কলকাতা, 29 অক্টোবর: আলাপন বন্দ্যোপাধ্যায় মামলার শুনানি কলকাতাতেই করার নির্দেশ দিল হাইকোর্ট ৷ দিল্লি বেঞ্চের নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল প্রিন্সিপাল বেঞ্চের (দিল্লির) নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । কলকাতা বেঞ্চকে দ্রুত মামলার শুনানি করে নিষ্পত্তি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । অর্থাৎ কলকাতা বেঞ্চেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত মামলার শুনানি করতে হবে বলে জানাল হাইকোর্ট ।
সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গত 26 অক্টোবর মামলা করেছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় । 27 অক্টোবর এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হয় । শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । এই মামলার রায়দান করল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ।
28 মে প্রধানমন্ত্রীর একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ না-করায় প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণের তোড়জোড় শুরু করেছিল কেন্দ্রীয় সরকার । সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতা বিভাগ মামলা করেছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দিল্লিতে অবস্থিত প্রিন্সিপাল বেঞ্চে আবেদন জানায় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর । আবেদনে আলাপন বন্দ্যোপাধ্যায়য়ের মামলা সংক্রান্ত সমস্ত বিষয় প্রিন্সিপাল বেঞ্চে নিয়ে আসার আবেদন জানিয়েছিল কর্মিবর্গ দফতর । গত 22 অক্টোবর প্রিন্সিপাল বেঞ্চ তা অনুমোদন করে । এর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ।
আরও পড়ুন : Mamata Banerjee : আমি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে : মমতা
মামলার শুনানিতে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল, যেহেতু এই মামলার নথিপত্র থেকে শুরু করে সমস্ত সংশ্লিষ্ট অফিসাররা দিল্লিতে, সেই কারণে মামলা কলকাতা থেকে সরিয়ে দিল্লির বেঞ্চে শুনানির সম্মতি দিয়েছিলেন সেন্ট্রাল প্রিন্সিপাল বেঞ্চের চেয়ারম্যান । যদিও এই যুক্তি আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ।