ETV Bharat / city

Kolkata Air Quality : কলকাতার দূষণের মাত্রা আরও নিচে নামল - Latest news on Kolkata

বুধবার কলকাতায় দূষণের মাত্রা আরও নিচে নেমেছে (air quality of kolkata worsens to poor level) ৷ অথচ সপ্তাহ খানেক আগেও পরিস্থিতি ভাল ছিল ৷

air quality of kolkata worsens to poor level
Kolkata Air Quality : কলকাতার দূষণের মাত্রা আরও নিচে নামল
author img

By

Published : Dec 15, 2021, 9:31 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : কলকাতার বাতাসে দূষণের মাত্রা ফের খারাপ পরিস্থিতিতে (air quality of kolkata worsens to poor level) ৷ বুধবারের পরিসংখ্যান অন্তত তাই বলছে ৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই অনুযায়ী বাতাসের দূষণের মাত্রা পরিমাপ করা হয় ৷ বুধবার সেই ইনডেক্সেই এই খারাপ চিত্র ধরা পড়েছে ৷

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া হিসেব অনুযায়ী, বুধবার দুপুর 2 টো নাগাদ ফোর্ট উইলিয়াম সংলগ্ন এলাকায় ওই ইনডেক্সের মান ছিল 281 ও বালিগঞ্জে ছিল 276 ৷ কলকাতার দূষণের অবস্থা খারাপ, তা পরিসংখ্যানেই স্পষ্ট ৷

ওই ইনডেক্স যখন 0 থেকে 50 এর মধ্যে থাকবে, তখন বাতাসের মান ভালো ধরতে হবে ৷ তা 51 থেকে 100-র মধ্যে থাকলে, সন্তোষজনক হিসেবে ধরা হয় ৷ 101 থেকে 200 হল মাঝামাঝি ৷ আর তার পর শুরু হয় বাতাসের খারাপ অবস্থা ৷

ওই ইনডেক্স যখন 201 থেকে 300-র মধ্যে থাকে, তখন বাতাসের দূষণের পরিমাণ খারাপ বলে ধরা হয় ৷ এর পর 301-400-র মধ্যে থাকলে, তা খুব খারাপ পরিস্থিতি ৷ আর 401 থেকে 500-র মধ্যে ওই ইনডেক্স থাকলে বাতাসে দূষণের মাত্রাকে ভয়ঙ্কর হিসেবে ধরা হয় ৷

আরও পড়ুন : Weather Update in Bengal : বঙ্গে এবার শীতের রোদ্দুর, পরিষ্কার আকাশ

অথচ সপ্তাহ খানেক আগে পরিস্থিতি ভাল ছিল বলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গিয়েছে ৷ পরিবেশবিদরা বলছেন, তার মূল কারণ ছিল ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে কলকাতায় হওয়া বৃষ্টি ৷ কিন্তু তার পর যেই শীতের আমেজ এসেছে, তখন আবার বাতাসের দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে ৷

কলকাতা, 15 ডিসেম্বর : কলকাতার বাতাসে দূষণের মাত্রা ফের খারাপ পরিস্থিতিতে (air quality of kolkata worsens to poor level) ৷ বুধবারের পরিসংখ্যান অন্তত তাই বলছে ৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই অনুযায়ী বাতাসের দূষণের মাত্রা পরিমাপ করা হয় ৷ বুধবার সেই ইনডেক্সেই এই খারাপ চিত্র ধরা পড়েছে ৷

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া হিসেব অনুযায়ী, বুধবার দুপুর 2 টো নাগাদ ফোর্ট উইলিয়াম সংলগ্ন এলাকায় ওই ইনডেক্সের মান ছিল 281 ও বালিগঞ্জে ছিল 276 ৷ কলকাতার দূষণের অবস্থা খারাপ, তা পরিসংখ্যানেই স্পষ্ট ৷

ওই ইনডেক্স যখন 0 থেকে 50 এর মধ্যে থাকবে, তখন বাতাসের মান ভালো ধরতে হবে ৷ তা 51 থেকে 100-র মধ্যে থাকলে, সন্তোষজনক হিসেবে ধরা হয় ৷ 101 থেকে 200 হল মাঝামাঝি ৷ আর তার পর শুরু হয় বাতাসের খারাপ অবস্থা ৷

ওই ইনডেক্স যখন 201 থেকে 300-র মধ্যে থাকে, তখন বাতাসের দূষণের পরিমাণ খারাপ বলে ধরা হয় ৷ এর পর 301-400-র মধ্যে থাকলে, তা খুব খারাপ পরিস্থিতি ৷ আর 401 থেকে 500-র মধ্যে ওই ইনডেক্স থাকলে বাতাসে দূষণের মাত্রাকে ভয়ঙ্কর হিসেবে ধরা হয় ৷

আরও পড়ুন : Weather Update in Bengal : বঙ্গে এবার শীতের রোদ্দুর, পরিষ্কার আকাশ

অথচ সপ্তাহ খানেক আগে পরিস্থিতি ভাল ছিল বলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গিয়েছে ৷ পরিবেশবিদরা বলছেন, তার মূল কারণ ছিল ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে কলকাতায় হওয়া বৃষ্টি ৷ কিন্তু তার পর যেই শীতের আমেজ এসেছে, তখন আবার বাতাসের দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.