কলকাতা, 31 মে : তোলাবাজির টাকা না-পেয়ে ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ফের শহর কলকাতায় । ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে (Allegation of beating businessman in Beliaghata) শাসকদলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে । বেলেঘাটা থানা এলাকায় আক্রান্ত পেশায় একজন প্লাইউড ব্যবসায়ীর নাম অনির্বাণ সাহা । পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই প্লাইউড ব্যবসায়ীর কাছ থেকে উত্তম দাস ও বিভাস দাস নামে দুই অভিযুক্ত যুবক লক্ষাধিক টাকা তোলা চাইছিল । সময় মতো টাকা না-মেলায় অনির্বাণ সাহাকে হুমকি দেয় ওই দুই যুবক । তারপরেই এই মারধরের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে, সোমবার দুপুরে অনির্বাণ সাহাকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলেন উত্তম দাস ও বিভাস দাস । এরপর তোলা হিসেবে লক্ষাধিক টাকা চাওয়া হয় ওই ব্যবসায়ীর থেকে । কিন্তু তিনি এত টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে রাস্তায় ফেলে অভিযুক্ত দুই যুবক বেধড়ক মারধর চালায় বলে জানা গিয়েছে । স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা । পরে খবর যায় বেলেঘাটা থানায় । অনির্বাণ সাহাকে রক্তাক্ত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ওই ব্যবসায়ী ।
আরও পড়ুন : Teenager drowned in Ganges : গঙ্গায় তলিয়ে গেল 14 বছরের কিশোর
তাঁর পরিবারের তরফে স্থানীয় বেলেঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । লিখিত অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ । পুলিশের অনুমান, ঘটনায় আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে । সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনায় যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ।