ETV Bharat / city

আলিপুর চিড়িয়াখানা কলকাতার ফুসফুস : ফিরহাদ

author img

By

Published : Nov 14, 2019, 5:01 PM IST

Updated : Nov 14, 2019, 9:28 PM IST

চিড়িয়াখানা গাছগাছালি পূর্ণ হওয়ায় এবং বড় বড় জলাশয় থাকার কারণে বর্তমানে কলকাতার একটি 'ফুসফুস' বলে বিবেচিত হয়, মন্তব্য ফিরহাদের । তিনি বলেন, ''কলকাতা শহরে ইদানীং অনেক সবুজায়ন করা হয়েছে । তবে এখনও সবুজায়ান আরও বৃদ্ধি করতে হবে শহর কলকাতা জুড়ে। সেই সঙ্গে শৈশবকে বাঁচিয়ে রাখার স্বার্থে চিড়িয়াখানাকে বাঁচিয়ে রাখতে হবে।''

মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা, ১৪ নভেম্বর : শিশু দিবস উপলক্ষে আজ থেকে কলকাতা চিড়িয়াখানায় শুরু হল 'জু ফেস্টিভাল' । আজ চিড়িয়াখানায় উৎসবের উদ্বোধন করতে এসে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "চিড়িয়াখানা শুধু পশু-পাখির সংরক্ষণ ও প্রদর্শনীর জায়গা নয়, দূষণের নিয়ন্ত্রণেও বড় ভূমিকা পালন করে আলিপুর চিড়িয়াখানা ।" তিনি আরও বলেন, "কলকাতায় যেখানে প্রতিনিয়ত দূষণের মাত্রা বেড়ে চলেছে সেখানে চিড়িয়াখানার গাছগাছালি ও জলাভূমি থাকার ফলে দূষণের মাত্রা অনেক কম।"

চিড়িয়াখানা গাছগাছালি পূর্ণ হওয়ায় এবং বড় বড় জলাশয় থাকার কারণে বর্তমানে কলকাতার একটি 'ফুসফুস' বলে বিবেচিত হয়, মন্তব্য ফিরহাদের । তিনি বলেন, ''কলকাতা শহরে ইদানীং অনেক সবুজায়ন করা হয়েছে । তবে এখনও সবুজায়ান আরও বৃদ্ধি করতে হবে শহর কলকাতা জুড়ে। সেই সঙ্গে শৈশবকে বাঁচিয়ে রাখার স্বার্থে চিড়িয়াখানাকে বাঁচিয়ে রাখতে হবে।''

আজ চিড়িয়াখানায় এসে মেয়র জানান, এক সময় তিনি যখন ছোট ছিলেন তখন আলিপুর চিড়িয়াখানায় এসে পশু-পাখিদের দেখে আনন্দ পেতেন । জু ফেস্টিভ্যাল চলবে 19 তারিখ পর্যন্ত ।

কলকাতা, ১৪ নভেম্বর : শিশু দিবস উপলক্ষে আজ থেকে কলকাতা চিড়িয়াখানায় শুরু হল 'জু ফেস্টিভাল' । আজ চিড়িয়াখানায় উৎসবের উদ্বোধন করতে এসে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "চিড়িয়াখানা শুধু পশু-পাখির সংরক্ষণ ও প্রদর্শনীর জায়গা নয়, দূষণের নিয়ন্ত্রণেও বড় ভূমিকা পালন করে আলিপুর চিড়িয়াখানা ।" তিনি আরও বলেন, "কলকাতায় যেখানে প্রতিনিয়ত দূষণের মাত্রা বেড়ে চলেছে সেখানে চিড়িয়াখানার গাছগাছালি ও জলাভূমি থাকার ফলে দূষণের মাত্রা অনেক কম।"

চিড়িয়াখানা গাছগাছালি পূর্ণ হওয়ায় এবং বড় বড় জলাশয় থাকার কারণে বর্তমানে কলকাতার একটি 'ফুসফুস' বলে বিবেচিত হয়, মন্তব্য ফিরহাদের । তিনি বলেন, ''কলকাতা শহরে ইদানীং অনেক সবুজায়ন করা হয়েছে । তবে এখনও সবুজায়ান আরও বৃদ্ধি করতে হবে শহর কলকাতা জুড়ে। সেই সঙ্গে শৈশবকে বাঁচিয়ে রাখার স্বার্থে চিড়িয়াখানাকে বাঁচিয়ে রাখতে হবে।''

আজ চিড়িয়াখানায় এসে মেয়র জানান, এক সময় তিনি যখন ছোট ছিলেন তখন আলিপুর চিড়িয়াখানায় এসে পশু-পাখিদের দেখে আনন্দ পেতেন । জু ফেস্টিভ্যাল চলবে 19 তারিখ পর্যন্ত ।

Intro:চিলড্রেন ডে উপলক্ষে কলকাতা চিড়িয়াখানায় জু ফেস্টিভাল শুরু হলো আজ থেকে। আজ মেয়র ফিরহাদ হাকিম চিড়িয়াখানায় ফেস্টিভালের উদ্বোধন করতে এসে নস্টালজিক হয়ে পড়েন। চিড়িয়াখানা শুধু পশু পাখির সংরক্ষণ ও প্রদর্শনীর জায়গা নয় , দূষণের নিয়ন্ত্রণের বড় ভূমিকা পালন করে আলিপুর চিড়িয়াখানা আজকে কথা বলেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন কলকাতায় যেখানে প্রতিনিয়ত দূষণের মাত্রা বেড়েই চলেছে সেখানে এই চিড়িয়াখানার গাছগাছালি ও জলাভূমি থাকার ফলে দূষণের মাত্রা অনেক কম।


Body:চিড়িয়াখানার বিশাল আয়তনের স্থানটিতে যথেষ্ট পরিমাণে গাছ গাছালি পূর্ণ হওয়ায় এবং কিছু বড় বড় জলাশয় থাকার কারণে বর্তমানে কলকাতায় আরও একটি ফুসফুস বলে বিবেচিত হয় বললেন ফিরাদ হাকিম। দীর্ঘদিন ধরে কলকাতায় ভেতরে এমন একটি সবুজ গাছগাছালি পূর্ণ স্থান সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন কোলকাতা শহরে ইদানীং অনেক সবুজায়ন করা হয়েছে ।তবে এখনো সবুজায়ান আরো বৃদ্ধি করতে হবে শহর কলকাতা জুড়ে। সেই সঙ্গে শিশুদের শৈশব কে বাঁচিয়ে রাখার স্বার্থে চিড়িয়াখানাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন কতটা সে বিষয়েও মনে করিয়ে দিলেন তিনি।


Conclusion:মিরাট জানিয়েছেন এক সময় তিনি যখন ছোট ছিলেন তখন আলিপুর চিড়িয়াখানায় এসে পশু-পাখিদের দেখে যেমন আনন্দ করতেন তেমনি বর্তমান প্রজন্মের কচিকাঁচারা এই চিড়িয়াখানা এসে একই রকম আনন্দ উপভোগ করত চিড়িয়াখানায় এসে একই রকম আনন্দ উপভোগ করে। শৈশবের দিনগুলি কে আরও আনন্দময় গড়ে তোলার আহ্বান জানালেন মেয়র ফিরহাদ হাকিম। চিলড্রেনস ডে স্পেশাল উপলক্ষে আজ থেকে জু ফেস্টিভ্যাল' শুরু হলো আলিপুর চিড়িয়াখানায়। এই ফেস্টিভাল চলবে 19 তারিখ পর্যন্ত।
Last Updated : Nov 14, 2019, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.