ETV Bharat / city

আইনশৃঙ্খলার প্রশ্নে এডিজি-কে কড়া বার্তা কমিশনের, শান্তিপূর্ণ ভোটের আর্জি বিরোধীদের - জাতীয় নির্বাচন কমিশন

আজ দ্বিতীয় দফার বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গেও বৈঠক করেন মুখ্য় নির্বাচন কমিশনার ৷ কমিশনের ফুল বেঞ্চের তরফে এডিজি আইনশৃঙ্খলাকে বেশ কয়েকটি প্রশ্নও করা হয় বলে সূত্রের খবর ৷ তবে, সেই প্রশ্নের একাধিক জবাবে কমিশন অসন্তুষ্ট বলে জানা গিয়েছে ৷ আজ জ্ঞানবন্ত সিং-কে শহরের ভোটের সময় ও অন্য়ান্য় সময় হওয়া রাজনৈতিক অশান্তি নিয়ে কড়া ভাষায় প্রশ্ন করা হয় ৷

all-party-meeting-with-chief-election-commission-in-kolkata
আইনশৃঙ্খলার প্রশ্নে এডিজি-কে কড়া বার্তা কমিশনের, শান্তিপূর্ণ ভোটের আর্জি বিরোধীদের
author img

By

Published : Jan 21, 2021, 7:12 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : আজ শহরের এক পাঁচতারা হোটেলে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য়ের সব রাজনৈতিক দল এবং প্রশাসনিক কর্তা ব্য়ক্তিদের নিয়ে বৈঠক করল ৷ আর সেই সঙ্গেই রাজ্য়ে 2021-র বিধানসভা নির্বাচনের বাদ্য়িও কার্যত বেজে গেল ৷ মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল আরোরা দু’দফায় তাদের সঙ্গে বৈঠক করলেন ৷ যেখানে সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি নিয়ে হাজির হয়েছিল বিরোধী বিজেপি, বাম ও কংগ্রেস ৷ অন্য়দিকে, শাসক দল তৃণমূলের তরফে বিএসএফের বিরুদ্ধে সীমান্তবর্তী গ্রামগুলিতে ভোটাদের ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে কমিশনের কাছে ৷ অন্য়দিকে, রাজ্য়ের আইন শৃঙ্খলা নিয়ে এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে একাধিক প্রশ্ন করে কমিশনের আধিকারিকরা ৷ সূত্রের খবর, তাঁর উত্তরে খুব একটা সন্তুষ্ট হননি মুখ্য় নির্বাচন আধিকারিক ৷

আজ দ্বিতীয় দফার বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গেও বৈঠক করেন মুখ্য় নির্বাচন কমিশনার ৷ কমিশনের ফুল বেঞ্চের তরফে এডিজি আইনশৃঙ্খলাকে বেশ কয়েকটি প্রশ্নও করা হয় বলে সূত্রের খবর ৷ তবে, সেই প্রশ্নের একাধিক জবাবে কমিশন অসন্তুষ্ট বলে জানা গিয়েছে ৷ আজ জ্ঞানবন্ত সিং-কে শহরের ভোটের সময় ও অন্য়ান্য় সময় হওয়া রাজনৈতিক অশান্তি নিয়ে কড়া ভাষায় প্রশ্ন করা হয় ৷ কেন এই রাজনৈতিক অশান্তি পুলিশ প্রশাসন রুখতে ব্য়র্থ হচ্ছে? এই প্রশ্নের সদুত্তর এডিজি আইন শৃঙ্খলা দিতে পারেননি বলে সূত্রের খবর ৷ পাশাপাশি 50 হাজারের কাছাকাছি জামিন অযোগ্য গ্রেপ্তারের নির্দেশ থাকা সত্ত্বেও কেন মোটে 8 থেকে 10 হাজার গ্রেপ্তার কাজ এগিয়েছে সে বিষয়ও জিজ্ঞেসাবাদ করা হয় তাঁকে। এদিন কমিশন রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে একাধিক নির্দেশিকা এডিজি দিয়েছে ৷ সেগুলি ঠিকমত পালন না হলে কমিশন তার মতো করে ব্য়বস্থা নেবে বলে জানিয়েছে ৷

এদিন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রথমেই রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন ৷ সেখানে তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্য়ায় এবং সুব্রত বক্সিরা উপস্থিত ছিলেন ৷ তাঁরা মুখ্য় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বেরিয়ে জানান, সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বিএসএফ একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে ৷ এ নিয়ে কমিশনকে যথাযথ ব্য়বস্থা নিতে আর্জি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়রা ৷

আরও পড়ুন : ‘‘সীমান্তবর্তী গ্রামে ভয় দেখাচ্ছে বিএসএফ’’, কমিশনে নালিশ তৃণমূলের

অন্য়দিকে, বিজেপির তরফে রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় এবং শিশির বাজোরিয়া কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন ৷ তাঁরা রাজ্য়ে শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়েছেন ৷ পাশাপাশি, ভোট লুঠ ঠেকাতে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়েছেন তাঁরা ৷ একই সঙ্গে রাজ্য়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ভোটার তালিকায় সামিল করা হয়েছে বলে, রাজ্য়ের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা ৷ একই সঙ্গে লোকসভা ভোটে রাজ্য়র প্রতিটি কেন্দ্রে অশান্তির অভিযোগ জানিয়ে কমিশনকে কড়া নিরাপত্তা ব্য়বস্থার আয়োজন করতে আবেদন করেছে বিজেপি ৷

এদিন বামেদের সঙ্গেও বৈঠক করেন নির্বাচনী আধিকারিকরা ৷ সেখানে বামেদের তরফে রবীন দেব জানিয়েছেন, তারা রাজ্য়ে শান্তিপূর্ণ নির্বাচন চায় ৷ সেই কারণে প্রয়োজনীয় সব ব্য়বস্থা যাতে কমিশন নেয় সেই আবেদন রেখেছে বামেরা ৷ পাশাপাশি এও বলা হয়েছে, প্রয়োজনে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করা হোক রাজ্যে ৷

কলকাতা, 21 জানুয়ারি : আজ শহরের এক পাঁচতারা হোটেলে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য়ের সব রাজনৈতিক দল এবং প্রশাসনিক কর্তা ব্য়ক্তিদের নিয়ে বৈঠক করল ৷ আর সেই সঙ্গেই রাজ্য়ে 2021-র বিধানসভা নির্বাচনের বাদ্য়িও কার্যত বেজে গেল ৷ মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল আরোরা দু’দফায় তাদের সঙ্গে বৈঠক করলেন ৷ যেখানে সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি নিয়ে হাজির হয়েছিল বিরোধী বিজেপি, বাম ও কংগ্রেস ৷ অন্য়দিকে, শাসক দল তৃণমূলের তরফে বিএসএফের বিরুদ্ধে সীমান্তবর্তী গ্রামগুলিতে ভোটাদের ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে কমিশনের কাছে ৷ অন্য়দিকে, রাজ্য়ের আইন শৃঙ্খলা নিয়ে এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে একাধিক প্রশ্ন করে কমিশনের আধিকারিকরা ৷ সূত্রের খবর, তাঁর উত্তরে খুব একটা সন্তুষ্ট হননি মুখ্য় নির্বাচন আধিকারিক ৷

আজ দ্বিতীয় দফার বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গেও বৈঠক করেন মুখ্য় নির্বাচন কমিশনার ৷ কমিশনের ফুল বেঞ্চের তরফে এডিজি আইনশৃঙ্খলাকে বেশ কয়েকটি প্রশ্নও করা হয় বলে সূত্রের খবর ৷ তবে, সেই প্রশ্নের একাধিক জবাবে কমিশন অসন্তুষ্ট বলে জানা গিয়েছে ৷ আজ জ্ঞানবন্ত সিং-কে শহরের ভোটের সময় ও অন্য়ান্য় সময় হওয়া রাজনৈতিক অশান্তি নিয়ে কড়া ভাষায় প্রশ্ন করা হয় ৷ কেন এই রাজনৈতিক অশান্তি পুলিশ প্রশাসন রুখতে ব্য়র্থ হচ্ছে? এই প্রশ্নের সদুত্তর এডিজি আইন শৃঙ্খলা দিতে পারেননি বলে সূত্রের খবর ৷ পাশাপাশি 50 হাজারের কাছাকাছি জামিন অযোগ্য গ্রেপ্তারের নির্দেশ থাকা সত্ত্বেও কেন মোটে 8 থেকে 10 হাজার গ্রেপ্তার কাজ এগিয়েছে সে বিষয়ও জিজ্ঞেসাবাদ করা হয় তাঁকে। এদিন কমিশন রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে একাধিক নির্দেশিকা এডিজি দিয়েছে ৷ সেগুলি ঠিকমত পালন না হলে কমিশন তার মতো করে ব্য়বস্থা নেবে বলে জানিয়েছে ৷

এদিন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রথমেই রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন ৷ সেখানে তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্য়ায় এবং সুব্রত বক্সিরা উপস্থিত ছিলেন ৷ তাঁরা মুখ্য় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বেরিয়ে জানান, সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বিএসএফ একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে ৷ এ নিয়ে কমিশনকে যথাযথ ব্য়বস্থা নিতে আর্জি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়রা ৷

আরও পড়ুন : ‘‘সীমান্তবর্তী গ্রামে ভয় দেখাচ্ছে বিএসএফ’’, কমিশনে নালিশ তৃণমূলের

অন্য়দিকে, বিজেপির তরফে রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় এবং শিশির বাজোরিয়া কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন ৷ তাঁরা রাজ্য়ে শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়েছেন ৷ পাশাপাশি, ভোট লুঠ ঠেকাতে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়েছেন তাঁরা ৷ একই সঙ্গে রাজ্য়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ভোটার তালিকায় সামিল করা হয়েছে বলে, রাজ্য়ের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা ৷ একই সঙ্গে লোকসভা ভোটে রাজ্য়র প্রতিটি কেন্দ্রে অশান্তির অভিযোগ জানিয়ে কমিশনকে কড়া নিরাপত্তা ব্য়বস্থার আয়োজন করতে আবেদন করেছে বিজেপি ৷

এদিন বামেদের সঙ্গেও বৈঠক করেন নির্বাচনী আধিকারিকরা ৷ সেখানে বামেদের তরফে রবীন দেব জানিয়েছেন, তারা রাজ্য়ে শান্তিপূর্ণ নির্বাচন চায় ৷ সেই কারণে প্রয়োজনীয় সব ব্য়বস্থা যাতে কমিশন নেয় সেই আবেদন রেখেছে বামেরা ৷ পাশাপাশি এও বলা হয়েছে, প্রয়োজনে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করা হোক রাজ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.