাটির তলা দিয়ে যাবে কেবল-ইন্টারনেটের লাইন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.