ETV Bharat / city

Abhishek Banerjee on Suvendu Adhikari: কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্তের সঙ্গে ফোনে কথা শুভেন্দুর, বিস্ফোরক অভিষেক - শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ অভিষেকের

কয়লাপাচার কাণ্ডে শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED interrogates Abhishek Banerjee in Coal Scam) ৷ তারপরেই শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি (allegation of abhishek banerjee against suvendu adhikari) ৷

Abhishek Banerjee on Suvendu Adhikari
ETV Bharat
author img

By

Published : Sep 2, 2022, 10:51 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: সংবাদমাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । শুক্রবার, কয়লাপাচার মামলায় ইডি'র ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক (ED interrogates Abhishek Banerjee in Coal Scam) ৷

সেখান থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশ্যে অভিষেক অভিযোগ করেন, কয়লাপাচার মামলায় এক অভিযুক্তের সঙ্গে আট মাস আগে ফোনে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । অভিষেকের কথায়, "এই যে কয়লা কেলেঙ্কারি বলছে... প্রধান অভিযুক্ত একজন, যাকে বলা হচ্ছে ফেরার হয়ে গিয়েছে । আট মাস আগে শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন ।" এইটুকু বলেই এদিন ক্ষান্ত হননি তৃণমূল কংগ্রেসের দু'নম্বর এই নেতা । অভিষেক বলেন, "আমি যদি মিথ্যে বলি আমার বিরুদ্ধে আদালতে কেস করুন । প্রয়োজনে আমি আদালতকে প্রমাণ দেব ।"

আরও পড়ুন: কয়লা-গরুপাচার আসলে হোম মিনিস্টার স্ক্যাম, দাবি অভিষেকের

এদিন শুরু থেকেই শুভেন্দুকে নিয়ে আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (allegation of abhishek banerjee against suvendu adhikari)। প্রথমে তিনি বলেন, "একজনকে প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছে অথচ সিবিআই তাকে একবার ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করছে না । বিজেপি'তে গেলেই সব সাফ!"

অভিষেকের দাবি, কয়লা পাচারকারীর সঙ্গে শুভেন্দুরও যোগাযোগ রয়েছে । তাঁর হাতে এ ব্যাপারে প্রমাণও আছে । তিনি বলেন, "কয়লাপাচার মামলায় পালিয়ে বেড়াচ্ছেন যে মূল অভিযুক্ত, তাঁর সঙ্গে আট মাস আগে কথা হয়েছিল শুভেন্দুর । আমি এই কথাটা জোর দিয়ে বলছি । যদি এতে শুভেন্দু অধিকারীর মানহানি হয়, তা হলে তিনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন । আমি আদালতে ওই ফোনের অডিয়ো ক্লিপিং জমা দিয়ে দেব।"

এদিন অবশ্য এই অভিযোগ প্রসঙ্গে সরাসরি বিনয় মিশ্রের নাম উল্লেখ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে শাসকদলের তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে অভিষেকের বক্তব্যে সারাংশে বিনয় মিশ্রের নাম উল্লেখ করা হয় । প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই এই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । এরপরই নিয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "বিনয় মিশ্রকে উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) তৃণমূল যুবার ভাইস প্রেসিডেন্ট করেছিলেন । যুবর সাধারণ সম্পাদক করেছিলেন । আর আমার ফোন নম্বর সবাই জানে । আমার ফোন নম্বর থেকে এই ধরনের চোরেদের সঙ্গে কোনও কথা হয়েছে, তা প্রমাণ করতে দেন । মুখে আওয়াজ, অনেক কথাই বলেন ।"

কলকাতা, 2 সেপ্টেম্বর: সংবাদমাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । শুক্রবার, কয়লাপাচার মামলায় ইডি'র ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক (ED interrogates Abhishek Banerjee in Coal Scam) ৷

সেখান থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশ্যে অভিষেক অভিযোগ করেন, কয়লাপাচার মামলায় এক অভিযুক্তের সঙ্গে আট মাস আগে ফোনে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । অভিষেকের কথায়, "এই যে কয়লা কেলেঙ্কারি বলছে... প্রধান অভিযুক্ত একজন, যাকে বলা হচ্ছে ফেরার হয়ে গিয়েছে । আট মাস আগে শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন ।" এইটুকু বলেই এদিন ক্ষান্ত হননি তৃণমূল কংগ্রেসের দু'নম্বর এই নেতা । অভিষেক বলেন, "আমি যদি মিথ্যে বলি আমার বিরুদ্ধে আদালতে কেস করুন । প্রয়োজনে আমি আদালতকে প্রমাণ দেব ।"

আরও পড়ুন: কয়লা-গরুপাচার আসলে হোম মিনিস্টার স্ক্যাম, দাবি অভিষেকের

এদিন শুরু থেকেই শুভেন্দুকে নিয়ে আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (allegation of abhishek banerjee against suvendu adhikari)। প্রথমে তিনি বলেন, "একজনকে প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছে অথচ সিবিআই তাকে একবার ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করছে না । বিজেপি'তে গেলেই সব সাফ!"

অভিষেকের দাবি, কয়লা পাচারকারীর সঙ্গে শুভেন্দুরও যোগাযোগ রয়েছে । তাঁর হাতে এ ব্যাপারে প্রমাণও আছে । তিনি বলেন, "কয়লাপাচার মামলায় পালিয়ে বেড়াচ্ছেন যে মূল অভিযুক্ত, তাঁর সঙ্গে আট মাস আগে কথা হয়েছিল শুভেন্দুর । আমি এই কথাটা জোর দিয়ে বলছি । যদি এতে শুভেন্দু অধিকারীর মানহানি হয়, তা হলে তিনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন । আমি আদালতে ওই ফোনের অডিয়ো ক্লিপিং জমা দিয়ে দেব।"

এদিন অবশ্য এই অভিযোগ প্রসঙ্গে সরাসরি বিনয় মিশ্রের নাম উল্লেখ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে শাসকদলের তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে অভিষেকের বক্তব্যে সারাংশে বিনয় মিশ্রের নাম উল্লেখ করা হয় । প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই এই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । এরপরই নিয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "বিনয় মিশ্রকে উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) তৃণমূল যুবার ভাইস প্রেসিডেন্ট করেছিলেন । যুবর সাধারণ সম্পাদক করেছিলেন । আর আমার ফোন নম্বর সবাই জানে । আমার ফোন নম্বর থেকে এই ধরনের চোরেদের সঙ্গে কোনও কথা হয়েছে, তা প্রমাণ করতে দেন । মুখে আওয়াজ, অনেক কথাই বলেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.