কলকাতা, 14 ডিসেম্বর : কলকাতা পৌরভোটে সমস্ত বুথেই থাকছে সিসিটিভি (all booths in Kolkata municipal election will be under cctv surveillance ) । একটি জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে । কমিশনের তরফ থেকে সব বুথে সিসিটিভি রাখার বিষয়টি আশ্বস্ত করা হয়েছে ৷ বিরোধীদের তরফে সমস্ত বুথেই সিসিটিভি রাখার দাবি জানানো হয়েছিল ৷
এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে মামলাকারীর তরফে জানানো হয়, ‘‘কলকাতায় প্রায় 4842টি পোলিং বুথ রয়েছে । এছাড়া 365টি অক্সিলিয়ারি বুথ রয়েছে । এই সমস্ত বুথেই সিসিটিভি লাগানো দরকার । কলকাতা পৌর এলাকায় মাত্র 25% বুথে সিসিটিভি লাগানো হয় । ফলে বাকিগুলোতে কোনও বেনিয়ম হলে বা কেউ আক্রান্ত হলে তা বোঝা সম্ভব হয় না ।’’ বিধানসভা ভোট-পরবর্তী হিংসার সময়েও একই অভিযোগ তুলেছিলেন বিরোধীরা ৷
রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘সুপ্রিমকোর্টেও একই দাবিতে মামলা হয়েছিল ৷ পুরো বিষয়টি দেখার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের । এই ব্যাপারে রাজ্যের কোনও ভূমিকা নেই ।’’ রাজ্য নির্বাচন কমিশনের তরফে আইনজীবীর সোনাল সিনহা বলেন, ‘‘কমিশনের রীতি অনুযায়ী 25% বুথে সিসিটিভি এমনিতেই লাগানো হয় । কিন্তু আদালত যদি মামলাকারীর দাবি অনুযায়ী সব বুথে সিসিটিভি লাগানোর নির্দেশ দেয়, কমিশনের এতে কোনও আপত্তি নেই । রাজ্যের তরফেও এই বিষয়ে কোনও আপত্তি করা হয়নি ।’’
আরও পড়ুন : KMC election 2021 : পৌরসভা নির্বাচনের আগেই শহরে উদ্ধার এক কোটি টাকা
মামলা শেষে মামলাকারীর তরফের আইনজীবী শুভব্রত চৌধুরী জানালেন, ‘‘আমাদের দাবি অনুযায়ী আদালত সমস্ত বুথে এবং স্ট্রং রুমে সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছেন । এই সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশনকে সংরক্ষণ করতে হবে ।’’ মামলাকারীরা জানালেন, প্রাথমিকভাবে তাদের দাবি পূরণ হয়েছে । পরবর্তীতে তারা প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের সব পৌরভোটেই সিসিটিভি লাগানোর আর্জি জানাবেন ।