কলকাতা, 17 জুন : বাবার নামে স্মারক বক্তৃতায় এলেন না অনিল কন্যা অজন্তা বিশ্বাস (Ajanta Biswas) । ইতিমধ্যেই সিপিএমের সদস্য পদ ছেড়েছেন তিনি । এবার অনিল বিশ্বাস (Anil Biswas) স্মারক বক্তৃতায় এলেন না । এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি পাকাপাকি ভাবেই সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল অজন্তা ?
ছাত্র সংগ্রামের একদা সম্পাদক ছিলেন সিপিএম (CPIM) নেতা প্রয়াত অনিল বিশ্বাস । তাঁকে সম্মান জানিয়ে প্রতি বছর ছাত্র সংগ্রামের প্রতিষ্ঠা দিবসে অনিল বিশ্বাস স্মারক বক্তৃতা হয় । প্রতি বছর সেই অনুষ্ঠানে হাজির থাকেন অনিল কন্যা অজন্তা বিশ্বাস । সম্প্রতি সিপিএম সদস্য হয়ে তৃণমূলের মুখপত্র জাগোবাংলায় (AITC Mouthpiece Jagobangla) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) প্রশংসা করে উত্তর সম্পাদকীয় লেখেন ৷ আর তারপরেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন পার্টি নেতৃত্ব ।
কিন্তু ওই উত্তর সম্পাদকীয়তে রাজনীতিতে অবদান নিয়ে আরও বেশ কয়েকজন মহিলা সম্পর্কে লিখেছিলেন ৷ যদিও ওই লেখা নিয়েই বিরোধের শুরু সেখান থেকেই । এরপর পার্টির সদস্যপদ পুনর্নবীকরণের আবেদনও করেননি অজন্তা । পার্টি থেকে দূরত্ব তৈরি করেন ।
তবে সিপিএম নেতারা মনে করেছিলেন, অনেকেই পার্টি সদস্য পদ না রাখলেও নানা ভাবে পার্টির সঙ্গে যুক্ত থাকেন । বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকেন ৷ তেমনটাই হয়তো করবেন প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস । তবে এমন অনুষ্ঠানে না আসায় কার্যত হতবাক সিপিএম নেতারা ।
ছাত্রসংগ্রামের অনুষ্ঠানে অজন্তা বিশ্বাস না আসা প্রসঙ্গে এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের প্রতি বছর এই অনুষ্ঠানে উনি আসতেন । এবার কেন এলেন না জানি না । উনি এলে আমাদের কোনও সমস্যা ছিল না ৷’’ তিনি জানান, ওই অনুষ্ঠানে প্রবেশ অবাধ ছিল। কাউকে আলাদা করে আমন্ত্রণ জানানো হয়নি ৷
অনিল বিশ্বাসের মেয়ের সিপিএম সদস্য পদ ছাড়ায় বর্ষীয়ান অনেক নেতাই পরিচিত মহলে আক্ষেপ করেছেন । পাশাপাশি তাঁর তৃণমূল ঘনিষ্ঠতা নিয়েও আক্ষেপ চাপা থাকেনি । পরের পর এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা বাড়াতেই কি সিপিএমের সঙ্গে সম্পর্ক পাকাপাকিভাবে ছিন্ন করার উদ্যোগ ?
আরও পড়ুন : Biman Bose Criticizes Agnipath : অগ্নিপথবিরোধী আন্দোলনের জন্য কেন্দ্রকেই দুষলেন বিমান বসু